বাংলা নিউজ > বায়োস্কোপ > Dev-Kanchan: ‘এই কাঞ্চনকে চিনি না…’, আরজি কর প্রসঙ্গে মন্তব্য দেবের! আরও বললেন, ‘কল্যাণদা যে গাড়ি থেকে নামিয়েছিল…’

Dev-Kanchan: ‘এই কাঞ্চনকে চিনি না…’, আরজি কর প্রসঙ্গে মন্তব্য দেবের! আরও বললেন, ‘কল্যাণদা যে গাড়ি থেকে নামিয়েছিল…’

‘এই কাঞ্চনকে চিনি না…’, এবার মন্তব্য করলেন দেব।

এর আগেও তৃণমূল দলের ভিতর থেকে কাঞ্চন মল্লিককে নিয়ে বিরূপ সুর শোনা গিয়েছিল। এবার অভিনেতা-বিধায়কের বিরুদ্ধে মুখ খুললেন দেব। কী বললেন? দেখুন-

আরজি কর নিয়ে জুনিয়র ডাক্তার ও শিল্পীদের প্রতিবাদে পথে নামা নিয়ে কিছু মন্তব্য করেন কাঞ্চন মল্লিক। তারপর থেকেই ঘরে-বাইরে থুরি তৃণমূল দলের ভিতরে-বাইরে বেশ চাপে তিনি। কাঞ্চনকে নাম নিয়ে সতর্ক করে দিয়েছিলেন দলের নেতা অভিষেক বন্দ্য়োপাধ্যায়। এবার তাঁর বিরুদ্ধে গেলেন একসময় পাশে দাঁড়ানো দেবও। 

ঘাটালের সাংসদ-অভিনেতা দেবকে কাঞ্চন মল্লিক নিয়ে প্রশ্ন করতেই জবাব এল, ‘এই কাঞ্চনদাকে আমি চিনি না!’ বলে রাখা ভালো, মাস kndতিন আগে ভোটের প্রচার চলাকালীন যখন কাঞ্চনকে তাঁর ৩ বিয়ে নিয়ে লোকের মনে তৈরি হওয়া রাগকে কারণ হিসেবে দেখিয়ে, ভোট প্রচারের গাড়ি থেকে নামিয়ে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তখন দেবই এগিয়ে এসেছিল। একেবারে বুক ঠুকে নিজের এলাকায় প্রচারে নিয়ে যান তিনি কাঞ্চনকে। যেই ছবি এখনও কাঞ্চনের সোশ্যাল প্রোফাইলের উপরেই (পিন পোস্টে) স্থান পায়। অনেকেই বুঝেছিলেন, নিজের সহ-অভিনেতা, দলের লোকের ‘অপমানের’ জবাব এভাবেই তিনি দেন কল্যাণকে। 

তবে এবার আর কাঞ্চন পাশে পেলেন দেবকেও। এমনকী ক্ষমা চাওয়ার ভিডিয়ো শেয়ার করার পরেও। দেবকে আরও বলতে শোনা গেল, ‘কাঞ্চন মল্লিক যেটা বলেছেন সেটা দুঃখজনক। কল্যাণদা যে কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন, আমি সেটাকে সমর্থন করিনি। আমিই তাঁকে আমার প্রচারে ডেকে নিয়েছিলাম।’

কী বলেছিলেন কাঞ্চন?

আরজি করের ঘটনা নিয়ে তৃণমূলের তরফে আয়োজন করা এক ধর্না মঞ্চ থেকে কাঞ্চন প্রশ্ন তোলেন, জুনিয়র ডাক্তাররা ‘সরকারের থেকে বেতন-বোনাস’ নেওয়ার পরেও, কেন কর্তব্যে অবহেলা করছে (আন্দোলন করে)? এরপর তিনি সেইসব শিল্পীদের কটাক্ষ করেন, যাদের একসময় সরকার পুরস্কার দিয়েছে কোনও না কোনও কারণে। কাঞ্চনের জিজ্ঞাসা ছিল, সেই সব শিল্পীরা কি তাহলে পুরষ্কার ফিরিয়ে দেবেন?

কাঞ্চনের এই বক্তব্যের পর রীতিমতো প্রতিবাদের ঝড় ওঠে টলিউডে। শিল্পীরা এগিয়ে এসে তাঁর কথার প্রতিবাদই করেনি শুধু, অনেকেই তৃণমূল সরকারের দেওয়া পুরষ্কার ফিরিয়ে দিয়েছে। যার মধ্যে রয়েছেন অভিনেত্রী সুদীপ্তা, নাট্যব্যক্তিত্ব চন্দন সেন, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, সঞ্জিতা মুখোপাধ্যায়রা। 

চারদিকে প্রতিবাদের ঝড় উঠতেই, ভিডিয়ো করে ক্ষমা চেয়েছিলেন কাঞ্চন। তাঁকে বলতে শোনা গিয়েছিল, তিনিও আর সবার মতো বিচার চান। মুখ ফসকে কিছু কথা বলে ফেলেছিলেন। যার জন্য নিঃশর্ত ক্ষমাও চান। এরপরই তাঁকে বলতে শোনা যায়, ডাক্তারদের প্রতিবাদের কারণে নাকি তাঁর এক বন্ধুর মা বিনা চিকিৎসায় মারা গেছে। তাই আর নিজেকে ঠিক রাখতে পারেননি।

বায়োস্কোপ খবর

Latest News

আম্বানির ডাকে গণেশ পুজোয় করিনা-সইফ-সোনমরা! কার সাজ বেশি সুন্দর লাগল আপনার 'নিরপেক্ষভাবে কাজ করুন, নইলে পুলিশকর্মীদের নিম গাছে বেঁধে রাখব' SOP মেনে তদন্ত করেনি পুলিশ, লোপাট হয়ে থাকতে পারে প্রমাণ: নির্ভয়া মামলার অফিসার ICC-র নতুন চেয়ারম্যান জয় শাহকে নিয়ে কী ভাবছে পাকিস্তান? কী বললেন PCB প্রধান? গণপতির সামনে হাত জোড় করে বসে গৌরী! গণেশ পুজো ধুমধাম করে হল শাহরুখের মন্নতে ২০০৮ সালেই রোহিত শর্মাকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছিলেন প্রাক্তন কিউয়ি তারকা বাংলাদেশে গণেশ পুজোয় ভাঙচুর, তারই মাঝে সিদ্ধিদাতার আরাধনায় লিটন দাস Paralympics 2024 Day 10: রুপো সোনায় বদলে গেল! ২৯টি পদক জিতে ১৬ নম্বরে উঠল ভারত ‘ঝেঁটিয়ে বিদায় কর…’! যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড অরিন্দম শীল, খুশি শতরূপা রিমঝিমদের পরামর্শদাতাদের তালিকা নিয়ে বিতর্ক, আলোচনায় আন্দোলনকারীরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.