অভিনেতা, মডেল এবং কাস্টিং কো-অর্ডিনেটর আদিত্য সিং রাজপুতকে ২২ মে বিকেলে আন্ধেরিতে তাঁর বাড়ির বাথরুম থেকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে মৃত হিসেবে ঘোষণা করে চিকিৎসকরা।
আদিত্য সিং রাজপুত মুম্বইয়ের একজন জনপ্রিয় অভিনেতা, মডেল এবং কাস্টিং কো-অর্ডিনেটর ছিলেন। আন্ধেরির ১১ তলার যে হাইরাইজে তিনি থাকতেন তাঁরই বাথরুম থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ। এক বন্ধুকে তাঁকে ওই অবস্থায় দেখতে পায়। এবং সেই বন্ধু বিল্ডিংয়ের প্রহরীদের সাহায্য নিয়ে আদিত্যকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানিয়ে দেন তিনি মৃত। সূত্র মতে, ড্রাগসের ওভারডোজের কারণেই খুব সম্ভবত এমনটা হয়েছে।
আদিত্য সিং রাজপুত একজন মডেল এবং অভিনেতা হিসাবে কাজ শুরু করেছিলেন, এমনকি তাঁর হাত ধরে বহু নতুন মুখ এসেছে বলিউড ইন্ডাস্ট্রিতে। একাধিক অভিনেতার সঙ্গে বহু ব্র্যান্ডের হয়েও কাজ করেছেন। তাঁর মৃত্যুতে ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া।
আরও পড়ুন- কেরালা স্টোরি-তে ধর্ষণের দৃশ্য, ‘সেটে সবাই অসাড় হয়ে গিয়েছিলাম’: যোগিতা বিহানি
দিল্লির বাসিন্দা আদিত্য ভাগ্য ফেরাতে এসেছিলেন মুম্বইতে। তিনি ‘ক্রান্তিবীর’ এবং ‘ম্যায় গান্ধী কো নহি মারা’-র মতো ছবিতে কাজও করেন। ৩০০টির বেশি বিজ্ঞাপনের অংশ হয়েছেন। ভাগ নিয়েছিলেন স্প্লিটসভিলা ৯-এও। লাভ, আশিকি, কোড রেড, আওয়াজ সিজন ৯, ব্যাড বয় সিজন ৪-এর মতো টিভি প্রোজেক্টের অংশও ছিলেন। আরও পড়ুন: লুঙ্গি পরে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে! বাঙালি পরিচালককে নিয়ে হৈচৈ
বর্তমানে তিনি এক বিখ্যাত প্রোডাকশন হাইসের কাস্টিং বিভাগে কাজ করছিলেন। মুম্বই গ্ল্যামার সার্কিটেও ছিল আদিত্যর নিত্য যাতায়াত। পেজ ৩ পার্টিগুলিতে তাঁকে প্রায়ই দেখা যেত।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)