বক্স অফিস হইচই ফেলে দিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। ছবির এই সাফল্যের কথা স্বপ্নেও ভাবেননি ছবির নির্মাতারা। ইতিমধ্যেই ২০০ কোটির গণ্ডি পার করে ফেলেছে কাশ্মীর ফাইলস। অভিনেতা অনুুপম খের এই ছবির অবিচ্ছেদ্য অঙ্গ, তিনি হতবাক ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর বাঁধভাঙা সাফল্যে। অভিনেতার কথায় তাঁর কোনও ছবি এর আগে এমন সাফল্যের মুখ দেখেনি। স্বভাবতই বেজায় এক্সাইটেড অনুপম খের। কিন্তু বর্ষীয়ান অভিনেতা এও জানান তিনি পুরোপুরি খুশি হতে পারছেন না, কারণ এই ছবিতে উঠে এসেছে কয়েক হাজার মানুষের যন্ত্রণা আর কান্নার ইতিহাস।
বলা বাহুল্য বক্স অফিসে টাকার বৃষ্টি ঘটাচ্ছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। অনুপম খেরের কথায়, 'আমার খুব কম ছবিই বক্স অফিসে এতো সাফল্য পেয়েছে, আর যে ছবিতে আমি মুখ্য চরিত্রে অভিনয় করেছি সেই ছবি কোনওদিন এমন সাফল্য পায়নি। বলতে পারেন ছবি নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া কাজ করছে।
বর্ষীয়ান তারকা আরও যোগ করেন,'সত্যি বলতে আমার হয়ত লাফানো উচিত। খুব বেশি খুশি হওয়া উচিত। আমি খুশি, ভগবানের প্রতিও কৃতজ্ঞ, কিন্তু একটা দুঃখও আছে। কারণ এটা সেলিব্রেশনের ছবি নয়। এই ছবিটা কান্নার, দুঃখের। এখন শ্যুটিংয়ে ব্যস্ত। আমি ভেবেছিলাম আমার ছবি কোনওদিন ২০০ কোটির ব্যবসা করলে আমি খুশিতে পাগল হয়ে যাব, হয়ত রাস্তায় দৌড়াদৌড়ি শুরু করব। আমাদের এখানে হিরোর ছবি ২০০ কোটির ব্যবসা করে, বলতে পারেন আমি নিজেকে এই ছবির হিরোই ভেবেছি। তবে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ২০০ কোটির ব্যবসা করবে এটা সত্যিই ভাবিনি।
‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, পল্লবী যোশি,মিঠুন চক্রবর্তীরা। গত ১১ই মার্চ মুক্তি পেয়েছে এই ছবি। ১৯৯০ সালে কাশ্মীর উপত্যকা থেকে কাশ্মীরি পন্ডিতদের উচ্ছেদের ঘটনা উঠে এসেছে এই ছবিতে।