দেখতে রোগা পাতলা, তবে খেতে নাকি ভীষণই ভালোবাসেন সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান। যেটুকু ডায়েট করেন, তা নেহাতই বাধ্য হয়ে। শ্যুটিং সেটে 'পেটুক' নুসরতের কাণ্ডকারখানা রচনা বন্দ্যোপাধ্যায়ের শো ‘দিদি নম্বর ওয়ান’-এ এসে ফাঁস করেন অভিনেতা অঙ্কুশ হাজরা। ২০১৭ সালে 'বলো দুগ্গা মাঈকী'-র সেটে নুসরত খাওয়া নিয়ে কী কাণ্ডটাই না করেছিলেন বলেই ফেলেন অঙ্কুশ।
ঠিক কী করেছিলেন নুসরত?
অঙ্কুশ হাজরার অভিযোগ ছিল, নুসরত নাকি বড্ড বেশি খান। অঙ্কুশের অভিযোগ প্রসঙ্গে নুসরত গোটা ঘটনা খোলসা করে জানান। বলেন, ছবির শ্যুটিংয়ের সময় ঠিক দূর্গাপুজোতে যেমন খাওয়াদাওয়া হয়, তেমনই আয়োজন ছিল চিত্রনাট্য়ের প্রয়োজনে। প্রতিদিনই মেনুতে কিছু না কিছু স্পেশাল থাকত। ছবির একটি দৃশ্যে দেখা যায় অঙ্কুশ পাত ভরে খাচ্ছেন। সেটার জন্য নাকি বারবার টেক নিতে হচ্ছিল। অবশেষে অঙ্কুশের পাতে মিষ্টি দেওয়া হলে নুসরত চোখ পাকিয়ে বলেন, পান্তুয়া একটাই আছে, তিনি যেন সেটা না খান। নুসরতের কাণ্ডে নাকি মজা করে অঙ্কুশ প্রযোজনা সংস্থার কাছে অভিযোগও জানিয়েছিলেন।
আরও পড়ুন-তুতো বোনকে বিয়ে করেন প্রকাশ পাড়ুুকোন, জানেন কি দীপিকার বাবা-মা আসলে ভাইবোন!
আরও পড়ুন-জামিনে মুক্তি, ছাড়া পেয়েই স্বামীকে নিয়ে ইফতার বিক্রি করছেন বাংলাদেশের 'মাহি'
আরও পড়ুন-ইন্দ্র বাচ্চা ছেলে তাই রেগে গিয়েছিল, আমি ফ্লপ হিরো মানতে অসুবিধা নেই : ভাস্কর
প্রতিটি ছবিরই শ্যুটিংয়ের ব্যাকস্টেজে কিছু না কিছু গল্প থাকে। তেমনই এটিও ২০১৭ সালে 'বলো দুগ্গা মাঈকী'-র সেটের মজার একটি গল্প। ছবিটি SVF-এর প্রযোজনায় তৈরি হয়েছিল। পরিচালক ছিলেন রাজ চক্রবর্তী। এটি মূলত একটি কমেডি ছবি। ছবিতে অঙ্কুশ হাজরার চরিত্রের নাম ছিব সাম্য, নুসরত জাহানের নাম ছিল ঊমা, এছাড়াও ছিলেন সৌরভ দাস (বাঙাল) রজতাভ দত্ত (ঊমার বাবা) পরাণ বন্দ্যোপাধ্যায় (সাম্যর দাদু) ছবির গানগুলিও বেশ জনপ্রিয় হয়েছিল।