হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অনিতা হাসানন্দানি। গত ৯ ফেব্রুয়ারি মা হয়েছেন তিনি। অনিতার কোল আলো করে এসেছে ফুটফুটে পুত্রসন্তান আরভ। যদিও অনুরাগীদের নিজের সিদ্ধান্ত জানিয়ে চমকে দিলেন অভিনেত্রী। পেশাদার অভিনেত্রী অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, সন্তান জন্মের কিছুদিন পর কাজও করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনিতা জানিয়েছেন, অতিমারীর কারণে এই সিদ্ধান্ত নেননি তিনি। অনেক ভাবনা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আগেই ভেবেছিলেন সন্তান হওয়ার পর ইন্ডাস্ট্রি ছেড়ে দেবেন। কারণ মা হিসেবে এখন তাঁর দায়িত্ব অনেক বেশি। বাড়িতে থেকে সন্তানকে সময় দিতে চান তিনি। অনিতার কথায়, ‘সত্যি বলতে, কাজের কথা এখন সবার পরে মাথায় আসে’।
অভিনেত্রী জানিয়েছেন, আগের করা বেশ কিছু চুক্তির কারণে বেশ কিছু কাজ করছেন তিনি। সেগুলো সব বাড়ি থেকেই করছেন। তবে টেলিভিশনের কাজে ফিরলে অনেকটা সময় তাঁকে দিতে হবে, যেটার জন্য তিনি প্রস্তুত নয় এখন। তাই কখনো আবার কাজে ফিরলে অবশ্যই জানাবেন সবাইকে।
‘নাগিন’, ‘ইয়ে হ্যায় মোহাব্বাতে’-র মতো জনপ্রিয় টেলি ধারাবাহিকে কাজ করেছেন অনিতা। বেশ কিছু হিন্দি ধারাবহিকেও কাজ করেছেন তিনি। অংশগ্রহণ করেছেন রিয়ালিটি শো-তে।