অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের ডিভোর্সের খবরে এখন উত্তাল নেটপাড়া। এটার শুরু হয়েছিল, অভিষেক তাঁর গোটা পরিবারের সঙ্গে যখন আম্বানিদের বিয়েতে উপস্থিত হয়েছিলেন, অন্য দিকে আলাদা এসেছিলেন ঐশ্বর্য আর আরাধ্যা। এখানেই শেষ নয়, এই বিয়ের ১ দিন পরেই প্রায় ১৭ দিনের জন্য মার্কিন মুলুকে ছুটি কাটান মা-মেয়ে। সেই ফ্যামিলি ভ্যাকেশনে মিসিং ছিলেন বচ্চনের ছেলে। এরই মাঝে ডিভোর্স নিয়ে অভিষেকের বলা কিছু কথা ভাইরাল হয় রবিবারে। সোমবারে আবার একটি পৃথক ভিডিয়োতে অভিষেককে বলতে শোনা যায়, তাঁরা এখনও বিবাহিত। কোন ভিডিয়োটা আসলে সত্যি?
অভিষেক যেই ভিডিয়োতে ডিভোর্সের কথা বলছেন:
এরই মাঝে অভিষেকের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘গত জুলাইতেই আমি আর ঐশ্বর্য বিবাহ-বিচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। বিগত কয়েক বছর আমাদের একসঙ্গে বিশেষ ভালো কাটেনি। তাই আমরা শেষপর্যন্ত আলাদা হওয়ার পথেই হাঁটছি। এখন প্রশ্ন আমাদের মেয়ে আরাধ্যার…।’ অনেকেরই ধারণা এই ভিডিয়োটি AI টেকনোলজির সাহায্য নিয়ে বানানো হয়েছে।
আরও পড়ুন: বৃষ্টিতে ক্যাটরিনার কে বিউটি-র আইলাইনার পরতেই…! ভাইরাল ভিডিয়ো, বাজে প্রোডাক্ট?
অভিষেকের আরও এক ভিডিয়ো:
তবে এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই অভিষেক বচ্চনের আরও একটি ভিডিয়ো সামনে আসে। বলিউড ইউকে মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বিয়ের আংটি দেখিয়ে অমিতাভ-পুত্র বলে ওঠেন, ‘এখনও বিবাহিত…’। এরপর ঐশ্বর্যর সঙ্গে ঝামেলার গুঞ্জনে মুখ খুলে বলেন, ‘এই বিষয়ে আমার আপনাদের কিছু বলার নেই। আপনারা সবাই বিষয়টি নিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলেছেন। যা খুব দুঃখের। আমি যদিও বুঝতে পারছি, কেন আপনারা এমনটা করেছেন। আপনাদের কিছু গল্প তো ফাইল করতেই হবে। ঠিকই আছে, আমরা তারকা, আমাদের সহ্য করতেই হবে।’
আরও পড়ুন: ‘যোনি মানে তো চিরে রাখা রাস্তাই একটা..’, আর জি কর কাণ্ডে কলম ধরলেন শ্রীজাত
তবে এটা প্রমাণিত যে অভিষেকের বক্তব্যটি একটি পুরানো সাক্ষাৎকারের, সাম্প্রতিক নয়, যা অনেক নিউজ পোর্টাল ব্যাপকভাবে রিপোর্ট করেছে। আর যেখানে জুলাইতে ডিভোর্স হওয়ার কথা বলছেন, সেটির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বিয়ের বয়স হয়েছে ১৭ বছর। ২০০৭ সালের এপ্রিল মাসে তাঁরা বিয়ের পিঁড়িতে বসেছিলেন। এরপর ২০১১ সালে তাঁদের কোল আলো করে আসে একটি ফুটফুটে কন্যা সন্তান। আরাধ্যার জন্মের পর থেকেই কাজের পরিমাণ অনেকটা কমিয়েছেন ঐশ্বর্য। এক মুহূর্ত মেয়েকে কাজছাড়া করেন না বচ্চন বউমা। এমনকী, বিদেশে শ্যুট বা মডেলিংয়ের জন্য গেলেও, সঙ্গে রেখে এসেছেন বরাবর। যা নিয়ে কম ট্রোল হননি তিনি।
আরও পড়ুন: প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের জেলমুক্তির দাবিতে গান গাইলেন কুমার শানু?
নিন্দকদের যদিও দাবি, অনেকদিন আগেই অমিতাভের বাংলো জলসা ছেড়েছেন ঐশ্বর্য। আপাতত তিনি আরাধ্যাকে নিয়ে থাকেন মায়ের সঙ্গে।