কর্মজগৎ কিংবা স্কুল কলেজ সকলের ইচ্ছে থাকে একটি বিশেষ প্রতিষ্ঠান বা স্বনামধন্য কোনও ব্যক্তির সঙ্গে কাজ করার বা তাঁর থেকে শেখার, পড়ার। আর এই ইচ্ছের ব্যতিক্রম নন তারকারাও। বিভিন্ন সময় বিভিন্ন পরিচালকদের সঙ্গে তাঁরা কাজ করলেও মনে মনে একটা সুপ্ত বাসনা থেকেই যায় কোনও বিশেষ প্রযোজনা সংস্থা বা পরিচালকের সঙ্গে কাজ করার। আর সেটা পূর্ণ হলে আনন্দ হয় বইকি! এবার যেন ঠিক সেটাই হল অনিন্দ্যর!
অনিন্দ্য চট্টোপাধ্যায়, অর্থাৎ এখন যাঁকে দর্শকরা ‘গাঁটছড়া’র রাহুল হিসেবে চেনেন তিনি ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায় জমিয়ে অভিনয় করছেন। বাদ দিচ্ছেন না ওয়েব মাধ্যমও। বাংলা বিনোদন জগতের তিন মাধ্যমেই তাঁর অবাধ যাতায়াত। তাঁকে ‘বেলাশেষে’, ‘বেলাশুরু’, ‘চতুষ্কোণ’, ইত্যাদি ছবিতে দেখা গিয়েছে। এখন তাঁকে স্টার জলসার পর্দায় ‘গাঁটছড়া’ ধারাবাহিক সহ হইচই প্ল্যাটফর্মের নতুন সিরিজ ‘নষ্টনীড়’ -এও দেখা যাচ্ছে। এদিন তিনি তাঁর ফেসবুকের পাতায় একটি বিশেষ খবর দিলেন।
কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি অসুখ বিসুখে থাকবেন অনিন্দ্য। অভিনেতার বহুদিনের ইচ্ছে ছিল তিনি কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করবেন। তাঁর পরিচালনায় কাজ করবেন। অবশেষে তাঁর স্বপ্ন পূরণ হল বলেই তিনি জানালেন সোশ্যাল মিডিয়ায়।
অনিন্দ্য এদিন জানান তিনি অবশেষে কৌশিক গঙ্গোপাধ্যায়ের থেকে ডাক পেয়েছেন। সেই আনন্দ প্রকাশ করে রাহুল লেখেন, 'বহুদিনের অপেক্ষার অবসান। এত বছর ধরে খালি ভাবতাম কবে একটা ফোন আসবে আর তাতে কৌশিক গাঙ্গুলির নামটা ভাসবে। একটা দুপুরে তাই হল। আর তারপরে যা হয় আর কী । আজকে তাই হল।' সঙ্গে তিনি পরিচালকের একটি ছবি পোস্ট করেন। পিছনে কৌশিক পুত্র উজানকেও সেখানে দেখা যাচ্ছে।
অভিনেতার বহু সহকর্মীরা এখানে তাঁদেরও সুপ্ত বাসনা জানিয়েছেন। তাঁরাও জানালেন যে তাঁরাও একদিন কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় কাজ করতে চান। পরিচালক রাম কমল মুখোপাধ্যায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন নতুন কাজের জন্য।
কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘অর্ধাঙ্গিনী’ সদ্যই হলে মুক্তি পেয়েছে। মাত্র ১০ দিনে এই ছবি ১ কোটির বেশি আয় করে ফেলেছে। অন্যদিকে তার মধ্যেই ১২ জুন থেকে পরিচালক আগামী ছবি ‘অসুখ বিসুখ’ -এর শুটিং শুরু করেছে। এখানে অঞ্জন দত্তের অভিনয় করার কথা থাকলেও তিনি শেষ পর্যন্ত করছেন না। তাঁর জায়গায় এবার খোদ পরিচালককে দেখা যাবে। এখানে অন্যান্য চরিত্রে আছেন ইশা সাহা, পরমব্রত চট্টোপাধ্যায়, সায়নী গুপ্ত প্রমুখ।