পুজোর সময় মুক্তি পেয়েছে আবির চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় অভিনীত বহুরূপী ছবিটি। বক্স অফিসে জাঁকিয়ে ব্যবসা করেছে ছবিটি। উইন্ডোজ প্রোডাকশন হাউজের তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই দেশজুড়ে ছবিটি ১৪ কোটির ব্যবসা করে ফেলেছে, যদিও টেক্কার নির্মাতারা দাবি করেছেন যে তাঁদের ছবিই একমাত্র বছরের সেরা অরগ্যানিক হিট। এবার সেই প্রসঙ্গ টেনে ছবির ব্লকবাস্টার তকমা এবং ব্যবসা নিয়ে কী বললেন আবির?
বহুরূপী নিয়ে কী বললেন আবির?
সম্প্রতি আবির চট্টোপাধ্যায় আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে বহুরূপী ছবিটির হিট করা প্রসঙ্গে কথা বলেন। সেখানেই তিনি জানান তাঁর যে কোনও ধরনের ট্যাগ নিয়ে অস্বস্তি আছে। তাঁর কথায়, 'কোনটা সুপারহিট, কোনটা ব্লকবাস্টার, কোনটা স্লিপারহিট হয় কখন সেটাই বুঝি না আমি। এখন তো আবার এসব শব্দের সঙ্গে সাফিক্স প্রিফিক্স যোগ হচ্ছে সব।' তিনি আরও জানান তিনি যেহেতু প্রযোজক নন, তাই তাঁর কাছে কোনও প্রকৃত ডেটা নেই। তাই কোনও রকম আলোচনায় তিনি ঢুকতে চান না।
প্রসঙ্গত দেব টেক্কা ছবিটির সাকসেস পার্টিতে ইঙ্গিত দিয়েছিলেন যে উইন্ডোজের তরফে যে তথ্য প্রকাশ্যে আনা হচ্ছে সেটা সঠিক নয়। টেক্কা ছবির ব্যবসা প্রসঙ্গে তিনি বলেন, 'আশেপাশে যে সব সংখ্যা কানে আসছে তাতে মনে হল আমাদের ছবির জন্য অরগ্যানিক শব্দটা ব্যবহার করা খুব জরুরি। আমরা যে সংখ্যাটা দিচ্ছি সেটা একদম সঠিক। বাস্তব।' যদিও উইন্ডোজের তরফে জানানো হয়, 'বহুরূপী এই বছরের ব্লকবাস্টার হিট। টানটান এই থ্রিলার এখনও দেখে না থাকলে এখনই দেখে ফেলুন।' একই সঙ্গে তাঁদের তরফে জানানো হয়েছে কেবল মাত্র SVF সিনেমা হলগুলোতে বহুরূপী ছবিটি ১ কোটি ২৫ লাখ টাকার ব্যবসা করেছে। এই পোস্টের স্ক্রিনশট পোস্ট করেন স্ক্রিপ্ট রাইটার তথা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের স্ত্রী জিনিয়া সেন। তিনি লেখেন, 'অরগ্যানিক সংখ্যা প্রকাশ্যে আনল SVF সিনেমা। বহুরূপী ছবিটি SVF সিনেমাতেই কেবল ১.২৫ কোটি টাকার ব্যবসা করেছে। এই বছরের একমাত্র ছবি এটা করতে পেরেছে।'
বহুরূপী ছবিটির মুকুটে নতুন পালক
পড়শি দেশ থেকে বিশেষ সম্মান পেয়েছে বহুরূপী। এই বিষয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছেন, 'বহুরূপীর প্রথম অভিনন্দন স্মারক এল প্রতিবেশী বন্ধু রাষ্ট্র বাংলাদেশ থেকে। ধন্যবাদ ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। ধন্যবাদ চ্যানেল আই। সাগরভাই (ফরিদুর রেজা সাগর) কে আমার ও পুরো বহুরূপী টিমের প্রণাম ও শুভেচ্ছা।' বাংলা ছবির জগতে এত বড় সাফল্যের জন্য এই সম্মাননা দেওয়া হল বহুরূপী ছবিটিকে। একই সঙ্গে জানা গিয়েছে এক মাসের মধ্যেই শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত এই ছবিটি ১০ লক্ষের বেশি মানুষ দেখেছেন।
আরও পড়ুন: শ্বেতা-রণজয়ের কোন গোপনে মন ভেসেছে থেকে আচমকাই সরে দাঁড়ালেন রোশনি! কারণ জানিয়ে 'অহনা' বললেন...
বহুরূপী প্রসঙ্গে
বহুরূপী ছবিটি পরিচালনা করেছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, প্রমুখ। এখানে উঠে এসেছে ব্যাঙ্ক ডাকাতির গল্প তাও বাস্তব ঘটনা অবলম্বনে।