সকলেই জানেন অভিষেক এবং অমিতাভ বচ্চন একে অন্যের সবথেকে বড় চিয়ার লিডার।আর বাবাকে নিয়ে একটা কমেডি শোতে মজা করায় ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক বচ্চন। রাগের চোটে শোয়ের মাঝামাঝি সেট ছেড়ে বেরিয়ে যান। তারপর কী ঘটে?
আরও পড়ুন: ডিভোর্সের বছর ঘুরতেই নতুন জীবনসঙ্গী খুঁজছেন জিতু? কী কী গুণ থাকতে হবে সঙ্গীর?
আরও পড়ুন: হাত জোড় করে ভক্তের কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ, ধরলেন কানও! কী হল হঠাৎ?
কী ঘটেছে?
২০২২ সালে কেস তো বনতা হ্যায় নামক একটি শো হতো। সেই শোটি ছিল রীতেশ দেশমুখের। সেখানেই একবার অতিথি হিসেবে এসেছিলেন অভিষেক বচ্চন। সেখানেই আচমকা রেগে গিয়েছিলেন জুনিয়র বচ্চন। অমিতাভকে নিয়ে মজা করায় সেটা মোটেই নিতে পারেননি। কী ভাবছেন যা ঘটেছিল সব সত্যি? হ্যাঁ, সত্যি তো বটেই, তবে অভিষেক যা করেছিলেন সেটাও নেহাত মজা করেই করেছিলেন যাতে সবাই ঘাবড়ে যায়।
পরিতোষ ত্রিপাঠী নামক এক কমেডিয়ান সেই অনুষ্ঠানে নিজের পরিচয় দিয়ে জানিয়েছিলেন তিনি সব তারকাদের ট্রোল করেন। তারপর তিনি অমিতাভ বচ্চনকে নিয়ে একটি জোকস বলেন। আর সেই জোকস শুনেই অভিষেক এমন করেন যাতে সবার মনে হয় তিনি ভীষণ রেগে গিয়েছেন। সেই কমেডিয়ানকে রেগে যাওয়ার ভান করে থামতে বলেন, বলেন বাবাকে নিয়ে যেন কোনও মজা না করা হয়।
অভিষেকের কথায়, 'আমি কমেডি বুঝি। কিন্তু বাবা মায়েদের এর মধ্যে না টানাই ভালো। আমায় নিয়ে বলো, আমার বাবাকে নিয়ে নয়। উনি আমার বাবা হন। এটা ঠিক নয়। কমেডি করা মানে লাইন ক্রস করা নয়।' শোয়ের পরিচালক যখন তাঁকে শান্ত হতে বলেন তখন তিনি সপাটে বলে দেন, 'আমার যেটা বলার বলতে দাও। আমি বোকা নই।'
এরপর অভিষেককে শো ছেড়ে মাঝপথে বেরিয়ে যেতে দেখা যায়। তারপর রীতেশ এবং পরিতোষ বিষয়টা নিয়ে আলোচনা করেন। কমেডিয়ান জানান তিনি আঘাত করতে চাননি। ফিরে আসেন অভিষেক। আর তারপরই তিনি জানান তিনিও মজা করছিলেন। জড়িয়ে ধরেন কমেডিয়ানকে। বলেন, 'এই খেলায় আমি তোর বাপ। এভাবেই করতে হয়।'
অভিষেকের কাজ
অভিষেককে শেষবার সুজিত সরকারের আই ওয়ান্ট টু টক ছবিতে দেখা গিয়েছে। এছাড়া হাউজফুল ৫, কিং ছবিতেও দেখা যাবে বলে জানা গিয়েছে।