২০২৩ সালের নভেম্বর মাসের একদম শেষ দিকে আইনি মতে বিয়ে করেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। তাঁদের বিয়ে নিয়ে কম জলঘোলা হয়নি। নানা লোকে নানা মন্তব্য করেছেন। বাদ যাননি আবির চট্টোপাধ্যায়ের স্ত্রী নন্দিনিও। এবার স্ত্রীর সেই মতামত নিয়ে মুখ খুললেন আবির।
পরম-পিয়ার বিয়ে নিয়ে কী বললেন আবির?
আবির চট্টোপাধ্যায় সংবাদ প্রতিদিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে পরমব্রত এবং পিয়ার বিয়ে নিয়ে স্ত্রীর বক্তব্যকে সমর্থন করে বলেন, 'আমি একেবারেই ওর সঙ্গে সহমত। নন্দিনী আমার থেকে অনেক বেশি সাহসী। স্বচ্ছও। আমি যেটা পারি না ও সেটা অনেক সহজে বলে দিতে পারে। তবে নন্দিনী বরাবরই আউটস্পোকেন। আমি ওকে অনেক বোঝাই যে এবার শান্ত হও, বয়স হয়েছে। কিন্তু তারপর একই সঙ্গে যখন বিষয়টা নিয়ে ভাবি তখন বুঝি মানুষের মনের মধ্যে কাজ ব্যক্তি জীবন থেকে যে রাগ জমে, ফ্রাস্ট্রেশন জমে, যেটা বের হতে পারে না সেটাই ট্রোল হিসেবে বাইরে আসে। সব জায়গায় রাগ দেখাতে পারে না তাই ট্রোল করে। এটা মিসপ্লেসেড অ্যাঙ্গার এবং ফ্রাস্ট্রেশনের কেস।'
আরও পড়ুন: বিহার থেকে এবার লোকসভা ভোটে লড়ছেন মনোজ? প্রশ্ন উঠতেই তেলেবেগুনে জ্বলে কী জবাব দিলেন অভিনেতা?
আবিরের আগামী প্রজেক্ট
প্রসঙ্গত আবির চট্টোপাধ্যায়কে আগামীতে বাদামি হায়নার কবলে ছবিতে দেখা যেতে চলেছে। ফেলুদা, ব্যোমকেশ, সোনাদার পর এবার শ্রীস্বপনকুমারের তৈরি করা চরিত্র দীপক চ্যাটার্জির বেশে ধরা দেবেন। এই ছবিতে তাঁর সঙ্গে আছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। ছবিটির পরিচালনা করেছেন দেবালয় ভট্টাচার্য।
আরও পড়ুন: সৃজিতের মাথা থেকে গ্লাস নিয়ে মদ খেতে গিয়ে কেলেঙ্কারি পরমের, স্বস্তিকাকে পাশে নিয়ে করলেন কী?
এছাড়া শোনা যাচ্ছে চলতি বছর রক্তবীজ ছবির পর আবারও একটি নতুন ছবিতে জুটি বাঁধতে চলেছেন আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় আসবে ছবিটি। তবে কার পরিচালনায় এই ছবিটি তৈরি হবে সেটা এখনও জানা যায়নি।