শুক্রবার অসম সরকার ইউটিউবে একটি পডকাস্টে অসম সম্পর্কে ‘ভুল তথ্য ছড়ানোর’ অভিযোগ এনে ফিনান্সিয়াল ইনফ্লুয়েন্সার বা ফিনফ্লুয়েন্সার-অভিষেক করের বিরুদ্ধে ‘যথাযথ ব্যবস্থা’ নেওয়ার জন্য রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছে। অসমের পুলিশ প্রধান জিপি সিং সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন যে রাজ্যের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অভিষেকের বিরুদ্ধে ‘আইনি ব্যবস্থা’ নিতে বলা হয়েছে। সাম্প্রতিক একটি ইউটিউব পডকাস্টের একটি ক্লিপ খুব ভাইরাল হয়। যেখানে অতিথি ছিলেন এই ইউটিউবার। শুক্রবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর কার্যালয় দ্বারাও এটিকে শেয়ার করা হয়। ক্লিপটি অসম-ভিত্তিক একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার করেছে।
‘রিয়া উপ্রেতি নামে একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়ো প্রচারিত হচ্ছে, যেখানে অভিষেক কর নামে এক ব্যক্তিকে অসমের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে অনভিপ্রেত মন্তব্য করতে দেখা যাচ্ছে। ভুল তথ্য ছড়ানোর জন্য উক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত’, অসম পুলিশকে ট্যাগ করে, অসমের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল হ্যান্ডেল এক্স-এ এই পোস্টটি করে।
এরপর সেটির জবাব দিয়ে অসম ডিজিপি জিপিসিং জবাব দেন, ‘ওকে স্যার। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উষ্ণ অভ্যর্থনা।’
আরও পড়ুন: একা মা-র যন্ত্রণা! আমচকা একদিন বাড়ি থেকে বের করে দেয় মাসি, কেন নীনাকে বিয়ে করেননি ভিভিয়ান রিচার্ডস
আরও পড়ুন: দাম্পত্যে মেলেনি সুখ, ১১ বছরের ছোট সাবাকে বিয়ের জল্পনা, সুজনকে খোরপোশে কি সত্যিই ৩৮০ কোটি দেন হৃতিক?
ক্লিপটিতে, অভিষেক করকে অসমের মরিগাঁও জেলার মায়ং গ্রামের কথা বলতে শোনা যায়। তাঁকে বলতে শোনা যায় যে, সেখানকার মহিলাদের এত ক্ষমতা রয়েছে যে, ‘পনি একজন ব্যক্তি হিসাবে সেখানে গেলেন, তারা আপনাকে ছাগল বা অন্য কোনও প্রাণীতে রূপান্তরিত করতে পারে, এবং তারপর রাতে, আপনাকে আবার একজন ব্যক্তি করে তুলতে পারে এবং আপনার সঙ্গে তারপর সম্ভোগ করতে পারে। কেন? কারণ সেখানে তন্ত্র অনুশীলন করা হয়।’
আরও পড়ুন: চোখ বন্ধ হৃতিকের, জন্মদিনে এ কেমন ছবি দিলেন আমিশা! এক গাল হাসির ছবিটাই বা কে শেয়ার করল
আরও পড়ুন: ‘আপনারা ক'জনের সঙ্গে…’! চাহাল-ধনশ্রীর বিচ্ছেদে নাম জড়াল এই RJ-র, সেদিন হোটেলে ছিলেন এই কন্যেই
কথিত আছে, মধ্য অসমের মায়ং অঞ্চল দীর্ঘকাল ধরে রহস্যবাদ এবং 'জাদু' অনুশীলনের সঙ্গে যুক্ত। তবে এগুলি মূলত লোকচিকিৎসা কেন্দ্রিক।