সমস্ত জল্পনা, চর্চার অবসান। বিয়ে বাড়ির পর আবারও একসঙ্গে দেখা মিলল অ্যাশ এবং জুনিয়র বচ্চনের। বরের হাত ধরে মেয়ের স্কুলের অনুষ্ঠানে এসেছিলেন রাই সুন্দরী। আরাধ্যার স্কুলের সেই অনুষ্ঠানে অভিষেক এবং ঐশ্বর্যর সঙ্গে হাজির ছিলেন অমিতাভ বচ্চনও।
আরও পড়ুন: খাদানের রাধারাণীতে মুগ্ধ দর্শকরা! নেটপাড়া বলছে, 'জিৎ গঙ্গোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি রথিজিৎ'
কী ঘটেছে!
এদিন ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনকে তাঁদের বিয়ে ভাঙার খবরের মধ্যেই একসঙ্গে দেখা গেল। বিগত প্রায় এক বছর ধরে তুঙ্গে ছিল রাই সুন্দরী এবং জুনিয়র বচ্চনের ডিভোর্সের জল্পনা। কখনও তো আবার এও শোনা গিয়েছিল ঐশ্বর্য এবং অভিষেকের বিয়ে ভাঙার নেপথ্যে নাকি নায়কের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। তিনি নাকি গোপনে মন দিয়েছেন অভিনেত্রী নিমরত কৌরকে। কিন্তু সেগুলো যে স্রেফ জল্পনা বা গুজব ছিল সেটা এদিন তাঁরা স্পষ্ট করে দিলেন। বুঝিয়ে দিলেন একই সঙ্গে আছেন, ঘর ভাঙছে না তাঁদের।
অমিতাভ বচ্চনকে সঙ্গে নিয়ে অভিষেক এবং ঐশ্বর্য তাঁদের মেয়ে আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে ঐশ্বর্যকে ফুলের কাজ করা কালো পোশাকে দেখা যায়। অভিষেকও স্ত্রীর সঙ্গে টুইনিং করে কালো হুডি পরে এসেছিলেন। অন্যদিকে অমিতাভ পরেছিলেন টিল রঙের স্যুট। শ্বশুরের হাত ধরে যত্ন করে অনুষ্ঠানে নিয়ে আসেন ঐশ্বর্য রাই বচ্চন।
কিছুদিন আগেই একটি বিয়ে বাড়িতে একসঙ্গে দেখা গিয়েছিল অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাইকে। এদিন আবারও তাঁরা একফ্রেমে ধরা দিয়ে যে নিন্দকদের মুখে এবং জল্পনায় ছাই দিলেন সেটা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: হাউজফুল খাদানের মধ্যরাতের শো! দুর্দান্ত ওপেনিং পেয়েও দর্শকদের কাছে কী অনুরোধ করলেন দেব?
কেন ঐশ্বর্য এবং অভিষেকের ডিভোর্সের চর্চা চলছিল?
চলতি বছরের শুরুর দিকে আম্বানি পরিবারের ছোট ছেলের প্রাক বিবাহ অনুষ্ঠান থেকে শুরু করে বছরের মাঝামাঝি সময় বিয়ে, কখনই বচ্চন পরিবারের সঙ্গে সেসব অনুষ্ঠানে যেতে দেখা যায়নি রাই সুন্দরী এবং তাঁর মেয়ে আরাধ্যাকে। তাঁরা আলাদাই গিয়েছেন। অভিষেক গিয়েছেন পরিবারের সঙ্গে। সেই থেকে জল্পনা শুরু। মাঝে উসকে যায় অভিষেকের পরকীয়ার চর্চা। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে তাঁরা কেউই আনুষ্ঠানিক ভাবে কোনও মন্তব্য করেননি।