১৪ মার্চ অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে অভিষেক বচ্চনের নতুন ছবি ‘বি হ্যাপি’। বর্তমানে এই ছবির প্রচারে ব্যস্ত অভিষেক। প্রচারের সময় ছবি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বাবা-মা ও সন্তানের সম্পর্ক নিয়ে কথা বলেছেন। অভিষেক বলেন, ‘বাবা-মা কখনওই সন্তানের বন্ধু হতে পারেন না। ’
সম্প্রতি ফিভার এফএম-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ‘অনেক সময় আমরা ভুলে যাই যে একজন পিতা কী ধরণের পরিস্থিতির মধ্যে দিয়ে যান। আমার মনে হয় পুরুষরা তাঁদের আবেগ প্রকাশ করতে পারেন না। এটাই তাঁদের একটা বড় সমস্যা। আমাদের মনে হয় শুধু চুপচাপ দায়িত্ব পালন করতে হবে এবং এগিয়ে যেতে হবে।’
আরও পড়ুন: 'হবু বৌমা একজন ভালো…', কার্তিক-শ্রীলীলার প্রেমের গুঞ্জনে সিলমোহর দিলেন অভিনেতার মা?
আরও পড়ুন: ১৮ কোটি টাকায় কুমারীত্ব নিলাম! কোন হলিউড তারকা কিনলেন এই কলেজ ছাত্রীর ভার্জিনিটি?
অভিষেক আরও বলেছেন, ‘আমার মনে হয় না যে একজন পিতা কখনওই মায়ের জায়গা নিতে পারেন। মায়ের বিকল্প কেউ হয় না, কিন্তু এর মানে এই নয় যে পিতা তাঁর সন্তানদের জন্য কম স্বার্থত্যাগ করেন। এই ছবির মাধ্যমে আমরা এটাই দেখাতে চাইছি যে একজন পিতা তাঁর সন্তানকে আগলে রাখেন, বিশেষ করে মায়ের অনুপস্থিতিতে।
সবশেষে অভিষেক বলেন, ‘আমার মনে হয় আপনি আপনার সন্তানদের সাথে বন্ধুর মতো ব্যবহার করতে পারেন, কিন্তু আপনি তাদের বন্ধু হতে পারেন না। আপনি তাদের বাবা-মা। আপনার কাজ হল তাদের গাইড দেওয়া। যদিও এটা ঠিক যে আপনি তাদের সাথে বন্ধুর মতো ব্যবহার করলে তারা আপনার সাথে নিজেদের বিষয়গুলি ভাগ করে নিতে দ্বিধা করবে না, তবে বন্ধু ও বাবা-মা-র মধ্যে পার্থক্য বোঝা জরুরি।’
আরও পড়ুন: ‘মেয়েলি ধাচের, চোখে কাজল-ফাজল দেয়’! বাংলাদেশের শাকিব খানকে নিয়ে বললেন বিপ্লব, চিনলেনই না ইধিকাকে
‘বি হ্যাপি’ ছবিটি পরিচালনা করেছেন রেমো ডিসুজা। এই ছবিতে অভিষেক ছাড়াও নোরা ফতেহী, নাসির, ইনায়াত বর্মা, জনি লিভার এবং হারলিন শেট্টি অভিনয় করেছেন। এই ছবিতে এক বাবা-মেয়ের মিষ্টি সম্পর্কের গল্প দেখানো হয়েছে, যে গল্পে মেয়ের স্টেজে নাচ করার স্বপ্ন পূরণ করবেন সিঙ্গেল বাবা অভিষেক।