দেখতে দেখতে বলিউডে ২২ বছর পার করে ফেলেছেন অভিষেক বচ্চন। সুপারস্টার বাবার সন্তান হওয়ার সুবাদে এত বছর পরেও অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর তুলনা অব্যাহত রয়েছে। যদিও ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছেন ‘দশভি’ তারকা। রুপোলি পর্দার গণ্ডি পেরিয়ে ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন দাপটের সঙ্গে। কিন্তু তা সত্ত্বেও বচ্চন পুত্র হওয়ার বোঝা আজও বয়ে চলেছেন। কেরিয়ারের শুরুতে এই নিয়ে বহু প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন অভিষেক, জবাবও দিয়েছিলেন সপাটে। তাঁর কথায়, ‘আমার কোনও আপত্তি নেই বাবার ছায়া হয়ে থাকতে, আমি বরং তাতেই খুশি’। কিন্তু বাবার নাম ভাঙিয়ে কাজ পেতে কোনওদিনই চাননি জুনিয়র বি, নিজের যোগ্যতাতেই অভিনয় কেরিয়ারে এগিয়ে যেতে চেয়েছেন অভিষেক।
প্রায় দেড় দশক আগে ‘আজ তক’কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিনয় কেরিয়ারের খুঁটিনাটি নিয়ে মুখ খুলেছিলেন অভিষেক। এ কথা জানালে অবাক হবেন, বাবা অমিতাভ বা মা জয়া বচ্চন নন, অভিষেক অভিনয় শিখেছেন পরিবারের অন্য কারুর কাছে! হ্যাঁ! অভিষেক জানান, ‘আমি আসলে অভিনয় শিখেছি দিদির কাছে। শ্বেতা আমাদের ফ্যামিলির সবচেয়ে ভালো অভিনেতা। কিন্তু ও খুব শান্ত আর চুপচাপ তাই ক্যামেরার সামনে আসেনি কখনও।’
অভিনয় কেরিয়ারের সবচেয়ে কঠিন মুহূর্তের কথা বলতে গিয়ে অভিষেক বলেন, ‘আমার ডেবিউ ছবি রিফিউজির প্রথম শটটা দেওয়ার সময় আমি সব ভুলে গিয়েছিলাম। প্রচণ্ড নাভার্স হয়ে পড়েছিলাম, বুঝেছিলাম কিছুই করতে পারছি না’। শুরুর দিকে অভিষেকের একের পর এক ছবি ফ্লপ করেছে। এক টানা ১৮টা ছবি ফ্লপ হওয়ার পর সাফল্যের মুখ দেখেন অভিষেক। তাঁর প্রথম হিট ছিল ‘ধুম’।
বলিউডের কাস্টিং কাউচ নিয়ে কম বিতর্ক শোনা যায় না, আজও সময়ে সময়ে মাথাচাড়া দেয় এই বিতর্ক। যদিও ইন্ডাস্ট্রির অন্দরে এমন কোনও অপ্রীতিকর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি অভিষেককে। তাঁর কথায়, ‘বিষয়টা দুর্ভাগ্যজনক। তবে আমি কখনও এমন পরিস্থিতির শিকার হইনি, তাই এই নিয়ে কিছু বলতে পারব না। আর সবার পক্ষে সবটা জানা সম্ভবপর নয়'।
চরিত্রের প্রয়োজনে কি নগ্ন দৃশ্যে অভিনয়ে রাজি হবেন অভিষেক? বচ্চন পুত্রের সাফ জবাব, ‘কেন নয়? সমস্য়াটা কোথায়! যদি চরিত্রের প্রয়োজনে নগ্ন হতে হয়, তাহলে হব। আমরা কে কোনও বিষয় নিয়ে চূড়ান্ত রায় দেওয়ার’।