
মোদীর ব্রিগেডে হাজির থাকার জল্পনা উড়িয়ে দিলেন অক্ষয় কুমার
১ মিনিটে পড়ুন . Updated: 07 Mar 2021, 01:09 PM IST- 'কলকাতার এক রাজনৈতিক ব়্যালিতে আমার উপস্থিতির খবর একদম ভুয়ো ও ভিত্তিহীন'।
কলকাতায় আজ মোদীর হাইপ্রোফাইল ব্রিগেড। সেই নিয়ে ইতিমধ্যেই সাজাসাজো রব ব্রিগেড গ্রাউন্ডে। মঞ্চে উপস্থিত হয়ে গিয়েছেন, রাজ্য বিজেপির তাবড়-তাবড় নেতারা। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। গতকাল শোনা গিয়েছিল, মোদীর ব্রিগেডে হাজির থাকতে পারেন খিলাড়ি কুমার। তবে সেই জল্পনায় জল ঢেলে দিলেন খোদ তারকা। এই জল্পনা ‘ভুয়ো ও ভিত্তহীন’ বলে উড়িয়ে দিলেন অক্ষয় কুমার।
হিন্দুস্থান টাইমসকে দেওয়া একান্ত সাক্ষাত্কারে খিলাড়ি কুমার বলে, আমি তো নিজেই আশ্চর্য এই ধরণের ভুয়ো খবর ছড়িয়ে পড়ায়, কলকাতার কোনও রাজনৈতিক ব়্যালিতে আমার উপস্থিতি ঘিরে। এখন আমি মুম্বইতে শ্যুটিং নিয়ে ব্যস্ত। আমি জানাতে চাই, আজ কলকাতার এক রাজনৈতিক ব়্যালিতে আমার উপস্থিতির খবর একদম ভুয়ো ও ভিত্তিহীন'।
একুশের নির্বাচনকে পাখির চোখ করে এর আগেও বহুবার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী। তবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর এই প্রথম শহরে আসছেন মোদী। আজ এদিন ব্রিগেডের মঞ্চে বিজেপির দলীয় পতাকা হাতে তুলে গেরুয়া শিবিরে নাম লেখালেন মিঠুন চক্রবর্তী।