বিশ্ববিখ্যাত পপতারকা ডুয়া লিপা শনিবার মুম্বইতে পারফর্ম করলেন। এই শো-এর অন্যতম আকর্ষণ ছিল ডুয়ার লিপে লেভিটেটিং এবং অভিনেতা শাহরুখ খানের জনপ্রিয় গান ‘ওহ লাড়কি জো সবসে অলগ হ্যায়…’-এর ম্যাশ আপ। কিন্তু তাঁর এই পারফরম্যান্স নিয়ে তৈরি হয়েছে বিতর্কও।
নেটিজেনরা ডুয়ার এই গান নিয়ে প্রবল উচ্ছ্বসিত, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি লেভিটেটিং এক্স ওহ লাড়কি ম্যাশআপ ভিডিয়োতে ভরে গিয়েছে। তবে জনপ্রিয় গায়ক অভিজিৎ ভট্টাচার্যের ছেলে জয় এই নিয়ে বেশ বিব্রত হয়েছেন।
আরও পড়ুন: সন্তান জন্মের ১ মাসের মধ্যেই ৮ কেজি ওজন কমিয়েছেন শ্রীময়ী! জানুন কাঞ্চনের কচি বউয়ের ডায়েটের রহস্য
তাঁর মতে এই গান কেবল শাহরুখের নয়, এই গান তাঁর বাবারও। তাঁর কন্ঠের জাদুতেই এই গান প্রাণ পেয়েছিল। কিন্তু গায়িকা তাঁর বাবার এই অবদানকে উপেক্ষা করেছেন, সেই একই কাজ করেছেন নেটিজেন ও গণমাধ্যমও । তাই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এবং সংবাদ মাধ্যমের সমালোচনা করেছেন জয়। তিনি এই প্রসঙ্গে ইস্টাগ্রামে লিখেওছেন।
তিনি লেখেন, ‘সমস্যা হচ্ছে, কারণ কেউ এটা নিয়ে কোনও কথা বললে না। দুর্ভাগ্যবশত আমরা এমন একটি দেশে বাস করি যেখানে সংবাদ মাধ্যম বা ইনস্টাগ্রাম পেজ গানের কন্ঠ শিল্পীদের উল্লেখ করে না। কেন সবসময় এই দেশের অভিনেতাদের নিয়ে এত মাতামাতি হবে? আমি নিশ্চিত যে @dualipa যখন এই গানটি শুনেছিলেন তখন তিনি সঙ্গীত শিল্পীরই প্রশংসা করেছিলেন, আর সেই সঙ্গীত শিল্পী কিন্তু শাহরুখ নন।’
আরও পড়ুন: কৌন বনেগা ক্রোড়পতির দেখেন রেখা! ‘আমার মনে আছে…’ কপিলের শোতে অমিতাভ কে নিয়ে যা বললেন অভিনেত্রী
জয় আরও লেখেন, ‘এই গানের নাম ওহ লড়কি জো সবসে আলাগ হ্যায় যেখানেই সার্চ করুন না কেন অভিজিৎ নামটাই আসবে। কিন্তু কোনও ভাবেই এই দেশের মিডিয়া কখনই কোনও গায়ককে তাঁর প্রাপ্য সম্মান পেতে দেয় না। আর এরপরও কিছু মানুষ আমাকে জিজ্ঞাসা করবে যে, ‘আপনি কেন বলিউডের জন্য গান করার চেষ্টা করেন না?’ এটা শাহরুখ খানের কথা নয়। আমি তাঁর সবচেয়ে বড় ভক্ত। এটি আমাদের শ্রোতা এবং আমাদের মিডিয়ার বিষয়, যারা পশ্চিমের মতো আমাদের দেশের গায়কদের সমর্থন করে না।’
প্রসঙ্গত, দুয়া এবার সিউলে পারফর্ম করতে যাচ্ছেন। ভারতে দারুণ পারফর্মেন্সের পর দুয়া ইনস্টাগ্রামে মুম্বইয়ের শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মুম্বইয়ের কিছু ছবি শেয়ার করে লেখেন, 'ধন্যবাদ মুম্বই!!!! এশিয়ায় আমাদের পরবর্তী এবং শেষ অনুষ্ঠান হবে সিউলে।'
‘লাড়কি জো’ -এর ভিডিয়ো শাহরুখ কন্যা সুহানা খানও শেয়ার করেছেন। ২০১৯ সালে ভারত সফরের সময় শাহরুখের সঙ্গে দেখা হয় ডুয়ার। অভিনেতা তাঁর সঙ্গে তোলা একটি ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আমি নতুন নিয়ম মেনে চলার সিদ্ধান্ত নিয়েছি, ডুয়া লিপা ছাড়া আর কার কাছ থেকে এগুলি ভালো করে শিখতে পারতাম? কী মোহনীয় তাঁর কণ্ঠস্বর। আমি ওঁর সর্বাঙ্গীণ উন্নতি কামনা করি। ডুয়া, পারলে মঞ্চে আমি যে স্টেপগুলো শিখিয়েছি, সেগুলো ট্রাই করে দেখবেন।’ দুয়া অগস্টে একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে ভারতে আসার ব্যপারে ঘোষণা করেছিলেন।