২০১৪ সালে ‘বরবাদ’ ছবির মাধ্যমে টলিউডে ডেবিউ করেন অভিনেতা বনি সেনগুপ্ত। ‘পারবো না আমি ছাড়তে তোলে’, ‘জিও পাগলা’ সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন। বনির অপর একটি পরিচয়ও রয়েছে। সম্পর্কে অভিনেতা সুখেন দাসের নাতি তিনি। পরিচালক অনুপ সেনগুপ্ত ও অভিনেত্রী পিয়া দাসের ছেলে বনি।
মুক্তির অপেক্ষায় বনি সেনগুপ্ত, পরমব্রত অভিনীত ছবি ‘জতুগৃহ’। ছবির পরিচালনার দায়িত্ব সামলেছেন সপ্তাশ্ব বসু, প্রযোজনা করেছেন রক্তিম চট্টোপাধ্যায়। আগামী ২৫ অক্টোবর মুক্তি পাবে এই ছবি। আরও পড়ুন: বাবা টিভির পরিচিত মুখ, বড় কোম্পানির চাকরি ছেড়ে অভিনয়ে আসেন ‘জগদ্ধাত্রী’র উৎসব
নতুন ছবি মুক্তির আগেই এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বনি জানিয়েছেন, টলিউডে শুরু থেকে এখনের জার্নিটা। জানিয়েছেন, কতটা লড়াইয়ের পর সফলতার মুখ দেখেছেন তিনি। ঝুলিতে একগুচ্ছ হিট ছবি থাকলেও কাজ পাওয়ার জন্য অনেকটা লড়াই করতে হয়েছে তাঁকে। আরও পড়ুন: বিয়ে বাড়িতে প্রাক্তন প্রেমিকের সঙ্গে সুস্মিতা সেন, তুঙ্গে জল্পনা
বনির কথায়, অনেকেই ভাবেন সুখেন দাসের নাতি হওয়ায়, অনুপ সেনগুপ্ত ও পিয়া দাসের ছেলে হওয়ার জন্য ইন্ডাস্ট্রিতে তেমন স্ট্রাগল করতে হয়নি তাঁকে। তবে বাস্তবটা অন্য। এমনটা একটা সময় কাটিয়েছেন তিনি, টানা একবছর হাতে কাজ ছিল না বনির। অনেক সময় ছবিতে সিলেক্ট হওয়ার পরও সেখান থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে।
টলিউডে কাজের অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে অভিনেতার সাফ মন্তব্য, এখানে কাঠি করার লোকের অভাব নেই। আর সেই কারণেই এখন কাজ হারানো বা সমালোনার ভয় তিনি পান না। নিজের অভিনয় দক্ষতার উপর সম্পূর্ণ বিশ্বাস রয়েছে অভিনেতার। আপাতত নতুন ছবি ‘জতুগৃহ’র প্রমোশনে ব্যস্ত তিনি, সঙ্গে রয়েছে কালীপুজোর আনন্দ।