বাংলা নিউজ > বায়োস্কোপ > Drishyam 2- টিকিটের দাম কমানো নিয়ে কৌশলী উত্তর অজয়ের, চুটিয়ে ব্যাটিং রিমেকের জন্য

Drishyam 2- টিকিটের দাম কমানো নিয়ে কৌশলী উত্তর অজয়ের, চুটিয়ে ব্যাটিং রিমেকের জন্য

দৃশ্যম ২-এর স্টারকাস্ট (Sunil Khandare)

Drishyam 2 released- দৃশ্যম ২ মুক্তি পেল এদিন, আগের ছবি হয়েছিল হিট

অজয় দেবগনকে সকলেই অল্প কথার মানুষ বলেই জানেন। কিন্তু তাঁর ইন্টারেস্ট একাধিক বিষয়ের উপর রয়েছে। তিনি সিনেমা নিয়ে দারুন প্যাশনেট। অজয় দেবগন অভিনীত বহু ছবির মধ্যে অন্যতম হল, দৃশ্যম। এই ছবিটি দর্শকদের থেকে ব্যাপক সাড়া পেয়েছিল। এই ছবিতে তাঁকে বিজয় সালগাওকরের ভূমিকায় দেখা যায়, যেখানে তিনি একজন বাবার চরিত্রে অভিনয় করেছিলেন। মেয়ে, তথা পরিবারকে বাঁচানোর জন্য তিনি কী কী করতে পারেন, কতদূর পর্যন্ত যেতে পারেন সেটা এই ছবিতে দেখা গিয়েছিল।

দৃশ্যম ছবিতে অজয় দেবগনের বিপক্ষে দেখা যায় তাঁর ছোটবেলার বন্ধু টাবুকে। সাত বছর পর ১৮ নভেম্বর, দৃশ্যম ২ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেল। এই থ্রিলার ঘরানার ছবিতে আরও একবার দেখা যাবে অজয় দেবগনকে। তাঁর সঙ্গে থাকবেন টাবু, অক্ষয় খান্না।

প্রতি বছর ২ অক্টোবর এলেই সোশ্যাল মিডিয়া ভেসে যায় দৃশ্যম ছবি কেন্দ্রিক মিমে। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটিকে নিয়ে নানান মজার পোস্ট নজরে আসে। কেউ লেখেন 'মনে আছে তো বিজয় সালগাওকর অক্টোবরের ২-৩ তারিখ কী করেছিলেন?' কারও প্রোফাইলে আবার অন্য কোনও পোস্ট নজরে আসে। এই বিষয়ে দৃশ্যম ছবির অভিনেতা অজয় দেবগন কী জানেন কিছু? এই প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, 'অক্টোবরের ২-৩ তারিখ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোন পোস্ট চলে সেটার সম্পর্কে আমার ধারণা আছে। আমি জানি। এই মিমগুলো এবং সেই সংক্রান্ত আলোচনার মধ্য দিয়েই আজও ছবিটা দর্শকদের স্মৃতিতে তাজা হয়ে আছে। দৃশ্যম ছবিটিকে মানুষ ভালো স্মৃতি হিসেবেই মনে রেখেছে। এই ছবিই তো দেখিয়েছে একজন মানুষ তাঁর পরিবারকে বাঁচানোর জন্য কতদূর পর্যন্ত যেতে পারে। তবে দুঃখের বিষয় একটাই, আমাদের পরিচালক নিশিকান্ত কামাত আর আমাদের মধ্যে নেই।' একই সঙ্গে অভিনেতা জানান, 'তবে দৃশ্যম ছবির দ্বিতীয় ভাগের পরিচালনা অভিষেক পাঠক বেশ দক্ষতার সঙ্গে করেছে।'

দৃশ্যম ২
দৃশ্যম ২

অজয় দেবগনকে যখন জিজ্ঞেস করা হয় এই ছবির কোন চরিত্র ঠিক? একদিকে তাঁর চরিত্র, যিনি নিজের পরিবারকে বাঁচানোর চেষ্টা করছেন, আরেকদিকে টাবুর চরিত্রে, যিনি নিজের ছেলের হত্যার বদলা নিতে চাইছেন খুনিকে ধরে। দুজনেই তো পরিবারকে ভালোবেসে যা করার করছে। তখন তাঁর উত্তরে বিজয় সালগাওকর ওরফে অজয় জানান, 'এই ছবিতে টাবু একজন পুলিশ অফিসার হলেও, তিনি সবার আগে একজন মা। পরিবারের বিষয়ে তাঁর এই উদ্বেগ একদমই যথাযথ। অন্যদিকে আমি একজন বাবা। আমার কাছেও আমার পরিবার আগে। এখানে কিন্তু বিজয় নিজেকে হিরো প্রতিপন্ন করত চাইছে না। তিনি কেবল এই পরিস্থিতিটাকে সামাল দিতে চাইছেন নিজের মতো করে। দৃশ্যম ২ ছবিতে বিজয় সালগাওকরের চরিত্রটাকে আরও ভালো করে বোঝা যাবে।'

