বাংলা নিউজ > বায়োস্কোপ > উত্তম-সুচিত্রা রূপে শাশ্বত-ঋতুপর্ণা! প্রকাশ্যে ‘অচেনা উত্তম’য়ের ট্রেলার

উত্তম-সুচিত্রা রূপে শাশ্বত-ঋতুপর্ণা! প্রকাশ্যে ‘অচেনা উত্তম’য়ের ট্রেলার

প্রকাশ্যে এল ‘অচেনা উত্তম’-এর ট্রেলার।

রূপোলি পর্দায় ‘মহানায়ক'য়ের বায়োপিক। 

মহানায়ক উত্তম কুমারকে নিয়ে টলিউডে তৈরি হচ্ছে বায়োপিক। ‘অচেনা উত্তম’ আর ‘অতি উত্তম’ মোট দুটি ছবি তৈরি হচ্ছে অভিনেতাকে নিয়ে। ‘অচেনা উত্তম’-এর পরিচালনায় পরিচালক অতনু বসু। ‘অতি উত্তম’-এর পরিচালনায় সৃজিত মুখোপাধ্যায়।

পরিচালক অতনু বসু গত বছরই ছবির ঘোষণা করেছিলেন। চলতি বছরের শুরুর দিকেই ‘অচেনা উত্তম’ ছবির শ্যুটিং শুরু হয়। টলিউডের একঝাঁক তারকাকে দেখা যাবে এই ছবিতে। মহানায়কের চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। সুচিত্রা সেনের ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত। দিতিপ্রিয়া রায়কে দেখা যাবে সাবিত্রী চট্টোপাধ্যায়ের চরিত্রে। প্রকাশ্যে এল ‘অচেনা উত্তম’-এর ট্রেলার।

আরও পড়ুন: বাবা-মায়ের বিবাহবার্ষিকীতে এই গাড়ি উপহার প্রিয়াঙ্কার, দাম শুনলে চমকে উঠবেন

বাংলার রুপোলি পর্দার এক এবং অদ্বিতীয় নায়ক উত্তম কুমার। তাঁর ভুবন ভোলানো হাসি, দৃঢ় চাহনি, সেই স্টাইল, ম্যানারিজম এবং বাঙালিয়ানা। অরুণ কুমার চট্টোপাধ্যায়ই একসময় হয়ে ওঠেন সকলের নয়নেরমণি উত্তম কুমার। পরবর্তীতে তিনি ‘মহানায়ক’ উপাধি পান। অচেনা সেই অরুণ কুমার চট্টোপাধ্যায়ের উত্তম কুমার হয়ে ওঠার গল্প রুপোলি পর্দায় তুলে ধরবেন পরিচালক অতনু বসু।

শাশ্বত-ঋতুপর্ণা ছাড়াও ছবিতে প্রায় ৭০জন শিল্পী অভিনয় করছেন। গৌরী দেবীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। সুমিত্রা মুখোপাধ্যায়ের ভূমিকায় রয়েছেন সম্পূর্ণা লাহিড়ি। সুপ্রিয়া দেবীর ভূমিকায় অভিনয় করবেন সায়ন্তনী রায়চৌধুরী। তরুণ কুমারের ভূমিকায় থাকছে বিশ্বনাথ বসু। সলিল দত্তর চরিত্রে অরিন্দম বাগচী। উত্তমকুমারের ছেলে গৌতমের চরিত্রে অভিনয় করছেন অনুভব কাঞ্জিলাল। অল্প বয়েসের উত্তমকুমারের চরিত্রে অভিনয় করছেন নবাগত তীর্থরাজ বসু। এছড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে শিবাশিস বন্দ্যোপাধ্যায়, স্নেহা দাস, প্রিয়াংশু চট্টোপাধ্যায়, অনিন্দ্য সরকার, উপালি চট্টোপাধ্যায় প্রমুখ।

কলকাতা ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় হয়েছে ছবির শ্যুটিং। রূপোলি পর্দার উত্তম থেকে নায়িকার উত্তম, কিংবা সাংসারিক উত্তম। মহানায়কের চরিত্রের সমস্ত দিকই নিজের ছবিতে তুলে আনার চেষ্টা করেছেন পরিচালক অতনু বসু। ট্রেলারেই নজর কেড়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। আগামী ২২ জুলাই মুক্তি পাচ্ছে ‘অচেনা উত্তম’।

বায়োস্কোপ খবর

Latest News

‘উই ট্রায়েড আওয়ার বেস্ট,আশা করি জনগণ আমায় ক্ষমা করবেন’, বার্তা দিদির ঐন্দ্রিলার 'অত্যাচারে' নাজেহাল অঙ্কুশ! আফসোস করে কেন লিখলেন, ‘গিনিপিগ হতে…’ শুধু সলমন-রশ্মিকাই নন, 'সিকান্দার'-এ থাকছেন কাজলও! শুরু করলেন শ্যুটিং পিছিয়ে পড়েও কাস্টমসের বিরুদ্ধে দাদাগিরি ইস্টবেঙ্গলের, জয় পেল মহামেডানও ফ্যানদের ব্যবহারে ক্ষুব্ধ হয়েছিলেন এই তারকারা, কোনও রকমে সামলেছিলেন নিজেদের ডাক্তারদের আন্দোলন,‘সুপ্রিম কোর্টের রায়ের কোনো মূল্য নেই?’প্রশ্নে রানা লিখলেন.. চওড়া ব্যাট নিয়ে রান তোলার চেষ্টা, কারচুপি ধরা পড়তেই বিরাট শাস্তি কাউন্টি দলকে লাইভ সম্প্রচারে সমস্যা আছে, বেঁকে বসলেন মমতা, ভয় পাচ্ছেন? পালটা চিকিৎসকরা 'এই প্রথমবারের জন্য...', টেক্কার টিজার আসার আগেই বড় আপডেট দিলেন সৃজিত! দেবের ছব আগামিকাল কি একটা ভালো দিন হবে? ১৩ সেপ্টেম্বরের লাকি রাশি কী কী? জানুন রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.