চোখে চশমা, হিরোসুলভ চেহারা গায়েব। বেরিয়ে এসেছে ভুঁড়ি! ফোলা শরীরে সামনে এলেন অভিষেক বচ্চন! ঐশ্বর্যর সঙ্গে ডিভোর্স জল্পনার মাঝে অভিষেকের এহেন ছবি দেখে চমকে গিয়েছেন অনেকেই। তবে না, ঘাবড়াবেন না, বচ্চন পুত্রের এই অবতার তাঁর আসন্ন ছবির জন্য। আরও পড়ুন-ঐশ্বর্যকে ডিভোর্সের জল্পনা! বাবা অমিতাভকে পাশে নিয়ে কোন কাগজে সই করলেন অভিষেক
সুজিত সরকারের আসন্ন ছবির কেন্দ্রে অভিষেক বচ্চন। ছবির নাম ‘আই ওয়ান্ট টু টক’। সেই ছবির ফার্স্ট লুক পোস্টার সামনে এল শুক্রবার। সুজিতের ছবিতে দেখা মিলবে অভিষেকের এই কানাঘুষো চলছিল বেশ কয়েকদিন ধরেই। বুধবার ছবির নাম প্রকাশ্যে এনেছিলেন নির্মাতারা। আর কয়েক ঘণ্টা যেতে না যেতেই সামনে এল পোস্টার। বুকচেরা খোলা হাউস কোট এবং প্রিন্টেট হাফ পাজামায় অতি সাধারণ মধ্যবয়স্কের লুকে ধরা দিয়েছেন অভিষেক।
এই পোস্টার শেয়ার করে অভিষেক বিবরণীতে লেখেন, ‘বলতে গেলে তো অনেক কিছু বলা যায়, কিন্তু একটা ছবি হাজারটা কথা বলে…’। আগামী ২২শে নভেম্বরেই মুক্তি পাবে এই ছবি। রিলিজের জন্য বাকি হাতে গোনা মাত্র ২৮ দিন।
এই ছবির সঙ্গে দীর্ঘদিন পর পরিচালকের আসনে সুজিত সরকার। সর্দার উধম সিং মুক্তি পেয়েছিল ২০২১ সালে। তিন বছরের ব্যাবধানে নতুন ছবি নিয়ে আসছেন বাঙালি পরিচালক। শুরু থেকেই পর্দায় অন্য ধাঁচের গল্প বলতে ভালোবাসেন সুজিত সরকার। তাঁর ছবিতে মানবিক অনুভূতি যেভাবে তুলে ধরা হয় তা এক কথায় অনবদ্য, এবারও সেইরকম কিছু চমক থাকবে বলে আশাবাদী সকলে। এর আগে অমিতাভের সঙ্গে জুটি বেঁধে পিকু-র মতো ছবি উপহার দিয়েছেন সুজিত, প্রথমবার তাঁর ছবির নায়ক অভিষেক বচ্চন।
কেমন হবে এই ছবি গল্প? সেই ইঙ্গিত দিয়ে বুধবার সমাজমাধ্যমে একটি ঝলক তুলে ধরেছিলেন নির্মাতারা। সেখানে চলন্ত গাড়ির ড্যাশবোর্ডে একটি অভিষেকের আদলের পুতুল রাখা। ভিডিয়োর নেপথ্যে অভিনেতার কণ্ঠ। তাঁকে বলতে শোনা গেল, ‘আমি কথা বলতে শুধু যে ভালবাসি তা নয়, আমি কথা বলার জন্যই বেঁচে আছি।’
অভিষেককে শেষ পর্দায় দেখা গিয়েছে ‘ঘুমর’ ছবিতে। ফিল্মি কেরিয়ারের চেয়ে আজকাল ব্যক্তিগত জীবন নিয়ে অধিক চর্চায় অভিনেতা। ঐশ্বর্যর সঙ্গে তাঁর দাম্পত্য কলহের খবর সংবাদ শিরোনামে। এর মাঝেই বচ্চন পুত্রর পরকীয়া নিয়ে সরগরম বি-টাউন। যদিও গোটা বিষয় নিয়ে মুখে কুলুপ অভিষেকের। তবে সূত্রের খবর, মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন ঐশ্বর্য।