গোটা দেশের সবথেকে দূষিত জলাশয় হল মহাকুম্ভ। ওই জলেই মিশেছে পচা মৃতদেহ। সম্প্রতি এমনই মন্তব্য করেন, সমাজবাদী পার্টর সাংসদ জয়া বচ্চন। যোগী সরকারের বিরুদ্ধে তোপ দাগতেই এমন মন্তব্য করেন তিনি। তবে এবার জয়ার এই মন্তব্যকে কটাক্ষ করলেন আচার্য প্রমোদ কৃষ্ণম।
ঠিক কী বলেছেন তিনি?
জয়াকে কটাক্ষ করে আচার্য প্রমোদ কৃষ্ণম IANS-কে বলেন, ‘জয় বচ্চনকে নিয়ে অমিতাভ বচ্চন সুখী নন। এবার সমগ্র সনাতন সম্প্রদায়ের মানুষ যাতে ওঁর প্রতি বিরক্ত হয়ে ওঠেন, উনি এমনই চেষ্টা করছেন। গোটা দেশের সাংসদরা ওনার উপর বিরক্ত। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, গঙ্গা মায়ের কাছে প্রার্থনা করছি, উনি জয়া বচ্চনকে সুবুদ্ধি দিন। যেন ধর্মের প্রতি ওঁর বিশ্বাস আরও গভীর হয়। উনি একজন ভালো অভিনেত্রী, ভালো সাংসদ, তেমনই একজন প্রকৃত সনাধর্মের মানুষের মতোই যেন ব্যবহার করেন। দয়া করে উনি যেন নাস্তিকদের মতো, বামপন্থীদের মতো ব্যবহার না করেন।’
আরও পড়ুন-নিকের দেখা নেই, বিদেশি শাশুড়ি মাকে নিয়েই ভাইয়ের প্রাক বিবাহ অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া
আরও পড়ুন-সমস্যা মেটাতে ফেডারেশনকে ডিরেক্টরস গিল্ডের চিঠি, আলোচনায় কি বসবে দুই পক্ষ?
মহা ঠিক কী বলেছিলেন জয়া বচ্চন?
মৌনী আমাবস্যার দিন মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে যোগী সরকারকে তোপ দেগেছিলেন জয়া। বুধবার জয়া বলেন, ‘উত্তরপ্রদেশ সরকার শুধুমাত্র মহাকুম্ভে রেকর্ড সংখ্যাক ভিড় নিয়ে কথা বলছে, দারুণ ব্যবস্থাপনা নিয়ে কথা বলছে । পুণ্যার্থীর মৃত্যু নিয়ে ভুয়ো খবর ছড়ানোর বিরুদ্ধেও কথা বলছে। তবে আসল বিষয়ে সকলেই চুপ। এখন গোটা দেশে সবথেকে দূষিত জলাশয় হল মহাকুম্ভ। মৃতদেহগুলো জলে ভাসানো হল। সেই দূষিত জলই গোটা প্রয়াগরাজে ছড়িয়ে পড়ছে। সেই নিয়ে সরকার কোনও কথাই বলছে না। নিজেরাই সমস্যা তৈরি করছে।’
জয়ার কথায়, ‘মহাকুম্ভে গিয়ে সেলিব্রিটিরা ছবি ও ভিডিয়ো তুলছেন। তাঁরা সেখানে বিশেষ সুবিধাও পাচ্ছেন, সেই ছবিই সংবাদমাধ্যমে ছড়াচ্ছে। তবে সাধারণ মানুষ সেখানে গিয়ে কী কী অসুবিধায় পড়ছেন, সেকথা বলা হচ্ছে না। দর্শনার্থীকে যে পরিসংখ্য়ান দেওয়া হচ্ছে সেটাও মিথ্যে। তাই সংবাদমাধ্যমকে বলব, সত্যিটা সামনে আনুন।’
প্রসঙ্গত, মৌনী আমাবস্যার দিন মহাকুম্ভে পুণ্যস্নানের জন্য ভিড় করেছিলেন কোটি কোটি মানুষ। ওইদিন রাত ১২টা পর্যন্ত সব ঠিকই ছিল। দেড়টা নাগাদ ব্যারিকেড ভেঙে ত্রিবেণী সঙ্গমের দিকে ছুটে যান কোটি কোটি মানুষ। আর তাতেই পদপিষ্টের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটে। মৃত্য হয় বেশ কয়েকজনের। আহতও হন অনেকে। স্থানীয় প্রশাসন জানিয়েছে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের, আহত হন ১৫ জন। তবে পুলিশ জানিয়েছিল দুর্ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছিল, আহত হয়েছিল ৬০ জন।