ছিল বিড়াল হয়ে গেল রুমাল! সুকুমার রায়ের লেখা 'হযবরল'-এর সেই বিখ্যাত লাইনটি নিশ্চয়ই সবার মনে আছে। এই লাইনই এখন প্রযোজ্য পরিচালক ইন্দ্র কুমারের ‘থ্যাঙ্ক গড’ ছবির জন্য। ট্রেলার প্রকাশের পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই কমেডি ঘরানার ছবি। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছিল এই ছবির বিরুদ্ধে। এই ছবির ঝলকে হিন্দু দেবতা চিত্রগুপ্তকে মর্ডান অবতারে দেখানো হয়েছিল, এমনকী তাঁর মুখের ভাষা নিয়েও আপত্তি তুলেছিল অনেকে। এবার সব বিতর্কে দূরে ঠেলতে বড় সিদ্ধান্ত নিলেন নির্মাতারা।
সূত্রের খবর, এই ছবিতে অজয় দেবগণের চরিত্রে নাম ‘চিত্রগুপ্ত’-র বদলে সিজি, এবং যমরাজের চরিত্রের নাম রাখা হয়েছে ইয়াইডি। সিবিএফসি-র কাছে ছবি জমা দেওয়ার আগে নামের এই পরিবর্তনের পাশাপাশি আরও তিনটি পরিবর্তন আনা হয়েছে। সেন্সার বোর্ডের তরফে এই ছবিকে U/A সার্টিফিকেট দেওয়া হয়েছে। অর্থাৎ ১২ বছরের উর্ধ্বে যে কেউ এই ছবি দেখতে পারবে এবং ১২ বছরের কম বয়সীরা অভিভাবকদের তত্ত্বাবধানে এই ছবি দেখতে পারবে।
কমেডি ঘরনারা এই ছবিতে হিন্দু দেবতা চিত্রগুপ্তের চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগণ। অন্যদিকে আম আদমির চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থ মলহোত্রাকে, একটি সড়ক দুর্ঘটনার পর জীবন-মৃত্যুর মাঝামাঝি স্তরে ঝুলছেন অয়ন (সিদ্ধার্থ)। তাঁর পাপ-পুণ্যের হিসাব করতে বসেছেন চিত্রগুপ্ত অজয় দেবগণ। ‘গেম অফ লাইফ’ (জীবনের খেলা)-তে যোগ দিতে হবে সিদ্ধার্থ ওরফে অয়নকে। এই খেলায় জিতলে তবেই জীবন ফিরে পাবে সে, না হলে মৃত্যু নিশ্চিত।
হিন্দু পুরাণ অনুযায়ী মানুষের পাপ-পুণ্যের হিসাব রাখেন ভগবান চিত্রগুপ্ত। এই ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করতে সুপ্রিম কোর্টে দাখিল হয়েছে মামলা। সেই পিটিশনের জরুরি ভিত্তিতে শুনানি করতে অস্বীকার করেছে কোর্ট, আগামী ২১শে নভেম্বর এই মামলা শুনানি। ছবি বিশেষজ্ঞদের কথায়, আইনি ঝামেলা এড়াতেই বুদ্ধিমত্তার পরিচয় দিল টিম থ্যাঙ্ক গড।
নামের বদল ছাড়া আর কী কী পরিবর্তন এসেছে এই ছবিতে? জানা গিয়েছে, ছবির একটি ফ্রেমে একটি মদের ব্র্যান্ডের লোগো ঝাপসা করে দেওয়া হয়েছে। মন্দিরের একটি দৃশ্যে বেশকিছু বদল আনা হয়েছে এবং ছবি শুরুর আগের বিজ্ঞপ্তিতে পরিবর্তন আনা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তির সময়সীমাও বাড়ানো হয়েছে।
এই ছবিতে সিদ্ধার্থের স্ত্রীর চরিত্রে দেখা যাবে রকুল প্রীত সিং-কে। ‘আইয়ারি’র পর আবারও একসঙ্গে এই জুটি। আগামী ২৫শে অক্টোবর অর্থাৎ দিওয়ালিতে মুক্তি পাবে এই ছবি।