‘দশভি’ ছবিতে তাঁর দুর্দান্ত পারফরমেন্সের জন্য সম্মানিত হলেন জুনিয়র বচ্চন। এই ছবিতে তাঁর করা চরিত্রের জন্য পেলেন পুরস্কার। এবং আরও একবার ছেলের জয়ে গর্বিত হলেন বাবা অমিতাভ বচ্চন। তাঁকে ফের ছেলের প্রশংসা করতে দেখা গেল। টুইটারে ছেলের জয়ের খবর জানিয়ে একটা পোস্ট করেন বিগ বি আর সেখানেই তিনি সমালোচকদের এক হাত নেন।
ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতা পুরস্কার পান অভিষেক। অন্যদিকে দশভি ছবিটাও সেরা ছবির পুরস্কার পায় এদিন। এরপরই বিগ বি এই টুইট করেন।
অমিতাভ বচ্চন যেমন তাঁর টুইটে একদিকে ছেলের পিঠ চাপড়ে দেন সফল হওয়ার জন্য, তেমনই আরেকদিকে নিন্দুকদের কটাক্ষ করেন। তিনি এদিন তাঁর টুইটে লেখেন, 'আমার গর্ব, আমার উচ্ছ্বাস তুমি নিজেকে প্রমাণ করে দিয়েছ। তোমাকে নিয়ে যাঁরা উপহাস করেছেন, ব্যঙ্গ করেছেন তুমি নিঃশব্দে নিজের কাজ করে তাঁদের সকলের সামনে নিজেকে প্রমাণ করে দিয়েছ যে তুমি কতটা যোগ্য। তুমি সবার থেকে ভালো।'

অমিতাভের টুইট
অমিতাভ এবং অভিষেকের ভক্তরাও এদিন তাঁর পোস্টে কমেন্ট করেন। একজন লেখেন, 'অনেক অনেক শুভেচ্ছা নেবেন। আগামীতেও এমন ভালো ভালো কাজ করুন। সফল হন।' আরেক ব্যক্তি লেখেন, 'দুর্দান্ত!'
কিন্তু এত সবের মাঝেও নতুন করে বিতর্ক উসকে গেল। আর সেই বিতর্ক তৈরি করলেন তসলিমা নাসরিন। তিনি বৃহস্পতিবার একটি টুইট করে লেখেন, অমিতাভ বচ্চন মনে করেন তাঁর ছেলে বুঝি তাঁর সব গুণ পেয়েছে এবং সবার সেরা সে। আদতে অভিষেক মোটেই অমিতাভের মতো এত ট্যালেন্টেড নন। লেখিকা তাঁর টুইটে লেখেন, 'অমিতাভ বচ্চন তাঁর ছেলেকে এতটাই ভালোবাসেন যে মনে করেন তাঁর ছেলে বুঝিব সব গুণ পেয়েছে এবং সে সকলের সেরা। কিন্তু আমার মনে হয় অভিষেক তার বাবার মতো মোটেই এত গুণী নয়।'
ব্যাস, এরপরই শুরু হয় নতুন বিতর্ক। এটা অবশ্য নতুন নয়। বিগত কয়েকদিনে নানা কারণে নানা সময়ে লেখিকে নতুন নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। কখন ফুটবল খেলোয়াড়দের স্ত্রীর ছবি পোস্ট করে হিজাব বিতর্ক উসকে দিয়েছেন, কখনও পেনাল্টি গোল নিয়ে মন্তব্য করে সমালোচকদের কটাক্ষের শিকার হয়েছেন। এদিন তিনি এই টুইট করার পর খোদ অভিষেক বচ্চন তাঁকে উত্তর দেন।
অভিষেক তাঁর টুইটের উত্তরে লেখেন, 'একদম ঠিক বলেছেন ম্যাম। কেউ তাঁর ধরপাশে আসতে পারবেন না সে অভিনয় হোক, গুণ হোক বা অন্য কিছু। তিনি সবার সেরা থাকবেন চিরকাল।' তিনি আরও লেখেন, 'আর তাই একজন গর্বিত সন্তান।'
অভিষেকের এই মোক্ষম জবাবে সুনীল শেঠি কমেন্ট করে ভালোবাসা জানান তাঁকে।