বছর কুড়ি পর আবার দেখা আবির চট্টোপাধ্যায় ও অর্পিতা চট্টোপাধ্যায়ের। স্কুলজীবনের নস্ট্যালজিয়ায় ডুব দিতে চলেছেন এই জুটি। সঙ্গে থাকছেন তনুশ্রী চক্রবর্তী, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অনিবার্ণ ভট্টাচার্য। আর এই পঞ্চপাণ্ডবের গ্র্যান্ড রিইউনিয়নের প্ল্যানিংয়ের দায়িত্বটা সামলাচ্ছেন শ্রীমন্ত সেনগুপ্ত।
স্কুলজীবনের এক দল বন্ধুর অনেক না-বলা কথা, অনেক জমে থাকা গল্প নিয়েই পরিচালক শ্রীমন্ত সেনগুপ্তের নতুন ছবি ‘আবার বছর কুড়ি পর’।
এই ছবিতেই প্রথমবার জুটি বাঁধছেন আবির-অর্পিতা। ছবিতে আবিরকে দেখা যাবে অরুণের ভূমিকায়, কর্পোরেট সংস্থায় কর্মরত সে। অন্যদিকে অর্পিতা মানে গল্পে বনি পেশায় চিকিত্সক। তনুশ্রী এখানে রয়েছেন আদর্শ গৃহবধূ নীলাঞ্জনার চরিত্রে, স্বামী সংসার নিয়েই তাঁর জগত।

বছর কুড়ি পর আবার দেখা আবির চট্টোপাধ্যায় ও অর্পিতা চট্টোপাধ্যায়ের। স্কুলজীবনের নস্ট্যালজিয়ায় ডুব দিতে চলেছেন এই জুটি। সঙ্গে থাকছেন তনুশ্রী চক্রবর্তী, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অনিবার্ণ ভট্টাচার্য। আর এই পঞ্চপাণ্ডবের গ্র্যান্ড রিইউনিয়নের প্ল্যানিংয়ের দায়িত্বটা সামলাচ্ছেন শ্রীমন্ত সেনগুপ্ত।
স্কুলজীবনের এক দল বন্ধুর অনেক না-বলা কথা, অনেক জমে থাকা গল্প নিয়েই পরিচালক শ্রীমন্ত সেনগুপ্তের নতুন ছবি ‘আবার বছর কুড়ি পর’।
এই ছবিতেই প্রথমবার জুটি বাঁধছেন আবির-অর্পিতা। ছবিতে আবিরকে দেখা যাবে অরুণের ভূমিকায়, কর্পোরেট সংস্থায় কর্মরত সে। অন্যদিকে অর্পিতা মানে গল্পে বনি পেশায় চিকিত্সক। তনুশ্রী এখানে রয়েছেন আদর্শ গৃহবধূ নীলাঞ্জনার চরিত্রে, স্বামী সংসার নিয়েই তাঁর জগত।
মুম্বইয়ের ইন্ডাস্ট্রিতে পরিচিত নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্ত্রী, ড্রিম গার্ল, বালার মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে। এই প্রথম বাংলা ছবিতে দেখা মিলবে অভিষেকের, দত্তর ভূমিকায় রয়েছেন তিনি। আর অনির্বাণ ভট্টাচার্য অভিনয় করছেন পৃথ্বীশের চরিত্রে।
স্কুল জীবনে আবির-অর্পিতা-তনুশ্রী, অভিষেক এবং অনির্বাণের চরিত্রে দেখা যাবে আর্য দাশগুপ্ত, দিব্যাসা দাস, তনিকা বসু ও পুষণ দাশগুপ্ত এবং অরিত্র দত্ত বণিককে।

শ্রীমন্ত বাংলা ছেলে হলেও বর্তমানে মুম্বইনিবাসী। নিজের ডেব্যিউ ফিচার ফিল্ম নিয়ে পরিচালক জানালেন, ‘এই ছবি বন্ধুত্বের গল্প বলবে, নিজেকে ফিরে পাওয়ার গল্প বলবে। ছবিতে ফ্ল্যাশব্যাকের মধ্যে দিয়ে নব্বইয়ের দশককে তুলে ধরা হবে ’। আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় আমরা সবাই কানেটক্টেট, অথচ কাছের বন্ধুদের সঙ্গে বছরের পর বছর দেখা করা হয়ে উঠে না,কারণ আমরা সবাই শহুরে জীবনের ইঁদুর দৌড়ে ব্যস্ত। এই ভাবনা থেকেই শ্রীমন্ত সেনগুপ্তর এই ছবি।
দত্ত একমাত্র কলকাতায় থাকে, বাকি সবাই কর্মসূত্রে তিলোত্তমার বাইরে। কুড়ি বছর পর পাঁচ হরিহর আত্মা বন্ধু, অরুণ-বনি-নীলাঞ্জনা-পৃথ্বীশের যখন দেখা হবে তখন কতটা বদলাবে সম্পর্কের ইকুয়েশন? কতখানি পাল্টে যাবে তাঁদের প্রাণের শহর? সেই গল্পই বলবে 'আবার বছর কুড়ি পরে'।
এছাড়াও এই ছবিতে থাকছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, স্বাগতা বসু সহ টলিউডের একঝাঁক কলাকুশলী। ছবির সঙ্গীতের দায়িত্বভার সামলাচ্ছে রণজয় ভট্টাচার্য, প্রযোজনার দায়িত্বে পিএসএস এন্টারটেনমেন্ট এবং প্রমোদ ফিল্মস। চলতি মাসেই উত্তরবঙ্গে শুরু হচ্ছে ছবির শ্যুটিং পর্ব।