বাংলা নিউজ > বায়োস্কোপ > প্রায় ৩ লাখ টাকা চুরি ‘মা তারা’র ক্রেডিট কার্ড থেকে! চিন্তায় মাথায় হাত নবনীতার

প্রায় ৩ লাখ টাকা চুরি ‘মা তারা’র ক্রেডিট কার্ড থেকে! চিন্তায় মাথায় হাত নবনীতার

নবনীতা দাস (ছবি ইনস্টাগ্রাম)

তারকা দম্পতি জিতু কমল এবং নবনীতা দাস ক্রেডিট কার্ড নিয়ে বড়সড় বিপদে পড়েছেন।

ফ্যাঁসাদে পড়েছেন ‘মহাপিঠ তারাপিঠ’ ধারাবাহিকের অভিনেত্রী নবনীতা দাস ও তাঁর স্বামী অভিনেতা জিতু কমল। তাঁদের দাবি, নবনীতার ক্রেডিট কার্ড থেকে টাকা চুরি হয়ে গিয়েছে। গত ৩০-৩১ অক্টোবর থেকে এটা হচ্ছে। 

এই বিষয় সামাজিক মাধ্যমে পোস্ট করে জিতু লিখেছেন, ‘২,৭২,০০০ (আনুমানিক) টাকা চুরি গেল বিওবি ক্রেডিট কার্ড থেকে গতকাল রাতে… দায়িত্ব ব্যাঙ্ক নেবে না.. বিলটা আমাকেই দিতে হবে.. কী মিষ্টি না?’

জানা গেছে, গত ৩০ ও ৩১ তারিখ নবনীতার ক্রেডিট কার্ড থেকে দফায় দফার টাকা চুরি হয়েছে। কখনও ৮,০০০, কখনও ১৫, ০০০, কখনও ২০,০০০, এই ভাবে টাকা সরেছে। টাকার অঙ্কটা দাঁড়িয়েছে ২,৭২,০০০। অভিনেত্রী নবনীতা দাস নাকি সবটাই হিসেব করেছেন।

এই ঘটনার পরই সতর্ক হন টেলি তারকা দম্পতি। ব্যাঙ্কের সঙ্গে কথা বললে, দম্পতিকে টাকা মিটিয়ে দেওয়ার কথা বলা হয়। রবিবার রাতে তড়িঘড়ি কার্ড ব্লক করেছেন বলে জানা গেছে। ইতিমধ্যে লালবাজারে অভিযোগ দায়ের করেছেন। আপাতত বিষয়টি নিয়ে দারুণ দুশ্চিন্তায় আছেন টেলি তারকা দম্পতি। 

 

বন্ধ করুন