বাংলা নিউজ > বায়োস্কোপ > অগস্টে সিনেমাহলে আসছে বক্সীবাবু, প্রকাশ্যে ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’র ফার্স্টলুক

অগস্টে সিনেমাহলে আসছে বক্সীবাবু, প্রকাশ্যে ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’র ফার্স্টলুক

‘ব্যোমকেশ হত্যামঞ্চ’র আনুষ্ঠানিক পোস্টার

‘ব্যোমকেশ হত্যামঞ্চ’র আনুষ্ঠানিক পোস্টার প্রকাশ্যে.. বড়পর্দায় সত্যান্বেষী ও সত্যবতী হয়ে ফিরছেন আবির চট্টোপাধ্যায় ও সোহিনী সরকার।

চার বছর পরে পর্দায় ব্যোমকেশকে নিয়ে ফিরছেন পরিচালক অরিন্দম শীল। আসছে ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’। সদ্য মুক্তি পেয়েছে ছবির আনুষ্ঠানিক পোস্টার। ফের একবার আবির চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকারের জুটিকে পর্দায় দেখতে পাবেন দর্শক। আগামী ১১ অগস্ট সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি।

ডিটেকটিভ থ্রিলারে আবিরকে ফের একবার দেখা যাবে ব্যোমকেশের ভূমিকায়। তাঁর স্ত্রী সত্যবতীর চরিত্রে অভিনয় করছেন সোহিনী সরকার। এই প্রথমবার ব্যোমকেশের ছবিতে দেখা যাবে অভিনেত্রী পাওলি দামকে। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন কিঞ্জল নন্দা, অনুশা বিশ্বনাথন এবং অর্ণ মুখোপাধ্যায়।

সত্তরের দশকে, ফের সত্যের সন্ধানে হাজির ব্যোমকেশ বক্সী! শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অসমাপ্ত গল্প 'বিশুপাল বধ' গল্প অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। এই প্রথম ব্যোমকেশের একটা গোটা ছবির শ্য়ুটিং হচ্ছে কলকাতায়।

১৯৭১ সালের নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই ছবির গল্প। একটি নাটকের মঞ্চ থেকে গল্পের শুরু। ভরা প্রেক্ষাগৃহে নাটকের মঞ্চে একটি খুন হয়। আর সেই খুনের নেপথ্যে কী লুকিয়ে রয়েছে? এরপরই মামলার গভীরে প্রবেশ করে ব্যোমকেশ। প্রেম, বিশ্বাসঘাতকতা, একে একে পুরোটা প্রকাশ্যে আসে। ব্যোমকেশের হাতে কীভাবে রহস্য উন্মোচন হবে, তা সমাধানই গল্পের মূল বিষয়।

অরিন্দম শীলের আগের তিনটি ব্যোমকেশের মধ্যে রয়েছে 'হর হর ব্যোমকেশ', 'ব্যোমকেশ পর্ব' এবং 'ব্যোমকেশ গোত্র' প্রচুর জনপ্রিয় হয়েছিল। ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’ অরিন্দম শীল পরিচালিত চতুর্থ ‘ব্যোমকেশ বক্সী’।

 

বন্ধ করুন