বাংলা নিউজ > বায়োস্কোপ > Akshay Kumar in HTLS 2022: ‘কানাডা কুমার’ তকমায় বিরক্ত অক্ষয়, কেন দেরি হচ্ছে ভারতীয় পাসপোর্ট ফিরে পেতে?

Akshay Kumar in HTLS 2022: ‘কানাডা কুমার’ তকমায় বিরক্ত অক্ষয়, কেন দেরি হচ্ছে ভারতীয় পাসপোর্ট ফিরে পেতে?

অক্ষয় কুমার  (HTBS) (HT_PRINT)

Akshay Kumar: ‘আমি ভীষণরকমভাবে ভারতীয়’, হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটের মঞ্চে দাঁড়িয়ে জোর গলায় ঘোষণা অক্ষয়ের। 

অক্ষয় কুমার ভারতের নাগরিক নন, কানাডার পাসপোর্ট রয়েছে এই বলিউড সুপারস্টারের। এর জেরে এদেশে ভোটদানের অধিকার নেই অভিনেতার। পর্দায় যতই দেশভক্তিমূলক সিনেমা করুন না কেন, নিন্দকরা অক্ষয়কে ‘কানাডা কুমার’ বলে কটাক্ষ করতে ছাড়েন না। ‘অক্ষয় কানাডিয়ান, তাই দেশভক্তির বুলি ওর মুখে বেমানান’ বহুবার এহেন বিদ্রুপের মুখে পড়েছেন অভিনেতা। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে-র মঞ্চে বসে অক্ষয় বলেছিলেন ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করেছেন তিনি। তিন বছর পর কী পরিস্থিতি? অক্ষয় কি এখন ভারতীয় নাকি আজও কানাডিয় পাসপোর্টই রয়েছে অভিনেতার? তিন বছর পর একই মঞ্চে বসে নিজের নাগরিকত্ব নিয়ে বড়সড় আপটেড দিলেন অক্ষয় কুমার। 

শনিবার হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে সঙ্গে যোগ দিয়েছিলেন অক্ষয়। এদিন হিন্দুস্তান টাইমসের এন্টারটেনমেন্ট এবং লাইফস্টাইল চিফ ম্যানেজিং এডিটর সোনাল কালরা ফের একবার অক্ষয়ের কাছে জানতে চান তাঁর ভারতীয় পাসপোর্ট ফিরে পাবার প্রক্রিয়া কতদূর এগোলো? হাসিমুখে অভিনেতা জানান, ‘কানাডিয় পাসপোর্ট থাকার এটা অর্থ নয় যে আমি ভারতীয় নই। আমি ভীষণরকমভাবে ভারতীয়। আমি বছর নয়েক আগে যখন সেই পাসপোর্ট নিই, কেন? কী পরিস্থিতি ছিল, আমার ছবি চলছিল না… সব ঠিক আছে’। 

অক্ষয় এরপর যোগ করেন, ‘হ্যাঁ, আমি ২০১৯ সালে বলেছিলাম আমি আবেদ করেছি (ভারতীয় পাসপোর্ট)। তারপরই প্যানডেমিক শুরু হয়ে গেল। এর জেরেই দু-আড়াই বছর কেটে গেছে। সব বন্ধ ছিল, আমার কাছে এখন রিনাউন্স পত্রও চলে এসেছে।…. কী আর করব আমি তো আর অতিমারী ডেকে আনিনি’।

কেন ভারতীয় পাসপোর্ট ত্যাগ করে কানাডার নাগরিত্ব নিয়েছিলেন অক্ষয়? সেই প্রসঙ্গে অভিনেতা আগে জানিয়েছিলেন- 'একসময় আমার একটানা ১৪ ছবি ফ্লপ হয়েছিল, ভেবেছিলাম বলিউডে আমার কেরিয়ার শেষ। তখনই আমার এক কাছের বন্ধুর সঙ্গে যোগাযোগ করি । ও কানাডায় ব্যবসা করত । ওর কথা শুনেই ওখানে ব্যবসা করার জন্য উদ্যোগী হই এবং ব্যবসার কাজেই পাসপোর্ট বানাই। সৌভাগ্যবশত আমার ১৫ নম্বর ছবিটা বক্স অফিস হিট হয় । তারপর আর পিছনে ফিরে তাকাই নি '।

দিন কয়েক আগে ‘কফি উইথ করণ সিজন ৭’-এর মঞ্চেও কানাডীয় নাগিরকত্বের বিষয় নিয়ে মুখ খুলেছিলেন আক্কি। করণ অক্ষয়কে প্রশ্ন করেন, ‘তোমাকে নিয়ে ট্রোল করা হয়?’ তাতে অভিনেতা উত্তর দেন, ‘হ্যাঁ বেশিরভাগ সময় আমার কানাডার পাসপোর্ট নিয়ে লেখা হয়। যদিও তাতে আমি পাত্তা দিই না।’ এতে করণ বলেন, ‘তোমাকে কানাডা কুমার বলে ডাকা হয়’! ‘হ্যাঁ কানাডা কুমার। আচ্ছা তাই বলেই না হয় ডাকুক।’

 

 

বন্ধ করুন