বছরের শুরু থেকেই সংবাদমাধ্যম উত্তাল হয়ে রয়েছে ঐশ্বর্য রাই বচ্চন আর অভিষেক বচ্চনের ডিভোর্সের খবর ঘিরে। যদিও তা নিয়ে খোলাখুলি কথা বলছে না কেউই, কিন্তু অভিষেক আর ঐশ্বর্য দুজনকেই দেখা যাচ্ছে আজকাল বিয়ের আংটি ছাড়া। এখানেই শেষ নয়, আজকাল তো শ্বশুরবাড়ির লোকের সঙ্গে থাকেনও না বচ্চন-বধূ। মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদাই থাকছেন, নিজের মায়ের কাছে।
এরই মাঝে সামনে এল অভিষেক বচ্চনের নতুন ছবির খবর। এই সিনেমার সঙ্গে এখন থেকেই দর্শকরা মিল খুঁজে পাচ্ছেন অমিতাভ পুত্রের বাস্তব জীবনের। কারণ, ছবিতে তিনি মেয়ের বাবা। নিজের সন্তানকে খুশি রাখতে পারেন অসাধ্যসাধন করতে। তবে সিনেমায় তাঁকে সিঙ্গেলফাদার হিসেবেই দেখা যাবে। আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষ্যে, প্রাইম ভিডিয়োর তরফ থেকে সিনেমার ঘোষণা করা হয়েছে। শেয়ার করা হয়েছে পোস্টারও। যেখানে অভিষেকের সঙ্গে দেখা গিয়েছে ইনায়েত বর্মাকে।
আরও পড়ুন: উঠতে-বসতে শোনেন সমকামী কটাক্ষ! সন্তান যশ-রুহি করণের ব্যাপারে জানে না এই বড় কথা
বাবা-মেয়ের জুটিকে তুলে ধরা হবে এই সিনেমার মাধ্যমে। মেয়ের স্বপ্ন দেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো-তে অংশ নেওয়া। এখন দেখার কীভাবে সেই স্বপ্ন পূরণ করে বাবা। ফিল্মটি পরিচালনা করেছেন রেমো ডি'সুজা। আর স্বভাবতই এটি তাই একটি ডান্স ফিল্ম হতে চলেছে।
আরও পড়ুন: আরজি কর আবহে উৎসবে ‘না’ অপরাজিতার! কেনেননি নতুন পোশাকও, তবে বাড়িতেই করবেন…
‘বি হ্যাপি এক সিঙ্গেল ফাদার এবং তার মেয়ের ভারতের সবচেয়ে বড় নাচের রিয়েলিটি শোতে পারফর্ম করার স্বপ্ন পূরণের গল্প। তাঁদের অসাধারণ যাত্রা দর্শকদের মন ছুঁয়ে যাবে। আমি আমার দর্শকদেরকে একটি সুন্দর পোস্টার দিতে পেরে আজকের এই বিশেষ দিনে, বিশেষ আনন্দিত। আন্তর্জাতিক কন্যা দিবসে এর থেকে ভালো আর কী বা হতে পারে।’, বলতে শোনা গেল রেমোকে।
আরও পড়ুন: জার্মান মহিলাকে বিয়ে করে চর্চায় ছিলেন, এবার বাবা হয়ে নবজাতকের ছবি দিলেন ইউটিউবার ধ্রুব রাঠি
পরিচালক-কোরিওগ্রাফার আরও বলেন, ‘আমার বিশ্বাস এই হালকা মেজাজের, আবেগঘন গল্প নিয়ে বানানো সিনেমাটি দর্শককে খুব আনন্দ দেবে। অ্যামাজনে প্রিমিয়ার হওয়ার অপেক্ষায় আছি।’
রেমো ডি'সুজা এন্টারটেইনমেন্ট প্রোডাকশনের ব্যানারে লিজেল রেমো ডি'সুজা দ্বারা প্রযোজিত এবং রেমো ডি'সুজা পরিচালিত, বি হ্যাপি-তে অভিষেক বচ্চন, নোরা ফাতেহি, ইনায়েত বর্মা প্রধান চরিত্রে অভিনয় করেছেন। জনি লিভার এবং হারলিন শেট্টিও রয়েছেন।