বাংলা নিউজ > বায়োস্কোপ > Abhishek Bachchan-Karisma Kapoor: ‘কিছু জিনিস ভাগ্যে থাকে না!’, সারাক্ষণ ঝগড়া করত অভিষেক-করিশ্মা, তাই হল না বিয়ে

Abhishek Bachchan-Karisma Kapoor: ‘কিছু জিনিস ভাগ্যে থাকে না!’, সারাক্ষণ ঝগড়া করত অভিষেক-করিশ্মা, তাই হল না বিয়ে

এনগেজমেন্ট হলেও সম্পর্ক বিয়ে অবধি গড়ায়নি অভিষেক-ঐশ্বর্যর। 

২০০২ সাল নাগাদ দানা বাঁধে অভিষেক বচ্চন আর করিশ্মা কাপুরের সম্পর্ক। তবে এনগেজমেন্ট হলেও তা বিয়ে অবধি গড়ায়নি। দুজনের সমীকরণ নিয়ে মুখ খুললেন পরিচালক সুনীল দর্শন।

করিশ্মা কাপুর-অভিষেক বচ্চনের বিয়ে ঠিক হওয়া আর ভেঙে যাওয়া বলিউডের ওপেন সিক্রেট। নানা কথা কানে আসে। শোনা যায় জয়া বচ্চন নাকি অতটাও পছন্দ করতেন না কাপুর পরিবারের এই মেয়েকে। আর সেই কারণেই নাকি পরিণতি পায়নি সেই সম্পর্ক। তবে সম্প্রতি এই জুটিকে নিয়ে মুখ খুললেন পরিচালক সুনীল দর্শন। ‘হা ম্যায়নে ভি প্যায়ার কিয়া হ্যায়’ সিনেমাতেই আসলে এই সম্পর্ক থকাকালীন কাজ করেছিলেন অভিষেক আর করিশ্মা একসঙ্গে। আর সেই ছবির প্রযোজক ছিলেন সুনীল। জানালেন সেটে সারাক্ষণ ‘ঝগড়া’ হত তাঁদের। দেখে তাঁর মনেই প্রশ্ন উঠত, ‘এরা কী করে একে-অপরের জন্য পারফেক্ট হতে পারে!’

২০০২ সালে মুক্তি পেয়েছিল ‘হা ম্যায়নে ভি প্যায়ার কিয়া হ্যায়’। বক্স অফিসে সেভাবে সাফল্য পায়নি এই ছবি। ছবিতে ছিলেন অক্ষয় কুমারও। এই সিনেমা মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্যেই আলাদা হয়ে যায় দুজনের পথ। 

বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে সুনীল বলেন, ‘না এর মধ্যে গুজবের তো কোনও জায়গা নেই। এটা সত্যিই। ওরা কাপল ছিল, বিয়ে করারও কথা ছিল। আমরা এনগেজমেন্টেও গিয়েছিলাম। ববিতাজির জন্য কাপুর বোনেরা আমার খুব কাছের। হা ম্যায়নে ভি প্যায়ার কিয়া হ্যায় একমাত্র সিনেমা যাতে অভিষেক আর করিশ্মা একসঙ্গে কাজ করেছে। না তার আগে কখনও করেছে, না পরে।’

এরপরই তিনি জানান সেটা খুব ঝামেলা হত অভিষেক আর করিশ্মার। বলেন, ‘ওরা আসলেই মেড ফর ইচ আদার ছিল না। সারাক্ষণ ঝগড়া করত। হতে পারে, কিছু মানুষের মধ্যে হয় এরকম। অভিষেক খুব মিষ্টি একটা মানুষ। লোলোও অসাধারণ মানুষ। হতে পারে, কিছু জিনিস ভাগ্যে থাকে না।’

২০০৩ সালে দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন করিশ্মা। তবে সেই সম্পর্কও সুখের হয়নি। বছর গড়াতে না গড়াতেই পথ আলাদা হয়। বরের উপর একাধিক অভিযোগ তুলেছিলেন করিশ্মা সেই সময়।  আইনি বিচ্ছেদ হয় ২০১৬ সালে। করিশ্মা-সঞ্জয়ের মেয়ে সামাইরার জন্ম ২০০৫ সালে। অন্য দিকে, ২০০৭ সালে ঐশ্বর্য রাই বচ্চনকে বিয়ে করেন অভিষেক। তাঁদের মেয়ে আরাধ্যার বয়স এখন ১১। 

 

বন্ধ করুন