দৃশ্যম ছবিটির সঙ্গেই অন্যান্য বিষয়ে এই সাক্ষাৎকারে অজয় দেবগনের সঙ্গে আলোচনা হয়। বর্তমান সময়ে বিভিন্ন ভারতীয় ভাষায় রিমেক ছবি হতে দেখা যাচ্ছে। সেই বিষয়ে অজয়ের মতামত চাওয়া হলে তিনি বলেন, ছবি রিমেক হওয়ার বিষয়টা নতুন নয়। এটা আগেও হয়েছে। ৫-৬ দশক থেকেই এটা হয়ে আসছে। কিন্তু এই ছবিগুলোর প্রাসঙ্গিকতা এখন কতটা সেটাই হচ্ছে প্রশ্ন। অজয় বলেন, 'রিমেক দর্শকদের পছন্দ হবে কিনা সেটা বিষয় নয়। বরং ভালো কাজ হচ্ছে না খারাপ সেটা দেখা উচিত। হলিউডে তো এমন হামেশাই হয় যে একটা ছবি রিলিজ করল তার কয়েক বছর পর অন্য অভিনেতাদের নিয়ে সেই ছবিই রিমেক করা হল। মানুষ দুটো ভার্সনই দেখে। তাই তর্ক এটা নিয়ে হওয়া উচিত যে কাজ কেমন হচ্ছে।'

কিছুদিন আগেই জাতীয় সিনেমা দিবস গেল, সেদিন গোটা দেশ জুড়ে সিনেমা হলগুলোয় টিকেটের দাম ভীষণ কম করে দেওয়া হয়। যার ফলে ব্যাপক সংখক দর্শকরা হলে ভিড় জমিয়েছিলেন নানান ছবি দেখতে। এই বিষয়টা একজন প্রযোজক হয়ে অজয় কীভাবে দেখছেন? এই পন্থা অবলম্বন করলে কি দর্শকরা আবার হলমুখী হবে? এটা জানতে চাইলে অভিনেতা জানান, 'এটা একটা ব্যবসায়িক সিদ্ধান্ত, আমার নিজের অনেকগুলো সিনেমা হল আছে। ফলে এই বিষয়ে মন্তব্য করার আগে ভালো করে সব দিক বিবেচনা করা উচিত।'

এই সাক্ষাৎকারে জানতে চাওয়া হয় তিনি অভিনয় করতে ভালোবাসেন নাকি পরিচালনা করতে, সেই বিষয়ে সুস্পষ্ট মতামত জানান অভিনেতা। তিনি বলেন, 'আমি আমার কেরিয়ার অভিনেতা হিসেবে শুরু করলেও, আমি মনে প্রাণে একজন পরিচালক। আমি ছবি তৈরি করতে ভালোবাসি। যখন মনে হয় আমার এই গল্পটা বলা উচিত, তখন আমি ছবি তৈরি করি, সেই গল্প বলার চেষ্টা করি।'

অজয় দেবগণ
অজয় দেবগণ (HT_PRINT)

টাবু এর আগেও তাঁরা একত্রে বহু ছবিতে অভিনয় করেছেন। তাঁদের দুজনের মধ্যে রসায়ন কেমন জানতে চাওয়া হলে অজয় বলেন, তাঁর এবং টাবুর যে বন্ধুত্ব সেটাকে আলাদা করে কোথাও পোট্রে করতে হয় না। অজয়ের মতে, 'আমাদের সম্পর্কটা গভীর, বন্ডিংটা সত্যি দারুন'।

বায়োস্কোপ খবর

Latest News

তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে ‘হিজড়া’ বললেন কারামন্ত্রী অখিল গিরি করিমগঞ্জ লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য বীরভূমের বিজেপি প্রার্থী কোটিপতি, এক বছরেই তিন গুণ আয় বৃদ্ধি, দাবি হলফনামায় এপ্রিলে বেরোচ্ছে না উচ্চমাধ্যমিকের রেজাল্ট, তাহলে কবে? দেখতে পাবেন HT বাংলায় মে'র শুরুতেই মাধ্যমিকের রেজাল্ট, কবে ফলপ্রকাশ? এসে গেল দিনক্ষণ, কীভাবে দেখবেন? ‘ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দিয়ে আম্বেদকরের পিঠে ছুরি মেরেছে’ কংগ্রেসকে তোপ মোদীর 'নম্বরটাই গুরুত্বপূর্ণ, দাড়ি-গোঁফ নয়' - ট্রোলের জবাবে বিস্ফোরক টপার প্রাচী ইউপিএসসি ২০২৫-এর পরীক্ষার তারিখ প্রকাশ্যে, CSE, CDS কবে? রইল ক্যালেন্ডার TRP: ভোট নিয়ে ব্যস্ত রচনা, IPL-এ সৌরভ! হুড়হুমুড়িয়ে কমলো দাদা-দিদির নম্বর ইথিলিন অক্সাইড মিলল এভারেস্ট, MDH মসলায়! জানুন ক্যানসার সহ কী হতে পারে এটি থেকে

Latest IPL News

IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.