‘ডিভোর্স কারুর জন্যই সোজা নয়….’, কিন্তু তা সত্ত্বেও বাড়ছে ডিভোর্সের সংখ্যা। বিশেষত ৫০ বছর বয়স পার করার পর বিচ্ছেদের পথে হাঁটছেন দম্পতিরা। এমনই এক পোস্টে ‘লাইক’ দিয়ে বসলেন অভিষেক বচ্চন। যা ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। আম্বানির ছেলের বিয়েতে বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বর্যর দূরত্ব স্পষ্ট। আরও পড়ুন-বচ্চন পরিবারে ফাটল স্পষ্ট! ছেলের প্রশংসা, বউমা ঐশ্বর্যকে ‘চরম অপমান’ অমিতাভের, চটল নেটপাড়া
রাখঢাক না রেখেই শ্বশুর-শাশুড়ির ধারেকাছে ঘেঁষেননি অ্যাশ। মেয়েও মায়ের হাত শক্ত করে ধরে থেকেছে। বিয়ে বাড়িতে বাবা-মা'র সঙ্গে হাজির হওয়া অভিষেকের চোখেমুখে অস্বস্তির ছাপ ছিল স্পষ্ট। পরে অবশ্য বউ-মেয়ের পাশে বসতে দেখা যায় অভিনেতাকে। ঘনিষ্ঠমহল সূত্রের দাবি, শাশুড়ি ও ননদের সঙ্গে একেবারেই বনিবনা হচ্ছে না ঐশ্বর্যর। তাই তো জলসায় এক ছাদের নীচে ১৭ বছর থাকার পর আলাদা হয়েছেন নায়িকা।
তাঁর সংসারে ননদের অতিরিক্ত দখলদারি না বরদাস্ত নয় ঐশ্বর্যর। ওদিকে মেয়েকে চোখে হারান জয়া। শ্বেতা নন্দা শ্বশুরবাড়ি ছেড়ে পাকাপাকিভাবে মা-বাবার সঙ্গে থাকতে চলে এসেছে, সেই নিয়েই নাকি ঝামেলা। গত বছরের শেষের দিক থেকেই অমিতাভ বচ্চনের বাড়িতে ভাঙনের খবর আসতে শুরু করে। শোনা যেতে থাকে, ঐশ্বর্য ইতিমধ্যেই ছেড়ে চলে গিয়েছেন শ্বশুরবাড়ি। থাকছেন মায়ের সঙ্গে।
অভিষেক ডিভোর্স সংক্রান্ত যে পোস্টে লাইক দিয়েছেন তা আশ্চর্যজনকভাবে সেইসব দম্পতিদের বিচ্ছেদের কথা বলে যাঁরা লম্বা সময় ধরে একসঙ্গে রয়েছেন। এবং যাঁরা ৫০-এর গণ্ডি পেরিয়েছেন। ঐশ্বর্য ইতিমধ্যেই হাফ সেঞ্চুরি ক্রশ করেছেন, অভিষেকের বয়স ৪৮!
পোস্টে লেখা রয়েছে, ‘ডিভোর্স কারুর জন্য সোজা নয়। কে না চায়, আজীবন সুখে-শান্তিতে বাস করতে, কিংবা বয়স্ক দম্পতিরা যেমন হাতে হাত দিয়ে রাস্তা পার করে, তেমন স্বপ্ন দেখতে? কিন্তু আমরা যেমনটা আশা করি অনেকসময় তেমনটা হয় না। কিন্তু যখন কয়েক দশক একসঙ্গে থাকার পর আমরা আলাদা হই, সেই বিচ্ছেদ যন্ত্রণা কীভাবে সইতে পারা যায়? বড় বড়, ছোটখাটো জিনিসের জন্য পরস্পরের উপর নির্ভরশীল হয়ে কাটানোর পর…কোন ঘটনা তাঁদের আলাদা হতে বাধ্য করে? কোন ধরণের চ্যালেঞ্জের মুখোমুখি হয়’।
সবশেষে সংযোজন, 'কাকতালীয়ভাবে, 'গ্রে ডিভোর্স' বা 'সিলভার স্প্লিটারস'—সাধারণত ৫০ বছর বয়সের পরে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার প্রবণতা বিশ্বজুড়ে বাড়ছে খোঁজার শর্তগুলি—বিশ্বব্যাপী বাড়ছে…কারণগুলি, যদিও বিভিন্ন, বিস্ময়কর নয়।'
২০০৭ সালের ২০শে এপ্রিল বিয়ে সেরেছিলেন অভিষেক-ঐশ্বর্য, চার বছর পর ২০১১ সালের নভেম্বরে জন্ম আরাধ্যার। মেয়েকে ঘিরেই এখন ঐশ্বর্যর গোটা জগত। মেয়ের জন্য কেরিয়ার হেলায় ছেড়েছেন নায়িকা। তবুও সংসার জীবনে সুখী হলেন না প্রাক্তন বিশ্বসুন্দরী!