টুইংকেল খান্না এবং শাহরুখ খান অভিনীত ‘বাদশা’ সিনেমার এই গানটির কথা মনে পড়ে? ও লারকি জো সবসে আলাগ হে, গানটি ৯০ শতকের মানুষের কাছে ছিল একটি জনপ্রিয় গান। তবে ৯০ শতক বললে ভুল বলা হবে, এই গানটি এখনও মানুষের কাছে সমানভাবে জনপ্রিয়। এবার এই গানটি ঘিরেই তৈরি হলো বিতর্ক।
সম্প্রতি ভারতে কনসার্ট করতে এসেছেন পপ তারকা ডুয়া লিপা। ‘বাদশা’ সিনেমার সেই জনপ্রিয় গানটি এবং ডুয়ার গাওয়া ল্যাভিট্যাটিং গানটি মিশিয়ে তিনি একটি ম্যাশআপ তৈরি করেছিলেন। কনসার্টের মাঝে এই গানটি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল।
আরও পড়ুন: ‘তুই সত্যি বাপের ব্যাটা…’, ডবল রোলে দেব, যিশুর ধামাকা! অ্য়াকশনে মোড়া খাদানের প্রি-ট্রেলার
আরও পড়ুন: অন্তর্বাস খোলা, চুম্বন, ‘তালমার রোমিও-জুলিয়েট’এ মেয়ের অন্তরঙ্গ দৃশ্য দেখে কী বলেন হিয়ার বাবা-মা?
সোশ্যাল মিডিয়ায় গানটির ভিডিয়ো ছড়িয়ে পড়তে না পড়তেই শাহরুখ কন্যা সুহানা নিজের ইন্সট্রা স্টোরিতে তা শেয়ার করেন। ক্যাপশনে লেখেন শাহরুখ খান এবং ডুয়া লিপার নাম। এইখানেই তৈরি হয় সমস্যা। যে গান নিয়ে এত মাতামাতি হল সেই গানের সংগীত শিল্পী অভিজিৎ ভট্টাচার্যের নাম একবারও নেওয়া হলো না?
সোশ্যাল মিডিয়ায় যখন এই ব্যাপারটি নিয়ে তোলপাড় হচ্ছে, ঠিক তখনই এই প্রসঙ্গে মুখ খোলেন অভিজিৎ ভট্টাচার্য। নিউজ এইট্টিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিজিৎ বলেন, ‘এই গানটির কথা যখন সামনে উঠে এলো তখন অবশ্যই আমাকে এবং এই গানটি সুরকার অনু মালিককে কৃতিত্ব দেওয়া উচিত ছিল। ডুয়া লিপা যেহেতু নিজে একজন সংগীতশিল্পী, তাই তাঁর অন্য সঙ্গীত শিল্পীদের কৃতিত্ব দেওয়া অবশ্যই উচিত।’
গায়ক আরও বলেন, ডুয়া লিপা কে, তা নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই আমার। তিনি আমার নাম নিতে পারেন বা না নিতে পারেন, তবে এটা দেখে আমি ভীষণ আপ্লুত যে আজ এত বছর পরেও এই গান মানুষের মনে জায়গা করে রেখেছে। আজ অন্য এক সংগীতশিল্পীর কারণে এই গানটি আরও একবার জনপ্রিয় হল।
ডুয়া লিপারের কনসার্টের ভিডিয়ো ভাইরাল হওয়ার পর অভিজিৎ ভট্টাচার্যের ছেলে জয় ভট্টাচার্যও সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ব্যাপারটির নিন্দা করেছিলেন। ইনস্টাগ্রামে একটি দীর্ঘ নোট লিখেছিলেন তিনি। অভিজিৎ এবং অনুকে কৃতিত্ব না দেওয়ায় তিনি বিদেশী গায়কের সমালোচনা করেছিলেন।
ছেলের পক্ষ নিয়ে অভিজিৎ বলেন, ওর এই পোস্ট করার পেছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল না। ও শুধুমাত্র চেয়েছিল ওর বাবাকে যাতে ক্রেডিট দেওয়া হয়। এছাড়া অন্য কোনও উদ্দেশ্য ছিল না। তবে এটাও ঠিক ভারতবর্ষে একজন নায়ককে যে গুরুত্ব দেওয়া হয় সেই গুরুত্ব দেওয়া হয় না একজন গায়ককে।