বাংলা নিউজ > বায়োস্কোপ > Annu Kapoor hospitalised in Delhi: বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি অন্নু কাপুর, এখন কেমন আছেন?

Annu Kapoor hospitalised in Delhi: বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি অন্নু কাপুর, এখন কেমন আছেন?

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি অনু কাপুর

Annu Kapoor hospitalised in Delhi: আচমকা বুকে ব্যথা। সেই কারণেই দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হল অভিনেতা অন্নু কাপুরকে।

অভিনেতা তথা গায়ক অন্নু কাপুর গুরুতর অসুস্থ। তাঁকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার তাঁর বুকে ব্যথা হলে তড়িঘড়ি তাঁকে এই হাসপাতালে ভর্তি করানো হয়। পিটিআইয়ের তরফে এই খবর জানানো হয়।

হাসপাতালের তরফে জানানো হয়েছে বর্তমানে এই ৬৬ বছর বয়সী অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তাঁকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁকে চিকিৎসকরা নজরে রেখেছেন। তাঁর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখছেন চিকিৎসকরা। আর তাঁদের পরামর্শ, দেখভালে তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন বলেই জানানো হয়েছে।

শ্রী গঙ্গারাম হাসপাতালের চেয়ারম্যান ডক্টর অজয় স্বরূপ জানান, অন্নু কাপুরকে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি বর্তমানে ডক্টর সুশান্ত ওয়াত্তালের আন্ডারে ভর্তি আছেন। কার্ডিওলজি বিভাগে ভর্তি আছেন তিনি। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। তিনি সুস্থ হচ্ছেন।

অভিনেতাকে আয়ুষ্মান খুরানা অভিনীত ভিকি ডোনর, ড্রিম গার্ল ছবিতে দেখা গিয়েছিল এছাড়া তাঁকে ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে রেইনকোট ছবিতেও দেখা গিয়েছিল। কিংবা প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত সাত খুন মাফ, ইত্যাদিতে। তাঁকে মিস্টার ইন্ডিয়া, তেজাব, রাম লক্ষ্মণ, ঘায়াল, ডর, ইত্যাদি ছবিতেও দেখা গিয়েছে। তিনি ভিকি ডোনর ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। তাঁকে শেষবার ক্র্যাশ কোর্স ওয়েব সিরিজে দেখা গিয়েছে। এটা অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেয়েছিল।

তাঁকে আগামীতে ড্রিম গার্ল ২ ছবিতে দেখা যেতে চলেছে। সেই ছবিতে আয়ুষ্মান খুরানা এবং অনন্যা পাণ্ডেকে মুখ্য ভূমিকায় দেখা যাবে। এই ছবিটি চলতি বছরের ২৯ জুন মুক্তি পেতে চলেছে।

বন্ধ করুন