বাংলা নিউজ > বায়োস্কোপ > ২৩০ কোটির গণ্ডি পার, তবে ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর সাফল্যে খুশি নন অনুপম খের! কেন?

২৩০ কোটির গণ্ডি পার, তবে ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর সাফল্যে খুশি নন অনুপম খের! কেন?

ছবির একটি দৃশ্যে অনুপম খের

ভেবেছিলাম আমার ছবি কোনওদিন ২০০ কোটির ব্যবসা করলে আমি খুশিতে পাগল হয়ে যাব, তবে….

বক্স অফিস হইচই ফেলে দিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’।  ছবির এই সাফল্যের কথা স্বপ্নেও ভাবেননি ছবির নির্মাতারা। ইতিমধ্যেই ২০০ কোটির গণ্ডি পার করে ফেলেছে কাশ্মীর ফাইলস। অভিনেতা অনুুপম খের এই ছবির অবিচ্ছেদ্য অঙ্গ, তিনি হতবাক ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর বাঁধভাঙা সাফল্যে। অভিনেতার কথায় তাঁর কোনও ছবি এর আগে এমন সাফল্যের মুখ দেখেনি। স্বভাবতই বেজায় এক্সাইটেড অনুপম খের। কিন্তু বর্ষীয়ান অভিনেতা এও জানান তিনি পুরোপুরি খুশি হতে পারছেন না, কারণ এই ছবিতে উঠে এসেছে কয়েক হাজার মানুষের যন্ত্রণা আর কান্নার ইতিহাস। 

বলা বাহুল্য বক্স অফিসে টাকার বৃষ্টি ঘটাচ্ছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। অনুপম  খেরের কথায়, 'আমার খুব কম ছবিই বক্স  অফিসে  এতো সাফল্য পেয়েছে, আর যে ছবিতে আমি মুখ্য চরিত্রে অভিনয় করেছি সেই ছবি কোনওদিন এমন সাফল্য পায়নি।  বলতে পারেন ছবি নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া কাজ করছে। 

বর্ষীয়ান তারকা আরও যোগ করেন,'সত্যি বলতে আমার হয়ত লাফানো উচিত। খুব বেশি খুশি হওয়া উচিত। আমি খুশি, ভগবানের প্রতিও কৃতজ্ঞ, কিন্তু একটা দুঃখও আছে। কারণ এটা সেলিব্রেশনের ছবি নয়।  এই ছবিটা কান্নার, দুঃখের। এখন শ্যুটিংয়ে ব্যস্ত। আমি ভেবেছিলাম আমার ছবি কোনওদিন ২০০ কোটির ব্যবসা করলে আমি খুশিতে পাগল হয়ে যাব, হয়ত রাস্তায় দৌড়াদৌড়ি শুরু করব। আমাদের এখানে হিরোর ছবি ২০০ কোটির ব্যবসা করে, বলতে পারেন আমি নিজেকে এই ছবির হিরোই ভেবেছি। তবে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ২০০ কোটির ব্যবসা করবে এটা সত্যিই ভাবিনি।

‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, পল্লবী যোশি,মিঠুন চক্রবর্তীরা। গত ১১ই মার্চ মুক্তি পেয়েছে এই ছবি। ১৯৯০ সালে কাশ্মীর উপত্যকা থেকে কাশ্মীরি পন্ডিতদের উচ্ছেদের ঘটনা উঠে এসেছে এই ছবিতে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

আরজি কর ধর্ষণ ও খুনে সঞ্জয় ছাড়া আর কেউ জড়িত না? সুপ্রিম কোর্টে বড় দাবি CBI-এর নতুন করে হাঁটু ফুলেছে…শামিকে অস্ট্রেলিয়ায় পাওয়া নিয়ে সন্দিহান রোহিত প্রাক্তন স্ত্রীদের গায়ে হাত তুলতেন কি? সলমনের প্রশ্নের চাপে মুখ খুললেন করণ বীর রামলীলার মঞ্চে তির ধনুক কেড়ে নিয়ে রামকে মাটিতে ফেলে মার রাবণের,দেখুন সেই ভিডিয়ো দ্রোহের কার্নিভাল রুখতে পুলিশের জারি করা ১৬৩ ধারা পত্রপাঠ খারিজ করে দিল হাইকোর্ট বিচারপতির রায় চ্যালেঞ্জ উইকিপিডিয়ার, সংস্থাকে 'অস্বচ্ছ' বলে পালটা তোপ হাইকোর্টের দশেরার উদযাপনে একত্রিত হলেন ‘কিউকি সাস...’ জনপ্রিয় স্মৃতি-জয়া, খুশি ভক্তরা ‘অনবদ্য মানুষ...’ রতন টাটার সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণা পাকিস্তানি গায়ক জোহেবের সাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড়, কালীপুজোর আগেই তছনছ করতে পারে উপকূল 'বুলেয়ার গুটখা ভার্সন?' চিবোতে চিবোতে পারফর্ম করলেন অঙ্কিত!চরম কটাক্ষ নেটপাড়ার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.