চার বছর হয়ে গিয়েছে, বাবাকে হারিয়েছেন অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা চট্টোপাধ্যায়। কিন্তু বাবা কি কখনো দূরে যায়, তাই বাবা দিবসে বাবার ছবি শেয়ার করেই আবার একবার প্রয়াত বাবাকে পিতৃদিবসের শুভেচ্ছা জানালেন সাইনা।
সাইনা যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে অভিষেকের হাতে ছোট্ট সাইনা। বয়স তখন খুব জোর এক থেকে দেড় মাস। মেয়েকে কোলে নিয়ে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন অভিষেক। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে, সাইনা একটু বড় হয়েছেন। সেখানেও মেয়েকে বুকে আঁকড়ে ধরে রয়েছেন অভিষেক।
আরও পড়ুন: প্রথমবার এক ফ্রেমে স্বস্তিকা-অনির্বাণ, প্রকাশ্যে ‘বিবি পায়রা’ ছবির প্রথম ঝলক
আরও পড়ুন: প্রতারিত নয় প্রতারক? পূজার বিরুদ্ধে গুরুতর অভিযোগ শ্যাম সুন্দর দের স্ত্রীর
তৃতীয় ছবিতে সাইনা প্রায় তরুণী। কোনও এক বিমানবন্দরে বাবার সঙ্গে ছবি তুলেছিলেন তিনি। পরম স্নেহের মেয়েকে জড়িয়ে ধরে মাথায় চুমু দিচ্ছেন অভিষেক। যে কোনও মেয়ের কাছে এই ছবিগুলি বড্ড আদরের, বড্ড কাছের।
বাবার সঙ্গে ছবি শেয়ার করে সাইনা লেখেন, ‘আমার প্রিয় মানুষ, (অবশ্যই আমার মায়ের সঙ্গে) আমি তোমাকে খুব ভালোবাসি। অনেক অনেকটা। লাভ ইউ সো মাচ।’ সাইনার এই আবেগঘন পোষ্ট দেখে আরও একবার স্মৃতির সাগরে ডুব দিয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুন: স্ত্রীর জন্মদিনে আদুরে পোস্ট অনুপমের, শুভেচ্ছা জানালেন অনিলও
আরও পড়ুন: আবার বায়োপিকে জিতু, সত্যজিৎ রায়ের পর এবার কার চরিত্রে অভিনয় করবেন তিনি?
পড়াশোনার পাশাপাশি এখন অভিনয়ে জীবন নিয়ে ভীষণ ব্যস্ত অভিষেক কন্যা। যদিও সম্প্রতি পড়াশোনার জন্য কিছুটা বিরতি নিয়েছেন তিনি। তবে সাইনাকে আবার টিভির পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা।