দিলজিৎ দোসাঞ্জ এবং করণ আউজলা সম্প্রতি তাদের কনসার্টের মাধ্যমে গোটা দেশে ঝড় তুলেছিলেন। টিকিটের আকাশছোঁয়া দাম থাকা সত্ত্বেও, তা কেনা নিয়ে রীতিমতো মারামারি পড়ে গিয়েছিল। তবে এবার দেখা গেল, এই দিলজিৎ-করণদের নিয়ে মাতামাতি একেবারেই পছন্দ করছেন না বাঙালি গায়ক অভিজিৎ ভট্টাচার্য। যিনি 'ওহ লড়কি জো', 'চলতে চলতে চলতে'-র মতো আইকনিক গান উপহার দিয়েছেন বলিউডে। তাঁর দাবি, তিনি অন্তত কখনো টাকা খরচ করে এসব গায়কদের টিকিট কিনবেন না।
দিলজিতের সমালোচনায় অভিজিৎ
অভিজিৎ ভট্টাচার্য কনসার্টে নাচকে গুরুত্ব দেওয়ার জন্য দিলজিৎ ও করণের সমালোচনা করে বলেন, ‘আমার শোতে লোকেরা পারফরম্যান্স উপভোগ করতে আসে। গান শোনে। হাততালি দেয়। একেই বলে কনসার্ট। জিনকি বাত হো রহি হ্যায় (দিলজিৎ, করণ), ভো গাতে নেহি হ্যায়, সির্ফ ডান্স করতে হ্যায়। আগে সুপারস্টাররা আমার গানে নাচ করত। এখন আমেরিকান তারকারা নাচে।’
আরও পড়ুন: ‘মুম্বইতে সমুদ্রমুখী ৩বিএইচকের মালিক ও…’! রাখিকে নিয়ে আর কী বললেন রাম কাপুর
কোলাপুরে পারফর্ম করার জন্য দিলজিৎ-করণকে চ্যালেঞ্জ জানান অভিজিৎ
তিনি আরও বলেন যে, ‘আমার সব শো হাউসফুল থাকে। আপনি যে নামগুলো বললেন, তাদের কোলাপুরে অনুষ্ঠান করতে বলুন—কেউ টিকিট কাটবে না। এদের নামই কেউ শোনেননি। তার মানে কি এরা (কোলাপুরের লোকজন) ব্যাকডেটেড? আমার বাড়িতে ওদের কনসার্টের টিকিট পড়ে থাকে। আমার ছেলেমেয়েরা সেগুলো অন্যদের মধ্যে বিতরণ করে। ওরা কোনোদিন এই ধরনের শো শুনে নিজেদের টাকা নষ্ট করবে না।’
৩১ ডিসেম্বর লুধিয়ানায় দিল-লুমিনাতি সফরের মাধ্যমে ভারত পর্ব সফলভাবে শেষ করলেন দিলজিৎ দোসাঞ্জ। এদিকে, করণ আউজলার ইট ওয়াজ আ ড্রিম ট্যুরের টিকিটের দাম দিলজিৎ এবং কোল্ডপ্লেকেও ছাড়িয়ে গিয়েছে, সবচেয়ে দামি টিকিটের দাম ছিল ১৫ লক্ষ টাকা পর্যন্ত বেশি।
আরও পড়ুন: নায়ক বদল করেও লাভ হল না, থামতে চলেছে জলসার অন্যতম জনপ্রিয় মেগা, শনিবার শেষ শ্যুট
অভিজিৎ ভট্টাচার্যকে কদিন আগেই দুয়া লিপাকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। আর যার কারণ ছিল, লেভিটেটিং-এর সঙ্গে ওহ লাড়কি জো-র ম্যাশআপ। তিনি গানের মূল স্রষ্টাকে স্বীকৃতি না দেওয়ার জন্য দুয়া লিপার সমালোচনা তো করেন, সঙ্গে শাহরুখ খানকে তুলোধনা করারও সুযোগ ছাড়েন না।