১৪ অগস্ট মঙ্গলবার রাত ১১টায় পথে নামছে আজ গোটা বাংলা। আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা ডাক্তারকে খুন ও নির্মমভাবে ধর্ষণ করার ঘটনায় ক্ষোভে ফুঁসছে সাধারাণ মানুষ। টলিউডের তারকারাও গলা মিলিয়েছেন এই ঘটনার প্রতিবাদে। এবার প্রতিবাদের পোস্ট এল অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের থেকে।
আবির ইনস্টাগ্রামে লিখলেন, ‘কোনও ধরনের সান্ত্বনাবাক্য যথেষ্ট হতে পারে না এই পরিবারের জন্য। যা হয়েছে, এবং এখন যা হচ্ছে তা ভয়ঙ্কর। অন্তত এইটুকু বলতে পারি মেনে নেওয়া যায় না। যেভাবে বিভিন্ন কোনা থেকে সাধারণ মানুষের প্রতিবাদের সুর উঠে আসছে, এখন এটাই দরকার।ন্যায়বিচার পাওয়াটা, এবং জলদি পাওয়াটা এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকারি। সঙ্গে এটাও মনে রাখতে হবে, যে প্রশ্নগুলো এই মুহূর্তে উঠছে, তা যেন সঠিক দিশা থেকে বেরিয়ে না যায়। ভিতরের রাগ, বিরক্তি যেন কোথাও গিয়ে হারিয়ে না যায়। সাধারণ মানুষকে টেকেন ফর গ্রান্টেড নেওয়া চলবে না। অনেক হয়েছে, এখন সবাইকে তা বুঝতে হবে।’
এই পোস্টের কমেন্ট সেকশন বন্ধ রেখেছেন আবির। তবে তাতে প্রতিক্রিয়া দিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়,পার্ণো মিত্র, স্বস্তিকা দত্ত, মিমি চক্রবর্তীরা।
আপাতত আবির ব্যস্ত রয়েছেন তাঁর নতুন সিনেমা বাবলি নিয়ে। যা মুক্তি পাচ্ছে ১৫ অগস্ট। রাজ চক্রবর্তীর পরিচালনায় বুদ্ধদেব গুহ-র লেখা কালজয়ী উপন্যাস নিয়ে সিনেমা বানিয়েছেন পরিচালক। আর নাম-ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। এছাড়াও এই সিনেমায় রয়েছে সৌরসেনী মৈত্র।
এদিকে পুজোতেও আসছে আবির চট্টোপাধ্যায়ের সিনেমা। শিবপ্রসাদ-নন্দিতার বহুরূপী-তে তাঁকে দেখা যাবে। এছাড়াও রয়েছেন ঋতাভরী এই ছবিতে। অনীক দত্তের ‘যত কাণ্ড কলকাতাতেই’ মুক্তিরও কথা চলছে। এই ছবিটিও প্রথমে পুজোতে আসার কথা শোনা গিয়েছিল। তবে, পরে তা পিছিয়ে দেওয়া হয়। এখনও নতুন মুক্তির তারিখ ঘোষণা হয়নি।একইসঙ্গে সারেগামাপা-র নতুন সিজনের সঞ্চালনা নিয়েও খুব ব্যস্ত আছেন।
এদিকে, আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় মঙ্গলবার কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার নিয়েছে সিবিআই। হাই কোর্টের নির্দেশে পুলিশের কাছ থেকে মামলার কেস ডায়েরি নেন সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ বা এসসিবি-র আধিকারিকরা। মামলা শুরুর জেরে অভিযুক্ত ও ধৃত সঞ্জয় রায়কে পুলিশের কাছ থেকে নিজেদের হেফাজতে নেবে সিবিআই।