বাংলা নিউজ > বায়োস্কোপ > Thank God: বিতর্ক এড়াতে বড় সিদ্ধান্ত! ‘চিত্রগুপ্ত’ অজয়ের নামে বদল, ছাড়পত্র পেল Thank God

Thank God: বিতর্ক এড়াতে বড় সিদ্ধান্ত! ‘চিত্রগুপ্ত’ অজয়ের নামে বদল, ছাড়পত্র পেল Thank God

বদলে গেল নাম! (Ashish Vaishnav)

Thank God Update: ‘চিত্রগুপ্ত’ অজয়ের নাম বদলে হয়ে গেল CG, আর কী কী পরিবর্তন এল ছবিতে? 

ছিল বিড়াল হয়ে গেল রুমাল! সুকুমার রায়ের লেখা 'হযবরল'-এর সেই বিখ্যাত লাইনটি নিশ্চয়ই সবার মনে আছে। এই লাইনই এখন প্রযোজ্য পরিচালক ইন্দ্র কুমারের ‘থ্যাঙ্ক গড’ ছবির জন্য। ট্রেলার প্রকাশের পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই কমেডি ঘরানার ছবি। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছিল এই ছবির বিরুদ্ধে। এই ছবির ঝলকে হিন্দু দেবতা চিত্রগুপ্তকে মর্ডান অবতারে দেখানো হয়েছিল, এমনকী তাঁর মুখের ভাষা নিয়েও আপত্তি তুলেছিল অনেকে। এবার সব বিতর্কে দূরে ঠেলতে বড় সিদ্ধান্ত নিলেন নির্মাতারা। 

সূত্রের খবর, এই ছবিতে অজয় দেবগণের চরিত্রে নাম ‘চিত্রগুপ্ত’-র বদলে সিজি, এবং যমরাজের চরিত্রের নাম রাখা হয়েছে ইয়াইডি। সিবিএফসি-র কাছে ছবি জমা দেওয়ার আগে নামের এই পরিবর্তনের পাশাপাশি আরও তিনটি পরিবর্তন আনা হয়েছে। সেন্সার বোর্ডের তরফে এই ছবিকে U/A সার্টিফিকেট দেওয়া হয়েছে। অর্থাৎ ১২ বছরের উর্ধ্বে যে কেউ এই ছবি দেখতে পারবে এবং ১২ বছরের কম বয়সীরা অভিভাবকদের তত্ত্বাবধানে এই ছবি দেখতে পারবে। 

কমেডি ঘরনারা এই ছবিতে হিন্দু দেবতা চিত্রগুপ্তের চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগণ। অন্যদিকে আম আদমির চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থ মলহোত্রাকে, একটি সড়ক দুর্ঘটনার পর জীবন-মৃত্যুর মাঝামাঝি স্তরে ঝুলছেন অয়ন (সিদ্ধার্থ)। তাঁর পাপ-পুণ্যের হিসাব করতে বসেছেন চিত্রগুপ্ত অজয় দেবগণ। ‘গেম অফ লাইফ’ (জীবনের খেলা)-তে যোগ দিতে হবে সিদ্ধার্থ ওরফে অয়নকে। এই খেলায় জিতলে তবেই জীবন ফিরে পাবে সে, না হলে মৃত্যু নিশ্চিত।

হিন্দু পুরাণ অনুযায়ী মানুষের পাপ-পুণ্যের হিসাব রাখেন ভগবান চিত্রগুপ্ত। এই ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করতে সুপ্রিম কোর্টে দাখিল হয়েছে মামলা। সেই পিটিশনের জরুরি ভিত্তিতে শুনানি করতে অস্বীকার করেছে কোর্ট, আগামী ২১শে নভেম্বর এই মামলা শুনানি। ছবি বিশেষজ্ঞদের কথায়, আইনি ঝামেলা এড়াতেই বুদ্ধিমত্তার পরিচয় দিল টিম থ্যাঙ্ক গড। 

নামের বদল ছাড়া আর কী কী পরিবর্তন এসেছে এই ছবিতে? জানা গিয়েছে, ছবির একটি ফ্রেমে একটি মদের ব্র্যান্ডের লোগো ঝাপসা করে দেওয়া হয়েছে। মন্দিরের একটি দৃশ্যে বেশকিছু বদল আনা হয়েছে এবং ছবি শুরুর আগের বিজ্ঞপ্তিতে পরিবর্তন আনা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তির সময়সীমাও বাড়ানো হয়েছে। 

এই ছবিতে সিদ্ধার্থের স্ত্রীর চরিত্রে দেখা যাবে রকুল প্রীত সিং-কে। ‘আইয়ারি’র পর আবারও একসঙ্গে এই জুটি। আগামী ২৫শে অক্টোবর অর্থাৎ দিওয়ালিতে মুক্তি পাবে এই ছবি।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে যুগেব অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে ভারত, চওড়া হল সেমির রাস্তা ৬১-তে পা দিলেন শিলাজিৎ, হইচই করে জন্মদিন পালন ৬৫-তে এসে চতুর্থবার বিয়ের পিঁড়িতে সঞ্জয় দত্ত, মান্য়তাকে 'ভুলে' কার হাত ধরলেন? আজ থেকে বক্রী গুরু, ভাগ্য হবে বিমুখ, ৪ রাশির এই ১১৯ দিন কাটবে দুঃস্বপ্নের মতো সরকারি হাসপাতালগুলির নিরাপত্তায় বাড়তি জোর, ইলেকট্রিক সাইকেলে কলকাতা পুলিশ ষষ্ঠীর সাজে ঝলমলে কাজল, গল্প জুড়লেন বোনের সঙ্গে ২৭ মিটার দৌড়ে উলটো হাতে অবিশ্বাস্য ক্যাচ হার্দিকের! কোলে তুলে নিলেন ফিল্ডিং কোচ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.