১৭ বছরের বিবাহিত জীবন ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের। গত বেশ কয়েক মাস ধরে এই তারকা জুটির মধ্যে যে সমস্যা নিয়ে জল্পনা কল্পনা হচ্ছিল, তা এখন শুধুই অতীত। স্ত্রী এবং সন্তানকে নিয়ে এখন বেশ ভালই রয়েছেন অভিষেক। সম্প্রতি ‘হোলি কা দহন’ অনুষ্ঠানেও ধরা পড়েছে অভিষেক এবং ঐশ্বর্যের ভালোবাসার ছবি।
১৭ বছর বিশ্ব সুন্দরীর সঙ্গে থাকার অভিজ্ঞতা কেমন? আলাদা কোনও এডভ্যান্টেজ আছে নাকি বাড়িতে অন্য আর পাঁচটা পুরুষের মতোই তিনি নিতান্তই এক গোবেচারা স্বামী? কীভাবে ধরে রাখতে হয় একটি আদর্শ সম্পর্ক? বিয়ে নিয়ে খুঁটিনাটি টিপস দিতে দেখা গেল অভিষেককে। কাকে দিলেন? এখনও পর্যন্ত বিয়ে না করা সিঙ্গল অভিনেতা অর্জুন কাপুরকে।
আরও পড়ুন: 'আমি চাইনি আর…', পলকের পর কেন আর মেয়ে সন্তান চাননি শ্বেতা?
আরও পড়ুন: যশের সঙ্গে বাঁধছেন জুটি, নতুন সিনেমার জন্য কত পারিশ্রমিক পাবেন কিয়ারা?
সম্প্রতি একটি পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন অর্জুন কাপুর এবং অভিষেক বচ্চন। অনুষ্ঠানে ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কারে পুরস্কৃত হতে দেখা গেল অভিষেককে। বিগত দুই দশকে এই প্রথম সেরা অভিনেতার পুরস্কারে পুরস্কৃত হলেন তিনি, খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তটা অভিনেতার কাছে ভীষণ স্পেশাল।
অভিষেক স্টেজে উঠতেই অর্জুন মজার ছলে অভিষেককে বলেন, ‘আপনার জীবনে কি এমন কেউ আছেন, যিনি আপনাকে আই ওয়ান্ট টু টক বলতেই আপনার টেনশন বেড়ে যায়? অর্জুনের কথায় অভিষেক প্রথমে কিছুক্ষণ চুপ করে থেকে বলেন, তোমার তো এখনও বিয়ে হয়নি, যখন ভাবে তুমি নিজেই এই উত্তর পেয়ে যাবে।’
অভিষেক আরও বলেন, ‘বিয়ের পর যখনই তোমাকে স্ত্রী ফোন করে বলবে, আমার কিছু বলার আছে, আই ওয়ান্ট টু টক, তখনই বুঝবে তুমি বড়ো সাথে সমস্যায় পড়ে গেছো। বিয়ে করলে আপনা আপনি বুঝে যাবে এই ব্যাপারটা। অর্জুন অভিষেকের এই কথোপকথন শুনে উপস্থিত সকলে হো হো করে হেসে ওঠেন।’
আরও পড়ুন: আলিয়া নন, জানেন রণবীরের প্রথম স্ত্রী কে?
আরও পড়ুন: 'শরীর খারাপ হলেই নাটক...', স্ত্রীর অসুস্থতা নিয়ে এ কী বললেন নাগা!
প্রসঙ্গত, দীর্ঘদিন মালাইকা অরোরার সঙ্গে সম্পর্ক থাকার পর কয়েক মাস আগে আচমকা তাঁর সঙ্গে ব্রেকআপ হয়ে যায় অর্জুনের। অর্জুন এখন একেবারে সিঙ্গল। কাজের দিকে পুরোপুরি ফোকাস করেছেন তিনি। খুব সম্প্রতি মুক্তি পেয়েছে অর্জুনের ‘মেরে হাজব্যান্ড কি বিবি'। তবে সিনেমাটি বক্স অফিসে চূড়ান্তভাবে ফ্লপ প্রমাণিত হয়েছে।