বাংলা নিউজ > বায়োস্কোপ > Adil Hussain: হাতে নেই এক পয়সা! ভূমিকম্পের আতঙ্কে ঘরছাড়া আদিল হুসেন, কোথায় রাত কাটল?

Adil Hussain: হাতে নেই এক পয়সা! ভূমিকম্পের আতঙ্কে ঘরছাড়া আদিল হুসেন, কোথায় রাত কাটল?

আদিল হুসেন

Adil Hussain: ভূমিকম্পের আতঙ্কে মস্ত ভুল করে বসলেন আদিল হুসেন। তাড়াহুড়োর চোটে কার্ড, ক্যাশ না নিয়েই ঘর থেকে বেরিয়ে পড়লেন ফ্যাঁসাদে, তারপর কী হল? 

বুধবার ভোররাতে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠে নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। এর জেরে কম্পন অনুভূত হয়েছে দিল্লি, উত্তরাখণ্ড-সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গায়। আর এই ভূমিকম্পের আতঙ্কেই ঘরছাড়া অভিনেতা আদিল হুসেন! 

ভূমিকম্পের ঝটকায় বারবার কেঁপে উঠেছে দিল্লি। আর সেই আতঙ্কের তড়িঘড়ি নিজের ঘর থেকে বেরিয়ে আসেন আদিল হুসেন। ফ্য়াঁসাদে পড়ে শেষমেষ বন্ধুর বাড়ি আশ্রয় নিয়ে হয় তাঁকে। টুইটারে বন্ধুকে বিশেষ ধন্যবাদ জানান অভিনেতা।

নেপালে ভূমিকম্পের জেরে ৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে চার জন শিশু। ঘটনায় গুরুতর আহত আরও পাঁচ। আদিল হুসেন টুইটারে লেখেন, ‘ভূমিকম্পের সময় বাড়ি থেকে বেরিয়ে এলাম… ভুলবশত ঘরের দরজা লক হয়ে গিয়েছে এবং সমস্ত কার্ড ও টাকাপয়সাও ভিতরেও… প্রিয় বন্ধু দিবাং সৌভাগ্যবশত জেগেছিল। আমাদের আশ্রয় দিয়েছে, এখন ওর বাড়ির গেস্ট রুমে ঘুমোতে যাচ্ছি। ভগবান ওর মঙ্গল করুক এই সময় জেগে থাকবার জন্য আর ফোনের ঘন্টা শুনতে পাওয়ার জন্য’। আদিলের টুইটে স্পষ্ট তড়িঘড়ি বাড়ি থেকে বার হওয়ার সময় ঘরের চাবি এবং ওয়ালেট নিতে ভুলে গিয়েছেন তিনি, এবং দরজা বন্ধ হওয়ায় অটোমেটিক লক হয়ে গিয়েছে অ্যাপার্টমেন্ট। 

টুইটারের বাসিন্দারা আদিলের টুইট দেখে প্রশংসায় ভরিয়েছেন সাংবাদিক দিবাংকে। অন্যদিকে জার্মান অভিনেতা সুজান বার্নার্ট জানান, ‘তোমার তো দুর্দান্ত কাটল পূর্ণিমার রাত’। জবাবে অভিনেতা জানান, ‘ভূমিকম্পের চেয়ে বেশি… তুমি ঠিকই বলছো! এতে চাঁদের প্রভাব বেশি ছিল’। 

আদিল হুসেনকে আগামিতে দেখা যাবে জি ফাইভের ওয়েব সিরিজ 'মুখবির - দ্য স্টোরি অফ এ স্পাই' (Mukhbir - The Story of a Spy)-এ। শিভম নায়ার ও জয়প্রদ দেসাই পরিচালিত 'মুখবির - দ্য স্টোরি অফ এ স্পাই' বলবে এক ভারতীয় গুপ্তচরের। সিরিজে থাকছেন প্রকাশ রাজ, বরখা বিসত, জয়েন খা দুরানি, জোয়া আফরোজরাও। ১১ নভেম্বর থেকে স্ট্রিমিং শুরু হবে মুখবিরের। 

 

বন্ধ করুন