অমিতাভ বচ্চনের ছেলে বা ঐশ্বর্য রাই বচ্চনের স্বামী হওয়ার জন্য প্রায় সময়েই অভিষেক বচ্চনকে নানা কাটাক্ষের মুখে পড়তে হয়। এটা নতুন ঘটনা নয়। সম্প্রতি অভিষেক বচ্চনের নতুন ছবি ‘দ্য বিগ বুল’র ট্রেলার মুক্তি পেয়েছে। সেখানে এক ব্যক্তি অভিষেকের উদ্দেশ্য ‘গুড ফর নাথিং’ বলে কটাক্ষ করেছেন। সেই সঙ্গে লিখেছেন, অভিষেককে তিনি একটাই কারণে হিংসে করেন। কারণ ঐশ্বর্য তাঁর স্ত্রী। এই ভদ্রলোককে নিজের স্টাইলে পাল্টা জবাব দিয়েছেন অভিষেক। এই উত্তর থেকেই অভিষেকের শিক্ষা, রুচি-- এই সবেরই পরিচয় পাওয়া যায়।
প্রায়ই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিন্দুকদের জবাব দিয়ে থাকেন অভিষেক বচ্চন। তবে সেই উত্তরের মধ্যে কখনও তাঁর ঔদ্ধত্য প্রকাশ পায় না। বরাবরই মার্জিত রুচির পরিচয় দিয়ে থাকেন তিনি। এই ক্ষেত্রেও জবাব দিতে গিয়ে অভিষেক টুইটারে লিখেছেন, ‘আপনার মতামতের জন্য ধন্যবাদ। কিন্তু আমি কৌতুহলী হয়েই জান তে চাইছি, আপনি এখানে কার কথা বলেছেন? আপনি তো অনেককেই ট্যাগ করেছেন। আমি যত দূর জানি ইলিনা আর নিকি বিবাহিত নয়। ওদের বাদ দিয়ে আমরা (অজয়, কুকি, সোহুম) অনেকে রয়েছি…’।
অমিতাভ বচ্চনের ছেলে বা ঐশ্বর্য রাই বচ্চনের স্বামী হওয়ার জন্য প্রায় সময়েই অভিষেক বচ্চনকে নানা কাটাক্ষের মুখে পড়তে হয়। এটা নতুন ঘটনা নয়। সম্প্রতি অভিষেক বচ্চনের নতুন ছবি ‘দ্য বিগ বুল’র ট্রেলার মুক্তি পেয়েছে। সেখানে এক ব্যক্তি অভিষেকের উদ্দেশ্য ‘গুড ফর নাথিং’ বলে কটাক্ষ করেছেন। সেই সঙ্গে লিখেছেন, অভিষেককে তিনি একটাই কারণে হিংসে করেন। কারণ ঐশ্বর্য তাঁর স্ত্রী। এই ভদ্রলোককে নিজের স্টাইলে পাল্টা জবাব দিয়েছেন অভিষেক। এই উত্তর থেকেই অভিষেকের শিক্ষা, রুচি-- এই সবেরই পরিচয় পাওয়া যায়।
প্রায়ই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিন্দুকদের জবাব দিয়ে থাকেন অভিষেক বচ্চন। তবে সেই উত্তরের মধ্যে কখনও তাঁর ঔদ্ধত্য প্রকাশ পায় না। বরাবরই মার্জিত রুচির পরিচয় দিয়ে থাকেন তিনি। এই ক্ষেত্রেও জবাব দিতে গিয়ে অভিষেক টুইটারে লিখেছেন, ‘আপনার মতামতের জন্য ধন্যবাদ। কিন্তু আমি কৌতুহলী হয়েই জান তে চাইছি, আপনি এখানে কার কথা বলেছেন? আপনি তো অনেককেই ট্যাগ করেছেন। আমি যত দূর জানি ইলিনা আর নিকি বিবাহিত নয়। ওদের বাদ দিয়ে আমরা (অজয়, কুকি, সোহুম) অনেকে রয়েছি…’।|#+|
‘দ্য বিগ বুল’ ছবিটি অভিষেকের কাছে বড় চ্যালেঞ্জ। হেমন্ত শাহের চরিত্রে তিনি অভিনয় করবেন। যাঁকে ’৯০-এর দশকে মুম্বইয়ের দালাল স্ট্রিট চিনত ‘বিগ বুল’ নামেই। দু’ কামরার ছোট্ট ফ্ল্যাট থেকে রকেটের গতিতে কোটিপতি হওয়ার পথ অতিক্রম করেছিলেন হর্ষদ মেহতা। শুধু মাত্র তাঁর বুদ্ধি, ব্যবসার স্ট্র্যাটেজি-- এই সবের উপর ভর করেই। কিন্তু এই উত্থান খুব সহজে আসেনি। বহু সমস্যার সম্মুখীনও হতে হয়েছে তাঁকে। আর্থিক তছরুপ-সহ নানা অভিযোগে নাম জড়িয়েছে। গারদে পর্যন্ত যেতে হয়েছে। আর হর্ষদ মেহেতার এই লড়াইকেই পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক কুকি গুলাটি। এখানে চরিত্রটির নাম হেমন্ত শাহ। এর আগেও মণিরত্নমের ‘গুরু’ ছবিটিতে ধীরুভাই আম্বানির চরিত্রে দেখা গিয়েছিল অভিষেককে। সেখানে তাঁর অভিনয় খুবই প্রশংসিত হয়েছিল। এ বার হর্ষদ মেহেতার চরিত্রে অভিষেক কতটা সফল রহন, সেটাই দেখার অপেক্ষা।