ছোট পর্দায় তিনি একজন প্রাক্তন বক্সার। একই সঙ্গে স্ত্রী ফুলকির কোচও বটে। সেই অভিষেক বসু এদিন সোশ্যাল মিডিয়ায় অলিম্পিকসে ভারতের অ্যাথলিটদের সংখ্যা নিয়ে রীতিমত হতাশা প্রকাশ করলেন। তুলনা টানলেন স্পেনের সঙ্গে।
আরও পড়ুন: অনন্ত রাধিকাকে ৪০ কোটির ফ্ল্যাট উপহার দিলেন শাহরুখ! অক্ষয় - রণবীররা কী দিলেন আম্বানি পুত্রকে?
কী লিখলেন অভিষেক?
এদিন ইনস্টাগ্রামে অভিষেক একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে ভারত এবং স্পেনের ম্যাপ দেওয়া উপরে। নিচে ভারত এবং স্পেনের জনসংখ্যা দেওয়া যথাক্রমে। একটি দেশের ১৪১.৭২ কোটি আরেকটিতে মাত্র ৪.৭৮ কোটি। কিন্তু চমকে দিয়ে স্পেন থেকে এবার প্যারিস অলিম্পিকসে অংশ নিয়েছেন মোট ৩৮২ জন। আর ভারতের সংখ্যাটা সেখানে ১১৭।
এই বিষয়ে এরপর অভিষেক লেখেন, 'ভারত এবং স্পেনের অ্যাথলিটদের সংখ্যার বৈষম্য। যদি ভাবা হয় এই নম্বরটা শকিং কিন্তু। আসলে ১৪১ কোটি মানুষের দেশে কতজন স্পোর্টসকে কেরিয়ার বানানোর সাহস দেখাতে পারেন?'
তিনি এরপর একই সঙ্গে লেখেন, 'আমাদের ভারতীয়দের উচিত আমাদের অ্যাথলিটদের পূর্ণ মাত্রায় সমর্থন করা সে প্রতিযোগিতায় যা ফলাফল আসুক না কেন। এই দেশে প্রকৃত অ্যাথলিট হওয়ার কষ্টসাধ্য ব্যাপার। আশা করব আগামীতে ভারতে এই সংখ্যাটা বাড়বে। বিশ্বের মধ্যে সব থেকে বেশি অ্যাথলিট আমাদের দেশের হবে।'
আরও পড়ুন: শ্রীলেখা - অরিন্দম - সৃজিতের গল্পে সাজছে নতুন OTT প্ল্যাটফর্ম, 'ফ্রাইডে' -তে থাকছে আর কোন চমক?
কে কী লিখলেন?
অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'কঠিন নয়। বাবা মায়েদের সমস্যা এটা। তাঁরা ভাবেন স্পোর্টস টাইম পাস করার জিনিস।' কেউ আবার লেখেন, 'ভারতে সবাই এখন ব্লগার বা সোশ্যাল ইনফ্লুয়েন্সার।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'একেবারেই ঠিক লিখেছেন।'