অনুরাগের ছোঁয়া দিয়ে অভিনয়ের দুনিয়ায় পা রেখেছেন সাইনা চট্টোপাধ্যায়। প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের একমাত্র সন্তান তিনি। বাবার দেখানো পথে হেঁটেই এসেছেন অভিনয়ে। আর প্রথম ধারাাহিক দিয়েই জয় করে নিয়েছেন নেটপাড়ার মন।
ধারাবাহিকে রূপা শান্ত, ধীর-স্থির। বাস্তবেও ঠিক তেমনটাই সাইনা। খুব ধীরে কথা বলেন। আর মা-অন্ত প্রাণ। সরস্বতীপুজোর আয়োজন করেছিলেন মা-মেয়ে বেশ বড় করে। আর সেখানেই মেয়ের ‘প্রেম’ নিয়ে কথা বললেন সংযুক্তা।
যদিও সেই প্রেম মোটেও বাস্তবে হয়নি, ধারাবাহিকে দেখানো হয়েছে রূপা-র প্রেমিককে! মা হিসেবে কেমন লেগেছে ব্যাপারটা? সংযুক্তা জানালেন, ‘আমার তো বেশ মিষ্টি লেগেছে। আমার নিজের টিনএজের কথা মাথায় আসছিল দেখে। নস্টালজিক।’ তবে দেখা গেল, মায়ের কথায় বেশ লজ্জা পেয়ে যান সাইনা।
আরও পড়ুন: ৪৬-এও বিন্দাস, ‘আজ কি রাত’-এ ঠুমকো ‘কচি খুকি’ অপরাজিতার, কী জবাব দেন ‘ন্যাকা’ ট্রোলে
বাস্তবেও কি প্রেম করছেন অভিষেক কন্যা? এমন প্রশ্নে পত্রপাঠ মানা করে দিলেন। জানালেন, সেরকম মানুষ এখনও আসেনি তাঁর জীবনে। অবশ্য, সেরকম কেউ এলে যে সবার আগে মা-কে জানাবেন, তেমনটাও বলতে শোনা গেল সাইনাকে।
আরও পড়ুন: পাপারাৎজিদের সামনেই মেয়ের পোশাক ঠিক করলেন শাহরুখ, মুচকি হাসি সুহানার! আড়চোখে দেখেই আরিয়ান…
বছরখানেক আগে অভিষেক চট্টোপাধ্যায়ের অকালপ্রয়াণে বেশ ভেঙে পড়েছিলেন সংষুক্তা-সাইনা। মেয়েকে ভালোবেসে ‘ডলু মা’ ডাকতেন অভিনেতা। ছিলেন মেয়ে অন্ত প্রাণ। সেই মেয়ের অভিনেত্রী হওয়া দেখে যাওয়ার সুযোগ হয়নি। যদিও সংযুক্তা বিশ্বাস করেন, তাঁদের মেয়ের জন্য সমস্তটা করছে অভিষেকই, না ফেরার দেশে গেলেও সাইনার প্রতি আছে ভরসার হাত।
আরও পড়ুন: নেই কন্যাদান, বৈদিক নিয়মে করা বিয়ের নিন্দা, নিশানায় কি আদৌ রুবেল-শ্বেতা? জবাব ভাস্করের
মেয়ে রূপা-র চরিত্রে অনুরাগের ছোঁয়ায় অভিনয়ের সুযোগ পেতেই, সংযুক্তা সংবাদমাধ্যমকেজানিয়েছিলেন, ‘আমরা কাউকে বলিনি ও অভিনয়ে আসবে কিন্তু প্রথম দিন শুটিং ফ্লোরে গিয়ে ও যেভাবে সংলাপ বলল। তা অনন্য। একবারে পাশ হয়ে যায়। ডলের সংলাপ বলার ধরণ দেখে মনে হল যেন অভিষেক নিজের হাতে ক্যারিয়ারটা গুছিয়ে দিয়েছে।’ সঙ্গে জানিয়েছিলেন, ডলের-ই সিদ্ধান্ত ছিল অভিনেত্রী হওয়ার। আর মেয়ের ইচ্ছেকে সম্মান দিয়ে আর না করেননি তিনি।
২০২২ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকাই মৃত্যু হয় অভিষেকের। তারপর থেকে নিজের অফিস, পরিবার, মেয়ে, সবটা একা হাতে সামলাচ্ছেন সংযুক্তা। প্রয়াত স্বামীকে নিয়ে মাঝেমাধ্যেই পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে। সংযুক্তা বিশ্বাস করেন, অভিষেকই তাঁকে গাইড করেন ঠিক কী কী ভাবে এগোবেন।