স্টার জলসার অন্যতম হিট ধারাবাহিক হল তোমাদের রাণী। এই ধারাবাহিকের দুই মুখ্য অভিনেতারই এটা প্রথম কাজ। আর সেই কাজেই তাঁদের রসায়ন জমে হিট! দর্শকরা তো তাঁদের ভালোবেসে দুর্জানি নামও দিয়েছে। দুর্জয় এবং রানি অর্থাৎ অর্কপ্রভ এবং অভিকা মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় তাঁদের নানা ছবিও শেয়ার করেন। এবার একটা ছবি পোস্ট করতেই তাঁদের অনুরাগীদের মনে দেখা দিল এক বিশেষ প্রশ্ন। ওঁরা কী প্রেম করছেন?
দুর্জানি জুটির নতুন ছবি
এদিন অভিকা মালাকার তাঁর ইনস্টাগ্রামে অর্কপ্রভর সঙ্গে একাধিক ছবি পোস্ট করেন। সেখানে প্রথম ছবিতে দেখা যাচ্ছে শাড়ি পরে হাসিমুখে অর্কপ্রভর দিকে তাকিয়ে আছেন তিনি। অন্যদিকে অর্কপ্রভও তাঁর দিকে একই ভাবে মুগ্ধ চোখে তাকিয়ে আছেন। তাঁর পরনে খয়েরি শার্ট এবং কালো প্যান্ট। তাঁদের সেট থেকে আরও একাধিক ছবি পোস্ট করেছেন তিনি।
আরও পড়ুন: ৩ - এ পা ছেলের, ছোট্ট দেবায়নকে শুভেচ্ছা জানিয়ে শ্রেয়া লিখলেন, 'আমাদের জীবনে আসার জন্য ধন্যবাদ
ধারাবাহিকে বর্তমানে রানি এবং দুর্জয়ের মুখ দেখাদেখি বন্ধ। সেখানে তাঁদের এই রোম্যান্টিক ছবি দেখে বলাই বাহুল্য খুশি অনুরাগীরা। কিন্তু রানি ওরফে অভিকা যে ক্যাপশন দিয়েছেন তাতেই তাঁদের অনুরাগীদের মনে সন্দেহ উঁকি দিয়েছে। তবে কি তাঁরা বাস্তবেও প্রেম করছেন? রানি অর্থাৎ অভিকা তাঁর এই পোস্টের ক্যাপশনে লেখেন, 'আমি এবং আমার।'
কে কী লিখেছেন এই পোস্টে?
এক ব্যক্তি লেখেন, 'দুর্জানি জুটিকে খুব মিস করছি। আজ এই ছবিগুলো দেখে আরও কষ্ট হচ্ছে।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'এই সিরিয়ালটির গল্পের যা অবস্থা দেখছি স্ক্রিপ্ট রাইটার মনে হয় গাজা মদ এসব খেয়ে গল্প লিখছে নিজেরা দায়িত্ব নিয়ে সিরিয়ালের বারোটা বাজাচ্ছে trp বাড়ার বদলে কমে যাবে' তৃতীয় ব্যক্তি লেখেন, 'গল্পের ট্র্যাক চেঞ্জ করতে হবে নইলে আর দেখব না এই সিরিয়াল।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'তোমরা বাস্তবেও প্রেম করছ?'