রাজপুত নেতা রাজ শেখাওয়াত রবিবার 'পুষ্পা ২'- এর প্রযোজকদের বিরুদ্ধে 'ক্ষত্রিয়' সম্প্রদায়কে অপমান করার অভিযোগ তুলেছেন। তাঁর মতে ‘পুষ্পা ২’ ছবির মাধ্যমে নাকি ক্ষত্রিয়দের অপমান করা হয়েছে।
এক্স- এ একটি পোস্ট করে রাজ শেখাওয়াত লিখেছেন, ‘পুষ্পা ২’ ছবিতে ‘শেখাওয়াত’ নেতিবাচক ভূমিকা রয়েছে। এর মাধ্যমে নাকি ক্ষত্রিয়দের অপমান করা হয়েছে। এই অপমানের শোধ তোলার জন্য তিনি কর্নি সেনাদের প্রস্তুত থাকার কথা বলেছেন। কারণ তাঁদের নিয়ে নাকি খুব শীঘ্রই সিনেমার প্রযোজককে মারধর করা হবে।
আরও পড়ুন: ‘অ্যানিম্যাল পার্ক’ -এর পরই আসছে অ্যানিম্যাল ৩! বউ আলিয়াকে নিয়েও বড় আপডেট দিলেন রণবীর
তাঁর মতে ছবিতে 'শেখাওয়াত' শব্দের বারবার নেতিবাচক ভাবে ব্যবহার করে এই সম্প্রদায়কে অপমান করা হয়েছে। তাই তিনি নির্মাতাদের, সিনেমা থেকে এই শব্দটি বাদ দেওয়ার দাবি জানান।
তিনি একটি ভিডিয়োতে বলেছেন, 'সিনেমাটি ক্ষত্রিয়দের মারাত্মক অপমান করেছে। 'শেখাওয়াত' সম্প্রদায়কে খারাপ ভাবে উপস্থাপন করা হয়েছে। এই শিল্প বাক-স্বাধীনতার নামে ক্ষত্রিয়দের অপমান করছে আগেও এবং তাঁরা আবারও একই কাজ করেছেন।'
আরও পড়ুন: ঋষি কৌশিক নন, লীনার মেগায় অপরাজিতার বিপরীতে নতুন নায়ক! জানেন তিনি কে?
রাজ শেখাওয়াত আরও বলেন, 'পুষ্পা ২-এর নির্মাতাদের উচিত সিনেমা থেকে 'শেখাওয়াত' শব্দের ক্রমাগত ব্যবহার বন্ধ করা এবং ছবি থেকে সেটা সরিয়ে নেওয়া। অন্যথায়, কর্নি সেনা তাঁদের বাড়িতে গিয়ে তাঁদের মেরে আসবেন, প্রয়োজনে যে কোনও সীমা তাঁরা অতিক্রম করতে রাজি।'
অন্য দিকে, আল্লু অর্জুন অভিনীত 'পুষ্পা ২' ইতিমধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছে। বৃহস্পতিবার নির্মাতারা ছবিটি মুক্তি দেওয়ার পর থেকেই সিনেমা হলগুলিতে সব শো ‘হাউসফুল'।
'পুষ্পা ২'- এর টিমের রিপোর্ট অনুসারে, ছবিটি মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ভারতীয় মুদ্রায় ২৯৪ কোটি টাকা আয় করেছে। এই বিশাল কালেকশন নিয়ে 'পুস্পা ২' বলিউডে শাহরুখ খানের 'জওয়ান' -এর প্রথম দিনের রেকর্ডও ভেঙে দিয়েছে। এটি ‘আরআরআর' -এর ১৫৬ কোটি টাকার রেকর্ড ভেঙ্গে সর্বকালের বৃহত্তম ডোমেস্টিক ওপেনার হয়ে উঠেছে।
সুকুমার পরিচালিত এবং মিথ্রি মুভি মেকারস এবং মুত্তামসেটি মিডিয়া দ্বারা প্রযোজিত এই ছবিতে নাম ভূমিকায় রয়েছেন অল্লু অর্জুন। তিনি ছাড়াও এই ছবিতে ‘শ্রীবল্লী’র ভূমিকায় রয়েছেন রশ্মিকা মান্দান্না এবং ফাহাদ ফাসিল রয়েছেন 'ভানওয়ার সিং শেকাওয়াত'-এর ভূমিকায়।
'পুষ্পা' প্রথম পার্টে প্রধান চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য অল্লু অর্জুন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। সুকুমার পরিচালিত 'পুষ্পা'-এর প্রথম অংশে লাল চন্দন কাঠের চোরাচালানের পটভূমিতে গল্প দেখানো হয়েছিল।