আগামী ১৪ মার্চ অ্যামাজন প্রাইম ভিডিয়োয় মুক্তি পাবে অভিষেক বচ্চন অভিনীত ‘বি হ্যাপি’। ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমার পর আবার কন্যা সন্তানের বাবার চরিত্রে অভিনয় করবেন অভিষেক বচ্চন। বাস্তব জীবনেও তিনি একজন কন্যা সন্তানের পিতা। রিল এবং রিয়েল, কোথায় মিলেমিশে একাকার হয়ে যায়, আদৌ হয় কিনা, সে কথাই তিনি সম্প্রতি জানালেন হিন্দুস্তান টাইমসকে।
‘বি হ্যাপি’ সিনেমায় একজন সিঙ্গল বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি। একটি ছোট্ট মেয়ে, যার মা মারা গেছে অনেকদিন আগেই। ছোট মেয়েটি নাচ করতে ভীষণ ভালোবাসে। বাবার আপত্তি সত্ত্বেও সে নাচ ছাড়ে না। অন্যদিকে বাবাও মেয়ের নাচের প্রতি ভালবাসা দেখে মেয়েকে সাপোর্ট করেন এবং নাচ না জানা সত্ত্বেও মঞ্চে নাচ করার চেষ্টা করেন।
আরও পড়ুন: নগ্নতা নয়, বরং স্বামীর আদুরে ভালোবাসা গায়ে মেখে ম্যাটারনিটি শ্যুট আথিয়ার
আরও পড়ুন: ফের অযোধ্যায় জমি কিনলেন অমিতাভ! তবে কি সত্যিই অবসর নিয়ে মুম্বই ছাড়ছেন বিগ বি?
রেমো ডিসুজা পরিচালিত ‘বি হ্যাপি’ সিনেমায় অভিষেককে যেমন অনিচ্ছাকৃত নাচতে হয়েছে, বাস্তব জীবনেও কি এমন ঘটনা ঘটেছে তাঁর সঙ্গে? প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, ‘সৌভাগ্যক্রমে এখনও পর্যন্ত তেমন ঘটনা ঘটেনি। আমাকে আমার কমফোর্ট জোনের বাইরে কোনওদিন কিছু করতে হয়নি মেয়ের জন্য। তবে ভবিষ্যতে যদি করতে হয় তাহলে আমি অবশ্যই করব।’
বাবা মেয়ের সম্পর্কের সমীকরণ নিয়ে কথা বলতে গিয়ে অভিষেক বলেন, ‘মেয়ের প্রতি বাবার আবেগ ভীষণ গভীর। এই আবেগ আরও বেশি স্পষ্ট হয় যদি স্ক্রিপ্ট মনের মতো হয়।’
সিনেমায় মেয়ের চোখে বাবা খুব একটা ভালো কেউ নন, বড্ড খিটখিটে। আরাধ্যার ক্ষেত্রেও কি তাই? প্রশ্ন জিজ্ঞাসা করায় অভিষেক বলেন, ‘আমার বাড়িতে একটি ১৩ বছরের মেয়ে রয়েছে, যার কাছে আমি শুধুই বাবা। আমার মেয়ের প্রতি আমার ভালোবাসা আমার অন্তর থেকে আসে, আমার কাজের কারণে নয়। তাই আমি আমার বাড়িতে শুধুই আমার মেয়ের বাবা, অন্য কেউ নয়।’
আরও পড়ুন: একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে শুভস্মিতা! কী হয়েছে ‘হরগৌরী পাইস হোটেল’র ঐশানির?
আরও পড়ুন: ভুল নামে ডাকতেই আমিরের ওপর ক্ষেপে লাল রণবীর, সামাল দিতে মাঠে নামলেন কারা?
অমিতাভ বচ্চনের প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, ‘আমার বাড়িতে আমার বাবাও আমার সঙ্গে একই আচরণ করতেন। এটাই আমার পরিবারের নিয়ম। তিনি বাড়িতে মিস্টার বচ্চন ছিলেন না, শুধু ছিলেন আমাদের বাবা। এই মানসিকতাই আমাদের একে অপরের সঙ্গে বেঁধে রেখেছে চিরকাল।’