বহুরূপী ছবিতে তাঁকে দেখা গিয়েছিল শেষবার। পুলিশের চরিত্রে নজর কেড়েছিলেন আবির। কিন্তু এদিন আচমকাই তিনি কার প্রশংসায় সরব হলেন? কাকে উদ্দেশ্য করেই বা লিখলেন, 'বাবারা সুপারহিরো হয়।' কাকে আবার তাঁর বাবা, তথা বর্ষিয়ান অভিনেতা ফাল্গুনি চট্টোপাধ্যায়কে নিয়ে। এদিন তিনি আরও জানান তাঁর বাবা পরপর কাজ করলেও কেন তাঁকে কোনও ছবির প্রচারে সেভাবে দেখা যাচ্ছে না।
আরও পড়ুন: আশা জাগিয়েও ভরাডুবি? ১ কোটিও ছুঁল না বুধবারের আয়! ৬ দিনে কত ব্যবসা করল কঙ্গনার ইমারজেন্সি?
কী লিখলেন আবির চট্টোপাধ্যায়?
আবির চট্টোপাধ্যায় এদিন ফাল্গুনি চট্টোপাধ্যায়ের সত্যি বলে সত্যি কিছু নেই ছবির চরিত্রের পোস্টার এবং সৃজিত মুখোপাধ্যায়ের উক্ত ছবির আরও একটি পোস্টার এক্স হ্যান্ডেল অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে পোস্ট করেন। সঙ্গে বাবার জন্য লেখেন একটি আবেগঘন বার্তা।
এদিন আবির তাঁর পোস্টে লেখেন, 'গত বড়দিনেও ওঁর একটি ছবি বড় পর্দায় মুক্তি পেয়েছে, ৫ নং স্বপ্নময় লেন। এখন প্রজাতন্ত্র দিবসের ঠিক মুখেই এই উইকেন্ডে আসছে ওঁর আরও একটা ছবি। বাবাকে সেই ভাবে কোনও ছবির প্রচারে দেখা যায় না কারণ উনি শ্যুটিংয়ে ব্যস্ত থাকেন। নতুন দুটো সিরিয়ালের কাজের মধ্যেই ব্যস্ত উনি।'
এরপর আবির আরও লেখেন সেই পোস্টে, 'এটাই উনি। আর আমি তাই অত্যন্ত ভালো লাগা এবং গর্বের সঙ্গে বলি বাবারাই আসল সুপারহিরো হয়। আগামী ২৩ জানুয়ারি, প্রতিটি ভারতীয়র জন্য একটা বিশেষ দিনে মুক্তি পাচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি এটা, সঙ্গে রয়েছে দুর্দান্ত কাস্ট। SVF এর প্রযোজনায় আসছে এই ছবি। গোটা টিমের জন্য রইল শুভেচ্ছা।'
আরও পড়ুন: শাহরুখকে ইনস্টায় ছাপিয়ে গেলেন অভিনেত্রী জান্নাত! চেনেন এই তরুণীকে?
সত্যি বলে সত্যি কিছু নেই প্রসঙ্গে
প্রসঙ্গত সত্যি বলে সত্যি কিছু নেই ছবিটি আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাবে। এই ছবিটি এক রুকা হুয়া ফ্যায়সলা ছবির অনুকরণে বানানো। মুখ্য ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সুহত্র মুখোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, প্রমুখকে দেখা যাবে। SVF প্রযোজনা করেছে এই ছবির।