বাংলা নিউজ > বায়োস্কোপ > Abhishek-Aishwarya: ঐশ্বর্যর সঙ্গে ডিভোর্স চর্চার মাঝেই নিজেকে বদলে ফেললেন অভিষেক! কেন এই সিদ্ধান্ত?

Abhishek-Aishwarya: ঐশ্বর্যর সঙ্গে ডিভোর্স চর্চার মাঝেই নিজেকে বদলে ফেললেন অভিষেক! কেন এই সিদ্ধান্ত?

ঐশ্বর্যর সঙ্গে ডিভোর্স চর্চার মাঝেই নিজেকে বদলে ফেললেন অভিষেক! কেন এই সিদ্ধান্ত?

এক ঝটকায় অভিষেকের বয়স যেন অর্ধেক কমল। নতুন লুকে জুনিয়র বি-কে চেনা দায়! শাহরুখ-সুহানার জন্যই কি এই বদল? 

গত এক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় অভিষেক-ঐশ্বর্যর ডিভোর্স জল্পনা তুঙ্গে। শাশুড়ি-ননদের সঙ্গে বনিবনা না হওয়ার জেরেই নাকি শ্বশুরবাড়ি ছেড়েছেন রাই সুন্দরী। প্রকাশ্যে বিয়ে ভাঙা নিয়ে একটা শব্দও উচ্চারণ করেননি দুজনে। তবে ঐশ্বর্যর সঙ্গে বচ্চন পরিবারের দূরত্ব এখন স্পষ্ট।

এর মাঝেই আচমকা সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে বদলে যাওয়া অভিষেক বচ্চন! হ্যাঁ, নিজেকে পুরোদস্তুর পালটে ফেলেছেন জুনিয়র বচ্চন। তাঁর নতুন ছবি দেখে মনে হচ্ছে নায়কের বয়স এক ঝটকায় কয়েক দশক কমে গিয়েছে। হালে অভিষেক বেশ ফিট দেখাচ্ছিল। সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের শেয়ার করা নতুন ছবিতে সুদর্শন অভিষেককে দেখে মুগ্ধ ফ্যানেরা। ব্যাক ব্রাশ করে আঁচড়ানো ঘন কালো চুল, মুখে চাপ দাড়ি, হাইনেক কালো গেঞ্জি, কানে দুল- অভিষেককে এই লুকে আগে দেখেনি অনুরাগীরা।

অভিষেক ভক্তদের প্রশ্ন তবে কি এটা অভিষেকের আসন্ন ছবি কিং-এর লুক? বেশ কয়েকদিন ধরেই চর্চা সুজয় ঘোষের কিং ছবিতে শাহরুখ-সুহানার সঙ্গী হবেন অভিষেক। এই লুক সেই জল্পনা উস্কে দিয়েছে। তবে অভিষেকের এই প্রোজেক্টের অংশ হওয়া নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনও বিবৃতি মেলেনি। 

অভিষেককে শেষ দেখা গিয়েছে আর বাল্কির ঘুমর ছবিতে। সায়ামি খের-এর ক্রিকেট কোচের ভূমিকায় অভিষেক নজর কাড়লেও এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। আগামিতে অভিষেককে দেখা যাবে হাউসফুল ৫-এ দেখতে পাবেন। ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, অনিল কাপুর, নানা পাটেকর, রীতেশ দেশমুখ এবং চাঙ্কি পান্ডে। এছাড়াও সুজিত সরকারের পরবর্তী ছবি এবং রেমো ডিসুজার বি হ্যাপি-তে থাকছেন অভিষেক। 

ঐশ্বর্য-অভিষেকের সংসারে ফাটল?

২০০৭ সালে ঐশ্বর্যকে বিয়ে করেন অভিষেক। ২০১১ সালে তাদের একটি কন্যা সন্তান আরাধ্যার জন্ম হয়। ব্যক্তিগত জীবনকে প্রচারের আলো থেকে দূরে রাখতেই ভালোবাসেন দুজনে। তবে জুলাইয়ে মুম্বাইয়ে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের তারকাখচিত বিয়েতে পৃথকভাবে আসার পর থেকেই তাদের ব্যক্তিগত জীবন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও ডিভোর্সের জল্পনা দানা বেঁধেছে গত বছরের শেষদিক থেকেই।

হালে ডিভোর্স সংক্রান্ত একটি ইনস্টাগ্রাম পোস্টে অভিষেক লাইক দিলে গুঞ্জন আরও জোরালো হয়। সম্প্রতি একাই প্যারিস অলিম্পিকে ভারতীয় ক্রীড়াবিদদের সাপোর্টে হাজির হয়েছিলেন অভিষেক। সেই ছবি পোস্ট করলেও কমেন্ট বক্স বন্ধ রাখেন অভিষেক। ঐশ্বর্য-কেন্দ্রিক মন্তব্য এড়াতেই এই সিদ্ধান্ত? উঠছে প্রশ্ন।

বায়োস্কোপ খবর

Latest News

আর্সালান-এর আগে-পরে শব্দ জুড়ে বিরিয়ানির দোকান চালানো যাবে না: কলকাতা হাইকোর্ট ধুতি-পাঞ্জাবিতে বাঙালি বাবু! সুরুচি সংঘে অরূপের সঙ্গে ঢাক বাজালেন ব্রায়ান লারা পুজোয় দিনভর বাইরে খাওয়া দাওয়া? পেট ভালো রাখতে পাতে রাখুন এই খাবারগুলি রতন থেকে সইফুল্লাহ! বাংলাদেশে চাকরি বাঁচাতে ধর্ম বদল, নথি দেখালেন তসলিমা বায়ুসেনার অনুষ্ঠানে চরম অব্যবস্থা, চেন্নাইয়ে প্রবল ভিড় ও গরমে মৃত ৫, অসুস্থ ১০০ অবিশ্বাস্য নো-লুক শটের পরেই ব্যাট উড়ল হার্দিকের হাত থেকে, বাউন্ডারির বাইরে বল কলকাতায় বাংলাতেই লেখা হোক সাইনবোর্ড, ধ্রুপদী স্বীকৃতির পরে নতুন করে ভাবছে পুরসভা পটাশপুরে মৃতার ময়নাতদন্তে অখুশি গোটা পরিবার, দেহ নিতে অস্বীকার, মামলার হুমকি IND vs BAN 1st T20I: ৪৯ বল বাকি থাকতেই জয়! নতুন ইতিহাস লিখল সূর্যকুমারের ভারত পুজোয় ডিম দিয়ে রেঁধে ফেলুন ঠাকুরবাড়ির বিশেষ পদ ‘চাও চাও’, রইল রেসিপি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.