বাংলা নিউজ > বায়োস্কোপ > Tomader Rani: ধারাবাহিকে মুখ দেখাদেখি বন্ধ, এদিকে দুর্জয়ের সঙ্গে ছবি পোস্ট রানির, বাস্তবেও প্রেম করছে অর্কপ্রভ-অভিকা?

Tomader Rani: ধারাবাহিকে মুখ দেখাদেখি বন্ধ, এদিকে দুর্জয়ের সঙ্গে ছবি পোস্ট রানির, বাস্তবেও প্রেম করছে অর্কপ্রভ-অভিকা?

বাস্তবেও প্রেম করছে অর্কপ্রভ-অভিকা?

Tomader Rani: তোমাদের রাণী ধারাবাহিকে বর্তমানে মুখ দেখাদেখি বন্ধ। এদিকে বাস্তবে রোম্যান্টিক মুডে ধরা দিলেন দুর্জয় এবং রানি। তাঁদের ছবি দেখে অনুরাগীদের প্রশ্ন 'আপনারা সত্যিই প্রেম করছেন?'

স্টার জলসার অন্যতম হিট ধারাবাহিক হল তোমাদের রাণী। এই ধারাবাহিকের দুই মুখ্য অভিনেতারই এটা প্রথম কাজ। আর সেই কাজেই তাঁদের রসায়ন জমে হিট! দর্শকরা তো তাঁদের ভালোবেসে দুর্জানি নামও দিয়েছে। দুর্জয় এবং রানি অর্থাৎ অর্কপ্রভ এবং অভিকা মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় তাঁদের নানা ছবিও শেয়ার করেন। এবার একটা ছবি পোস্ট করতেই তাঁদের অনুরাগীদের মনে দেখা দিল এক বিশেষ প্রশ্ন। ওঁরা কী প্রেম করছেন?

দুর্জানি জুটির নতুন ছবি

এদিন অভিকা মালাকার তাঁর ইনস্টাগ্রামে অর্কপ্রভর সঙ্গে একাধিক ছবি পোস্ট করেন। সেখানে প্রথম ছবিতে দেখা যাচ্ছে শাড়ি পরে হাসিমুখে অর্কপ্রভর দিকে তাকিয়ে আছেন তিনি। অন্যদিকে অর্কপ্রভও তাঁর দিকে একই ভাবে মুগ্ধ চোখে তাকিয়ে আছেন। তাঁর পরনে খয়েরি শার্ট এবং কালো প্যান্ট। তাঁদের সেট থেকে আরও একাধিক ছবি পোস্ট করেছেন তিনি।

আরও পড়ুন: হিট স্ট্রোক হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন শাহরুখ, খবর পেতেই ছুটে এলেন স্ত্রী গৌরী, বাদ গেলেন না বন্ধু জুহিও

আরও পড়ুন: ৩ - এ পা ছেলের, ছোট্ট দেবায়নকে শুভেচ্ছা জানিয়ে শ্রেয়া লিখলেন, 'আমাদের জীবনে আসার জন্য ধন্যবাদ

ধারাবাহিকে বর্তমানে রানি এবং দুর্জয়ের মুখ দেখাদেখি বন্ধ। সেখানে তাঁদের এই রোম্যান্টিক ছবি দেখে বলাই বাহুল্য খুশি অনুরাগীরা। কিন্তু রানি ওরফে অভিকা যে ক্যাপশন দিয়েছেন তাতেই তাঁদের অনুরাগীদের মনে সন্দেহ উঁকি দিয়েছে। তবে কি তাঁরা বাস্তবেও প্রেম করছেন? রানি অর্থাৎ অভিকা তাঁর এই পোস্টের ক্যাপশনে লেখেন, 'আমি এবং আমার।'

আরও পড়ুন: থ্রিলারের পর এবার বাংলার প্রথম অ্যাকশন চেজিং ছবি আনতে প্রস্তুত শিবপ্রসাদ - নন্দিতা!প্রকাশ্যে বহুরূপীর ফার্স্ট লুক

আরও পড়ুন: 'অনেক অনেক ভালোবাসি সুজি...' সুহানার জন্য আদুরে বার্তা বেস্টি অনন্যার, শাহরুখ কন্যার জন্মদিনে কী লিখলেন শানায়া - নভ্যা?

কে কী লিখেছেন এই পোস্টে?

এক ব্যক্তি লেখেন, 'দুর্জানি জুটিকে খুব মিস করছি। আজ এই ছবিগুলো দেখে আরও কষ্ট হচ্ছে।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'এই সিরিয়ালটির গল্পের যা অবস্থা দেখছি স্ক্রিপ্ট রাইটার মনে হয় গাজা মদ এসব খেয়ে গল্প লিখছে নিজেরা দায়িত্ব নিয়ে সিরিয়ালের বারোটা বাজাচ্ছে trp বাড়ার বদলে কমে যাবে' তৃতীয় ব্যক্তি লেখেন, 'গল্পের ট্র্যাক চেঞ্জ করতে হবে নইলে আর দেখব না এই সিরিয়াল।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'তোমরা বাস্তবেও প্রেম করছ?'

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

দ্রুত মেদ ঝরানোর ইচ্ছে? খাবার খাওয়ার আগে ২ গ্লাস এই পানীয় খেলেই যথেষ্ট নেপোটিজম থেকে ভুয়ো বক্স অফিস কালেকশন: জিগরার বিরুদ্ধে উঠল কী কী অভিযোগ? সলমনের উচিত এবার বিষ্ণোই গ্যাং-এর কাছে ক্ষমা চেয়ে নেওয়া', পরামর্শ BJP সাংসদের তৃণমূল বিধায়কের গাড়ির বনেটে উঠে পড়লেন বিজেপি কাউন্সিলরের কন্যা, শোরগোল টাকিতে লাগাতার সমালোচনার জের? মমতার কার্নিভালে থাকছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়, ছাড়লেন শহর IND vs NZ: শুরুতেই কিউয়ি শিবিরে ধাক্কা! চোটের কারণে ছিটকে গেলেন দলের তারকা পেসার ভাসানে সাম্প্রদায়িক সংঘাতে খুন যুবকের দেহে ৩০টি ছররা গুলির আঘাত,শেষকৃত্বেও হিংসা সম্পর্কে থাকতেও তৃতীয় ব্যক্তি ‘ফ্লার্ট’ করছে অহরহ? কী হতে পারে এতে IPL- RCBতে একসঙ্গে রোহিত-বিরাট? অশ্বিন বললেন,২০ কোটি টাকা লাগবে হিটম্যানকে পেতে… পাকিস্তানে পা রেখেই শেহবাজের নিমন্ত্রণে নৈশভোজে যেতে পারেন জয়শংকর: রিপোর্ট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.