একজন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ‘শাহেনশা’, অন্যজন তাঁর যোগ্য উত্তরসূরী। স্টারডমের নিরিখে বাবার ধারেকাছে ঘেঁষতে না পারলেও, প্রায় ২৩ বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন অভিষেক বচ্চন। কেরিয়ারের শুরুর দিকে বাবার সঙ্গে একাধিক ছবিতে স্ক্রিন শেয়ার করার সৌভাগ্য হয়েছে অভিষেকের। করণ জোহরের ‘কভি অলবিদা না কহনা’, যশরাজ ফিল্মসের ‘বান্টি অউর বাবলি’ থেকে শুরু করে রাম গোপাল বর্মার ‘সরকার’, ‘সরকার রাজ’-এর মতো ছবিতে একত্রে ধরা দিয়েছেন রিয়েল লাইফ পিতা-পুত্র জুটি। যদিও অমিতাভ-অভিষেক জুটির সবচেয়ে উল্লেখযোগ্য ছবি ‘পা’ (Paa)।
আর বাল্কি পরিচালিত এই ছবিতে প্রোজেরিয়া আক্রান্ত অমিতাভের বাবার চরিত্রে দেখা মিলেছিল অভিষেক। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম বিরল ঘটনা এটি। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল এই হিট ছবি। এরপর লম্বা সময় কেটেছে। ১৪ বছর পরেও একসঙ্গে পর্দায় ধরা দেননি বাবা-ছেলের জুটি। কেন এত লম্বা অপেক্ষা? অবশেষে মুখ খুললেন জুনিয়র বি। আপতত আইফা অ্যাওয়ার্ডে যোগ দিতে আবু ধাবি পৌঁছেছেন বচ্চন পুত্র। সেখানেই পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়টি খোলসা করেছেন নায়ক।
অভিষেকের কথায়, অভিনেতা হিসাবে পরস্পরের সঙ্গে কাজ করাটা তাঁরা এনজয় করেন। তবে একইসঙ্গে কাজ সম্পর্কে দায়িত্বশীল তাঁরা। অভিনেতা জানান, 'আমরা দুজনেই একসঙ্গে কাজ করতে ভালোবাসি। দারুণ এনজয় করি। কিন্তু অভিনেতা হিসাবে দর্শকদের প্রতি আমাদের কিছু দায়িত্ব রয়েছে। যেহেতু আমরা ইতিমধ্যেই কিছু স্মরণীয় ছবিতে কাজ করেছি, তাই আমরা চাই সেই ধারা বজায় রাখতে।
আরও পড়ুন-‘হাঁটতে-প্রস্রাব করতে পারছিলাম না’, নাভি বরাবর কাটা দাগ! হল কী বিগ বস খ্যাত সোফিয়ার?
বচ্চন পুত্রের সংযোজন, ‘বলতে পারেন আমরা সঠিক চিত্রনাট্যের অপেক্ষায় রয়েছি। সেটা পেলেই দুজনে কোমর বেঁধে নেমে পড়ব একসঙ্গে ছবিতে কাজ করতে।’
প্রসঙ্গত, আর বাল্কি-র পরবর্তী ছবি ‘ঘুমর’-এ একসঙ্গে দেখা মিলবে অমিতাভ-অভিষেকের। এই ছবিতে স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে থাকবেন বিগ বি। যদিও খুব সম্ভবত একফ্রেমে দেখা যাবে না তাঁদের। ছবিতে ধারাভাষ্য়করের ক্যামিও চরিত্র করবেন অমিতাভ। অভিষেক বলেন, ‘আসলে বাল্কির ছবিতে পা থাকবেই। উনি পা-কে নিজের লাকি চার্ম ভাবেন। একটা শটের জন্য হলেও থাকবেন। প্রত্যেক ছবিতেই তাই ঘটে, এইবারও সেই ধারা বজায় রয়েছে’। অভিষেকের নায়িকা হিসাবে এই ছবিতে থাকছেন সায়ামি খের। প্রসঙ্গত, চলতিবার ভিকি কৌশলের সঙ্গে আইফা সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অভিষেক।