বাংলা নিউজ > বায়োস্কোপ > CID: কবে থেকে শুরু হবে সিআইডি-র নতুন সিজন? খোলসা করলেন এসিপি প্রদ্যুম্ন ওরফে শিবাজী

CID: কবে থেকে শুরু হবে সিআইডি-র নতুন সিজন? খোলসা করলেন এসিপি প্রদ্যুম্ন ওরফে শিবাজী

কবে থেকে শুরু হবে সিআইডি-র নতুন সিজন?

প্রায় ২০ বছর ধরে একটানা ভারতীয় দর্শকের মন জয় করেছে এই শো। 

টেলিভিশনের জগতে দীর্ঘদিন চলা ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম সিআইডি। ভারতীয় দর্শকের কাছে এখনও এই ক্রাইম শো নিয়ে উৎসাহ তুঙ্গে। যদিও ২০১৮ সালে শেষ সম্প্রচার হয়। তবে মাঝে শোনা গিয়েছিল ফিরছে সিআইডি, আসছে নতুন সিজন। এবার তা নিয়ে কথা বললেন এসিপি প্রদ্যুম্ন অর্থাৎ শিবাজী সতম।  

এসিপি প্রদ্যুম্ন, ইনস্পেক্টর দয়া, সিনিয়র ইনস্পেক্টর অভিজিৎ, পূর্বী, ফ্রেডি চরিত্রগুলো যেন দর্শক মনে এখনও গেঁথে আছে। সত্যি কি আসছে নতুন সিজন? শিবাজী হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ‘প্রযোজকরা নতুন ফরম্যাটে সিআইডি শুরু করার ব্যাপারে কথা বলছেন। হ্যাঁ কথা চলছে। তবে এখনও কিছু পাকা হয়নি।’ 

মারাঠি নাটক আর ধারাবাহিকের চেনা মুখ শিবাজী। যদিও সিআইডি শেষ হওয়ার পর থেকে আর সেভাবে তাঁকে দেখা যায়নি। যার কারণ হিসেবে অভিনেতা জানান, তাঁকে শুধু পুলিশের চরিত্রই অফার করা হচ্ছিল। তিনি অন্যরকম কাজ করতে চান! আর এসিপি-র রোলে ফের সুযোগ মিললে? শিবাজী এর উত্তরে জানান, ‘আবার সিআইডি বানানো হলে এসিপি প্রদ্যুম্নই সাজতে চাই। এই চরিত্রটিতে অভিনয় করতে কোনও দিন ক্লান্তি আসবে না আমার।’

এই কথা থেকেই ‘সিআইডি’ প্রেমীদের ধারণা সোনি টিভি আবার নতুন করে শুরু করতে পারে জনপ্রিয় রহস্য রোমাঞ্চে ভরা এই শো। যা শুরু হয়েছিল প্রথম ১৯৯৮ সালে। অর্থাৎ ২০ বছরের বেশি সময় ধরে দর্শক সমান উৎসাহ নিয়ে দেখেছে খুন, ডাকাতি, অপহরণ-র কিস্সা। তাই আবার শুরু হলে সত্যি মন্দ হয় না!

বন্ধ করুন