বুদ্ধদেব গুহ প্রেমের আখ্যান ‘বাবলি’ এবার বড় পর্দায় জীবন্ত হয়ে উঠবে। রাজ চক্রবর্তীর প্রয়াস যে ব্যর্থ নয় তাঁর ঝলক সামনে এল শনিবার। এদিন প্রকাশ্যে এল বাবলি-র ট্রেলার। ছবির গান আগেই নজর কেড়েছে, এবার ট্রেলারেও বাজিমাত আবির-শুভশ্রী জুটির।
এই ছবিতেই প্রথমবার জুটি বেঁধেছেন শুভশ্রী-আবির। দুজনের মাঝের তৃতীয় ব্যক্তি অর্থাৎ ঝুমা বোসের চরিত্রে সৌরসেনী মিত্র। এই গল্পের নায়ক অভিরুপ চৌধূরী লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে পাশ করা গ্র্যাজুয়েট। বসের স্ত্রীর বোনঝি দময়ন্তী অর্থাৎ বাবলিকে গাড়ি করে ডিমাপুর পৌঁছে দেওয়ার দায়িত্ব তাঁর কাঁধে।
সাহিত্যিকদের প্রতি বাবলির রাগ দেখে অভির মনে প্রশ্ন জাগে সেই রাগের কারণ কী? অবশেষে জবাব আসে, সাহিত্যিকরা মোটা মেয়েদের নিয়ে গল্প লেখে না। ইম্ফল থেকে ডিমাপুর পৌঁছানোর পথে অভি-বাবলির বন্ধুত্বে নতুন রং লাগে। নিজের মোটাত্ব নিয়ে একটু একরোখা বাবলি। যদিও অভি সেই নিয়ে বিশেষ ভাবিত নয়। সবাই স্লিম হওয়ার পরামর্শ দেয় বাবলিকে। কিন্তু অভি বলেন, ‘আপনি কিন্তু ওতোটাও মোটা নন’। মাঝপথে গাড়ি খারাপ হয়, কাঠের বাড়িতে চলে অ্যাডভেঞ্চারাস রাত্রিযাপন। যদিও তখনও তাঁরা মনের ভাব বুঝে উঠতে পারেনি।
সুন্দরী-তন্বী এয়ার হোসটেস্ট বান্ধবী ঝুমা যে অভির প্রতি আকৃষ্ট সেটা জানতে পারার পর বদলে যায় বাবলি। অভির ভালোবাসার প্রতি বিশ্বাস হারিয়ে তাঁর মনে সন্দেহ দানা বাঁধে। বাড়তে থাকে বাবলির ঝুামাকে নিয়ে অবসেশন। ভুল বোঝাবুঝি বাড়তে বাড়তে একটা সময় বেডরুমেও ঢুকে পড়ে ঝুমা-বিতর্ক। একটা সময় ভালোবাসার মানুষ বাবলিকে অচেনা বলে মনে হতে শুরু হয় অভির।
এই সন্দেহের কালো মেঘ কী ভেঙে দেবে বাবলি-অভির সম্পর্ক? নাকি সব ভুল বোঝাবুঝি ভুলে ফের এক হবেন তাঁরা। এই প্রশ্নের জবাব মিলবে ১৫ই অগস্ট। বাবলি উপন্যাস কমবেশি সবার পড়া। ছবির ট্রেলারেই স্পষ্ট খুব বদল গল্পে আনেননি পরিচালক। ছবির ট্রেলার ঘিরে ইতিবাচক প্রতিক্রিয়াই পাচ্ছে টিম বাবলি। বক্স অফিসে এই ভালোবাসা কতটা উপচে পড়বে সেটাই এখন দেখবার। তবে এই ছবির হাত ধরেই ১০ বছর পর ফের রাজ চক্রবর্তীর ছবির নায়ক আবির। অন্যদিকে আজকাল তো বরের ছবিতে নায়িকা হিসাবে নিজের জায়গা পাকা করে ফেলেছেন শুভশ্রী। তবে একথা মানতেই হবে বাবলি আর অভির চরিত্রে শুভশ্রী-আবির একদম মানানসই।