করোনা আক্রান্ত বাংলাদেশের জনপ্রিয় তারকা আরিফিন শুভ। টলিগঞ্জেও পরিচিত নাম শুভ। শনিবার ফেসবুকে ভিডিয়ো বার্তা দিয়ে করোনা আক্রান্ত হওয়ার খবর জানান অভিনেতা। বুধবার ওয়েবসিরিজের শ্যুটিংয়ের মাঝে আচমকাই অসুস্থতা অনুভব করলে কাজ দেখে বিরতি নেন শুভ। এরপর নিময় মেনেই হয়েছিল করোনা পরীক্ষা। শুক্রবার রাতে আরিফিন শুভর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।
ভিডিয়ো বার্তায় শুভ অনুরাগীদের উদ্দেশে জানান, দীর্ঘ নয় মাস যুদ্ধ করবার পর ফাইনালি হয়েই গেল….'। সকলকে আশ্বস্ত করে অভিনেতা জানান, কোনওরকম বিশেষ শারীরিক সমস্যা নেই তাঁর, কেবলমাত্র স্বাদ বা গন্ধ পাচ্ছেন না তিনি। এই মুহূর্তে রয়েছেন হোম আইসোলেশনে।
আরিফিনিকে ইনস্টাগ্রামে ‘গেট ওয়েল সুন’ বার্তা দিয়েছেন মিথিলা, যিশু সেনগুপ্তরা। এই মুহূর্তে নিয়ম মেনে বন্ধ করে দেওয়া হয়েছে ওয়েব সিরিজের শ্যুটিং। ইউনিটের বাকি সদস্যদের করোনা পরীক্ষা করা হবে।
ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে আহা রে ছবিতে অভিনয় করেছেন আরিফিন। এটাই টলিগঞ্জে আরিফিনের ডেব্যিউ ছবি। পাশাপাশি তিনি কলকাতার জামাইও বটে।
আরিফিনের পাশাপাশি করোনা আক্রান্ত হয়েছেন বাংলাদেশি নায়িকা নুসরত ফারিয়াও।