বাংলা নিউজ > বায়োস্কোপ > মুন্নাভাই এমবিবিএস ছবির জন্য ‘ইতিবাচক প্রতিক্রিয়া’ পেয়েছিলেন, কিন্তু নির্বাচিত হন গ্রেসি সিং: রিমি সেন

মুন্নাভাই এমবিবিএস ছবির জন্য ‘ইতিবাচক প্রতিক্রিয়া’ পেয়েছিলেন, কিন্তু নির্বাচিত হন গ্রেসি সিং: রিমি সেন

রিমি সেন (ছবি-ইনস্টাগ্রাম)

রিমি জানান, তিনি কখনই অভিনেতা হতে চাননি। চেয়েছিলেন পরিচালক বা প্রযোজক হতে।

বলিউডের একসময়ের জনপ্রিয় মুখ রিমি সেন বহুদিন ধরেই গায়েব ইন্ডাস্ট্রি থেকে। ২০১৫ সালে বিগ বস-র ঘরেও গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু তারপর আর সেভাবে কোনও ছবিতে অভিনয় করেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানালেন এর কারণ। ২০০৩ সালে কমেডি ছবি ‘হাঙ্গামা’ দিয়ে বক্স অফিসে পা রাখেন রিমি। বেশ প্রশংসিত হয় তাঁর অভিনয়। এরপর ‘গরম মশালা’, ‘দিওয়ানা হুয়ে পাগল’, ‘গোলমাল: ফান আনলিমিটেড’-র মতো ছবিতে অভিনয় করেছেন। কিন্তু, কেরিয়ারের শুরুর দিকে পরপর কমেডি ছবিতে অভিনয় করায় টাইপকাস্ট হয়ে পড়েন। 

রিমি জানান, এরপর সিরিয়াস রোলে অভিনয় করার জন্য শ্রীরাম রাঘবন, ত্রিমাংশু ধুলিয়ার মতো পরিচালকদের শরনাপন্ন হন তিনি। ‘জনি গদ্দার’, ‘শাগরিদ’-র মতো কয়েকটি ছবিও করেন। কিন্তু তা চলেনি বক্স অফিসে। রিমির কথায়, ‘ফলে সেই অধ্যায়ও বন্ধ হয়ে যায় আমার জন্য’।

বলিউডের একসময়ের জনপ্রিয় মুখ রিমি সেন বহুদিন ধরেই গায়েব ইন্ডাস্ট্রি থেকে। ২০১৫ সালে বিগ বস-র ঘরেও গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু তারপর আর সেভাবে কোনও ছবিতে অভিনয় করেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানালেন এর কারণ। ২০০৩ সালে কমেডি ছবি ‘হাঙ্গামা’ দিয়ে বক্স অফিসে পা রাখেন রিমি। বেশ প্রশংসিত হয় তাঁর অভিনয়। এরপর ‘গরম মশালা’, ‘দিওয়ানা হুয়ে পাগল’, ‘গোলমাল: ফান আনলিমিটেড’-র মতো ছবিতে অভিনয় করেছেন। কিন্তু, কেরিয়ারের শুরুর দিকে পরপর কমেডি ছবিতে অভিনয় করায় টাইপকাস্ট হয়ে পড়েন। 

রিমি জানান, এরপর সিরিয়াস রোলে অভিনয় করার জন্য শ্রীরাম রাঘবন, ত্রিমাংশু ধুলিয়ার মতো পরিচালকদের শরনাপন্ন হন তিনি। ‘জনি গদ্দার’, ‘শাগরিদ’-র মতো কয়েকটি ছবিও করেন। কিন্তু তা চলেনি বক্স অফিসে। রিমির কথায়, ‘ফলে সেই অধ্যায়ও বন্ধ হয়ে যায় আমার জন্য’। |#+|

রিমি বলেন, ‘‘আশুতোষ গোয়ারিকরের সঙ্গে একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ে কাজ করেছিলাম। তাই তাঁর সঙ্গে যোগাযোগ ছিল। ‘স্বদেশ’ ছবির জন্য অডিশনও দিয়েছিলাম। কিন্তু আমার বদলে বেছে নেওয়া হয় গায়েত্রি জোশিকে। ‘মুন্না ভাই এমবিবিএস’-এর জন্য অডিশন দেওয়ার পর বেশ ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিলাম সেটে উপস্থিত সবার থেকে। কিন্তু সেবারও আমি নির্বাচিত হইনি, নির্বাচিত হয় গ্রেসি সিং। এরকম বহু সুযোগ আমি হারিয়েছি। যদিও একজন অভিনেতার জীবনে এগুলো হয়েই থাকে!’’ 

রিমি জানান, তিনি কখনই অভিনেতা হতে চাননি। চেয়েছিলেন পরিচালক বা প্রযোজক হতে। শুধুমাত্র টাকার জন্য তিনি অভিনয় জগতে আসেন। এমনকী, টাকার জন্য বিগ বসের ঘরেও গিয়েছিলেন। 

নতুন করে কেন ফিল্মের জগতে ফিরছেন না তিনি? প্রশ্নের জবাবে জানান, পছন্দ মতো কোনও চরিত্র পাচ্ছেন না। ইচ্ছে আছে প্রযোজনা ও পরিচালনা দিয়ে রুপোলি জগতে কামব্যাক করার।

বন্ধ করুন